|
সন্ধের রাগ ছিল আমন
তিনি এলেন। দাওয়াত দিলেন বন্ধুরা। জমে উঠল মজলিশ |
|
একটি অনুষ্ঠানে বাজাতে কলকাতায় এসেছিলেন উস্তাদ আমজাদ আলি খানের পুত্র আমান আলি খান। সেই রাতেই প্রথম শীতের মৌতাতে তাঁকে ঘিরে ঘরোয়া আড্ডা জমে উঠেছিল বাইপাসের ধারে ‘ওয়াসাবি’ রেস্তোরাঁয়। জাপানী, থাই আর চিনা খাবারের রকমারি সুস্বাদু পদ আস্বাদ করতে করতে আমান মেতে উঠছিলেন রঙ্গ রসিকতায়। মধ্যপ্রাচ্যে সপ্তাহখানেক আগেই বাজনার আসর করে এসেছেন। সেই সব নিয়েই যত গল্প। |
আড্ডার মাঝে প্রাণোচ্ছল আমন |
অন্দরসজ্জায় বিশ্বসঙ্গীতের ‘থিম’ দেখে মুগ্ধ হয়ে প্রশংসা ছড়িয়ে দিলেন আমান, কখনও সুশি, কখনও থাই সুপ খেতে খেতে। খাবারের মেনকোর্সে ছিল ‘ইয়াকি সুবা’ (জাপানি নুডলস)। ছিল জাপানি ফ্রায়েড রাইস, আর পিঙ্ক প্রন নামে চিংড়ির থাই ব্যঞ্জন। |
|
|
|
‘বন্ধু, কী খবর বল ...’
তন্ময়ের সঙ্গে আমন |
এসেছিলেন
সুমন মুখোপাধ্যায়ও |
ঝলমলে
জুন মাল্য |
|
ছবি: সুব্রত কুমার মণ্ডল |
|