ফের জেগে উঠতে পারে নতুন ইস্যুর বাজার
তিন শক্তিতে ভর করে সেনসেক্স আবার উনিশ হাজারে।
প্রথমত, ভারত সম্পর্কে মুডিজ এবং গোল্ডম্যান স্যাক্স-এর উৎসাহজনক মন্তব্য হঠাৎই উস্কে দেয় শেয়ার বাজারকে।
দ্বিতীয়ত, উজ্জ্বল হয় এফডিআই যুদ্ধে সরকারের উতরে যাওয়ার সম্ভাবনা। এতে অনেক দিন ধরে আটকে থাকা আর্থিক সংস্কারের কাজ গতি পাবে এই আশা শক্তি সঞ্চার করে শেয়ার বাজারে।
তৃতীয়ত, মদত জোগায় বিশ্ব বাজারও। গ্রিসকে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদিত হওয়ায় ইউরোপকে নিয়ে আশঙ্কা কিছুটা কমে। লগ্নির পরিবেশ অনুকূল হওয়ায় বেশ খানিকটা বেড়ে ওঠে ডলার প্রবাহ। ফলে ডলারের দাম নেমে আসে, বাড়ে টাকার দাম। শেয়ার বাজার চাঙ্গা হওয়ায় সর্বোচ্চ জায়গা থেকে কিছুটা নেমে এসেছে সোনার দামও।
যে-সব শক্তিতে ভর করে সেনসেক্স এতটা উঠল, সেগুলি হঠাৎ বিলীন না-হলে আগামী দিনে বাজারের এই তেজী ভাব বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। তবে লাভ ঘরে তোলার চাপে এরই মধ্যে কখনও কখনও হবে সংশোধনও। এই পরিস্থিতিতে বাজারের উপর নিয়মিত নজর রেখে নিজের নিজের পোর্টফোলিও রদবদল করতে হবে সুযোগ বুঝে।
মিউচুয়াল ফান্ডের লগ্নিকারীদেরও সজাগ থাকতে হবে এই সময়ে। গত সপ্তাহে ন্যাভ বেড়ে উঠেছে বেশির ভাগ ইক্যুইটি-নির্ভর প্রকল্পের। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আবার ঋণনীতির পর্যালোচনায় বসবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর জেরে বাজারের সাময়িক আগুনে ঘি পড়তে পারে, যদি রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতি ফিরে দেখতে গিয়ে নামমাত্র সুদ কমানোর পথেও হাঁটে।
বাজার কিছু দিন শক্তিশালী থাকলে কেন্দ্রীয় সরকারের পক্ষে সহজ হবে ভাল দামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের পথে বাজার থেকে মোটা টাকা সংগ্রহ করা। বেসরকারি ক্ষেত্র থেকেও আসতে পারে একগুচ্ছ নতুন ইস্যু। অর্থাৎ অনেক দিন পরে আবার জেগে উঠতে পারে নতুন ইস্যুর বাজার।
করমুক্ত বন্ড একনজরে
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্যুর অঙ্ক*
• ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া
• ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন
• ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি
• হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন
• ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক
• পাওয়ার ফিনান্স কর্পোরেশন
• রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন
• জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট
• ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া
• এন্নোর পোর্ট
১০,০০০
১০,০০০
১০,০০০
৫,০০০
৫,০০০
৫,০০০
৫,০০০
২,০০০
৫০০
১,০০০
মোট ৫৩,৫০০
*(কোটিতে)
সুখবর আছে উঁচু হারে কর দিতে হয় এমন মানুষদের জন্যও। অনেকেই মোটা তহবিল নিয়ে করমুক্ত প্রকল্পে লগ্নির সুযোগের অপেক্ষায় রয়েছেন। তাঁগের হাতের নাগালে সেই সুযোগ আসছে ডিসেম্বরের গোড়া থেকেই। রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন (আর ই সি) এ বছর প্রথম বাজারে আনছে করমুক্ত বন্ড। এই ধরনের বন্ড ইস্যু করার অনুমতি পেয়েছে আরও বেশ কয়েকটি সংস্থা। এই পথে এ বারের মোট সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা।
সোমবার খুলছে আরইসি-র বন্ড ইস্যু। ইস্যুর প্রাথমিক আকার ১,০০০ কোটি টাকা। অতিরিক্ত আবেদনের ক্ষেত্রে ইস্যুর আকার বেড়ে হতে পারে ৪,৫০০ কোটি টাকা। ইস্যুটি ‘ট্রিপল-এ’ রেটিং পেয়েছে সব ক’টি মূল্যায়ন সংস্থার কাছ থেকে। ৪০ শতাংশ বন্ড সংরক্ষিত থাকবে খুচরো লগ্নিকারীদের জন্য।
এই সংস্থার বন্ডের মেয়াদ দু’রকমের, ১০ বছর এবং ১৫ বছর। খুচরো লগ্নিকারীদের জন্য সুদের হার ১০ বছর মেয়াদে করমুক্ত ৭.৭২ শতাংশ এবং ১৫ বছর মেয়াদে ৭.৮৮ শতাংশ। যদি এর উপর কর দিতে হত, তা হলে কিন্তু এর সঙ্গে ৩০ শতাংশ হারে কর যোগ করলে করযোগ্য সুদের হার কার্যত দাঁড়াত যথাক্রমে ১১ শতাংশ এবং ১১.২৫ শতাংশ, যা বর্তমান বাজারে বেশ ভাল। এই বন্ডে থাকবে না টিডিএস-এর ঝক্কিও। প্রতিটি বন্ডের দাম ১,০০০ টাকা। কিনতে হবে কমপক্ষে ৫টি বন্ড। কেনা যাবে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে অথবা নেওয়া যেতে পারে বন্ড সার্টিফিকেটও। ইস্যু বন্ধ হওয়ার ১২ দিনের মধ্যে আরইসি বন্ড নথিবদ্ধ করা হবে মুম্বই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। ইস্যুটি বন্ধ হবে, আগামী ১২ ডিসেম্বর।
মোট ১০টি রাষ্ট্রায়ত্ত সংস্থা অনুমোদন পেয়েছে করমুক্ত বন্ড ইস্যু করার, যার মোট মূল্য ৫৩,৫০০ কোটি টাকা। সঙ্গের সারণিতে দেওয়া হল এগুলি সম্পর্কে বিশদ তথ্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.