টুকরো খবর
বেলদায় সুনীল স্মরণ
সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে এক সভা হল বেলদায়। রবিবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি প্রাঙ্গনে সভার আয়োজন করা হয়। কয়েকজন কবি- সাহিত্যিক- সংস্কৃতিপ্রেমীর উদ্যোগেই এই সভার আয়োজন। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি স্মরণ করা হয় প্রয়াত সৈয়দ মুস্তাফা সিরাজ, বীতশোক ভট্টাচার্য, কবিরুল ইসলাম, জয়দেব বসু, অনিমেশকান্তি পালকে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনিল ঘড়াই, নলিনী বেরা, সুনীল মাঝি, অর্ণব পন্ডা, কামারুজ্জামান, তুহিনকান্তি দাস প্রমুখ কবি- সাহিত্যিক- সংস্কৃতিপ্রেমীরা। ছিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ননীগোপাল শীট।

মহিষদায় একই রাতে ৪টি মন্দিরে চুরি
একই রাতে পরপর ৪টি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুরের মহিষদায়। ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই গ্রামেই বাড়ি অভিনেতা দেবের। যে ৪টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি বছর দুয়েকের পরনো। এই মন্দির নির্মাণে অর্থ সাহায্য করেছিলেন দেব। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গ্রামের কালী, শীতলা, বিষ্ণু ও স্থানীয় এক দেবীর মন্দির থেকে সোনা-রুপোর গয়না নিয়ে পালায় চোরের দল। ঘটনাটি জানাজানি হয় শনিবার সকালে। পুলিশ তদন্তে নেমে ৩ জনকে ধরে। তবে খোওয়া যাওয়া গয়না উদ্ধার হয়নি। ধৃতদের মধ্যে সামসের আলির বাড়ি মাথানিয়ায়। বাকি দু’জন অরুণ বাগ ও শম্ভু বাগ মহিষদারই বাসিন্দা। রবিবার দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করা হলে ৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

রসকুণ্ডুতে সংঘর্ষ, ধৃত
স্কুল পরিচালন সমিতি নির্বাচনের মনোনয়ন পর্ব ঘিরে ঝাড়খন্ড দিশম পার্টির লোকজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের কর্মী সমর্থকেরা। শনিবার দুপুরে গড়বেতা থানার রসকুণ্ডুতে ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন জখমও হন। তাঁদের একজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। শনিবার রসকুণ্ডু হাইস্কুলের পরিচালন সমিতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দু’তরফের গোলমাল বাধে। ঘটনাস্থলে পৌঁছে দু’দফায় মোট ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা ঝাড়খন্ড দিশম পার্টির কর্মী সমর্থক বলে পরিচিত। রবিবার দুপুরে এদের মেদিনীপুর আদালতে হাজির করা হয়। ধৃতদের আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

ধর্ষণ, জেল হাজত
এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত দুই যুবককে জেল হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। আগামী ১৫ ডিসেম্বর তাদের ফের আদালতে হাজির করা হবে। শনিবার দুপুরে পুলিশ ষষ্ঠী দুলে ও নকু দুলে নামে এই দুই যুবককে গ্রেফতার করেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে গড়বেতার থানার মজুরডিহা গ্রামে বাড়িতে ঢুকে তিন যুবক বছর চল্লিশের ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই মহিলা লিখিত ভাবে পুলিশের কাছে অভিযোগও জানান। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত ৩ জনের মধ্যে ষষ্ঠী ও নকুকে গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

তৃণমূলের কর্মী সভা
তৃণমূলের তফসিলি জাতি ও উপজাতি সেলের কর্মী সভা হল গড়বেতার সন্ধিপুরে। পঞ্চায়েত ভোটের আগে তফসিলিদের কাছে টানতেই এই সভা। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি। তৃণমূল নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী ও গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষের সমালোচনা করেন। তাঁদের মতে, “এতদিন গড়বেতায় গণতন্ত্র ছিল না। রাজ্যে পরিবর্তনের পরে গণতন্ত্র ফিরেছে।” এই ‘গণতান্ত্রিক পরিবেশ’ ধরে রাখতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে জয়ী করার ডাক দিয়েছেন তাঁরা। তৃণমূল নেত্রী বুলু ঘোষ জানান, আগামী দিনে ব্লকের সর্বত্র তফসিলিদের আরও কাছে টানতে পথসভা, বৈঠক করা হবে।

পিংলায় ধৃত সিপিএমের তিন
অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত করে গ্রামে হামলার পরিকল্পনা হয়েছিল, এই অভিযোগে ৩ জন সিপিএম কর্মী-সমর্থককে ধরে পুলিশের হাতে দিল তৃণমূলের লোকজন। শনিবার রাতে পিংলার রামপুরা থেকে অসিত শীট, মুকুন্দ কান্ডার ও দুলাল শীট নামে ওই ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। সিপিএমের পিংলা জোনাল সম্পাদক নয়ন দত্ত বলেন, “মিথ্যে অভিযোগে ওঁদের ধরেছে। তৃণমূলের লোকজনই ওঁদের মারধর করে হাতে তিরধনুক-টাঙি ধরিয়ে দেয়।” তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানার বক্তব্য, “সিপিএমের লোকজন গ্রামে হামলার পরিকল্পনা করেছিল।” রবিবার দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালত থেকে ধৃতেরা জামিন পেয়ে গিয়েছেন।

জয়ী স্বামীজি সঙঘ
খগেন্দ্রনাথ স্মৃতি ফুটবল নক আউট প্রতিযোগিতা হয়ে গেল সবং থানার খুনখুন্যা গ্রামে। ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল ছিল শনিবার। খেলায় ১৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে জয়ী হয় পিংলার সূতছাড়া স্বামীজী সঙ্ঘ। এই নিয়ে এই প্রতিযোগিতা ৭ বছরে পা দিল। পুরস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণদাস পাল, বিকাশ ভুঁইয়া প্রমুখ।

কোথায় কী
শনিবার
নাট্যোৎসব। শশাঙ্কশেখর স্মৃতি নাট্যোৎসবের সূচনা। পরিচালনায় আলকাপ। ৩ দিনের নাট্যোৎসবে
থাকছে ৫টি নাটক। খড়্গপুরে আলকাপের মহলা কক্ষে, সন্ধে সওয়া পাঁচটা থেকে।

হয়েছে
বিশ্ব এডস দিবসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ও বিজ্ঞান মঞ্চের
শোভাযাত্রা। জাতীয় সেবা প্রকল্পের কো-অর্ডিনেটর তপন কুমার দে জানান,
প্রায় এক হাজার ছাত্রছাত্রী শোভাযাত্রায় যোগ দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.