পুরসভাগুলিকে পর্যটনমুখী করা হবে, বললেন ফিরহাদ |
অন্যান্য শিল্পের মতো পর্যটন শিল্পের উন্নয়নেও রাজ্য সরকার জোর দেওয়ার কথা ভাবছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি পুরসভাগুলিকে পর্যটনমুখী করে তোলার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী। রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার টাকি পুরসভা এলাকায় ইকো-ট্যুরিজম সেন্টার, মিনি সুন্দরবন ও কমিউনিটি হলের উদ্বোধন করতে এসে এ কথা জানান ফিরহাদ। এ দিন মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, নাগরিক কমিটির সভাপতি অজয় মুখোপাধ্যায়, টাকি কলেজের অধ্যক্ষ নারায়ণ সাহা-সহ পুর কাউন্সিলরেরা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “টাকি পুরসভা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পুরসভা। এই পুরসভার রাস্তাগুলি এত সুন্দর, তা দেখে টাকি-রাস্তার উন্নতি কী ভাবে করতে হবে পূর্ত দফতরকে শেখা উচিত।” এ ছাড়া টাকির জমিদার বাড়িকে হেরিটেজ হিসেবে ঘোষণা, টাকিতে সদর হাসপাতাল তৈরি, টাকি-হাসনাবাদের জন্য পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকার ভাবছে বলে তিনি দাবি করেন।
|