তারকেশ্বরে দুধ-ফল দিয়ে যক্ষ্মারোগীদের পাশে ‘সহায়’
হায়-সম্বলহীন দুঃস্থ বা অসুস্থদের মুখে রান্না-করা খাবার তুলে দিতে আগ্রহ দেখাচ্ছেন না হুগলির গ্রাম পঞ্চায়েতের কর্তারা। তাই ব্লক পঞ্চায়েতই নেমে পড়ল ‘সহায়’ প্রকল্প রূপায়নে। প্রথম দফায় ৮১ জন দুঃস্থ যক্ষ্মারোগীকে বেছে নিলেন তারকেশ্বর ব্লক কর্তৃপক্ষ। সেই উদাহরণ তুলে ধরে জেলা প্রশাসন অন্য ব্লকগুলিকেও উৎসাহিত করছে।
রাজ্য সরকার ২০০৭ সালে সহায় প্রকল্পটি চালু করে। নির্দেশিকায় বলা হয়েছে, পঞ্চায়েতের তদারকিতে রান্না-করা খাবার তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী। উপভোক্তাদের কাছে খাবার পৌঁছে দেবে ‘সহায়-বন্ধু’। পঞ্চায়েতকেই নিজেদের নানা তহবিল (জনসাধারণের দান, পশ্চাদপদ এলাকা উন্নয়ন তহবিল, রাজ্য অর্থ কমিশনের সুপারিশ বাবদ প্রাপ্ত বরাদ্দ ইত্যাদি) থেকে প্রথমে খরচ করতে হবে। পরে তার ৭০ শতাংশ পরিশোধ করবে রাজ্য সরকার।
হুগলি জেলায় প্রকল্পটি চালু হয় এ বছরের গোড়ায়। কিন্তু জেলার ২০৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রকল্পটি খাতায়-কলমে চালু রয়েছে ৪৪টিতে। তারকেশ্বর ব্লকেও শুরুতে পঞ্চায়েতের মাধ্যমে প্রকল্পটি চালু করতে না পারায়, গত অক্টোবর থেকে কাজ শুরু করে ব্লক প্রশাসনই। এলাকার ১০টি পঞ্চায়েতের মাধ্যমে মোট ৮১ জন দুঃস্থ যক্ষ্মারোগীকে ঘুরিয়ে-ফিরিয়ে রোজ দুধ, ডিম, ফল-সহ পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে।
তারকেশ্বরের বিডিও সুমন মজুমদার বলেন, “পঞ্চায়েতগুলির উপরে চাপ সৃষ্টি করেও প্রকল্পের কাজ এগোয়নি। তাই দুঃস্থ যক্ষ্মারোগীদের পরিষেবা দিয়ে শুরু করা হল। ধীরে ধীরে প্রকল্পটি পুরোদমে চালু করা হবে।” উপভোক্তাদের মধ্যে মোহনবাটি গ্রামের নিমাই সিংহ, মুকুলি সিংহ বা কেশবচকের কার্তিক মাজির বক্তব্য দুধ, সয়াবিন, ফল বা কখনও ডালশস্য পাচ্ছেন তাঁরা। ‘সহায়’ প্রকল্পে সামিল হওয়ায় তাঁরা শরীর এবং মনে বল পাচ্ছেন।
কিন্তু তারকেশ্বরের এই দৃষ্টান্ত কি অন্য ব্লকগুলিকে উৎসাহিত করছে? গোঘাট-১ ব্লকের বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “চালু হয়েও সাতটি পঞ্চায়েতেই প্রকল্পটি কয়েক মাস ধরে বন্ধ। তারকেশ্বরের উদাহরণ তুলে ধরে প্রকল্পে গতি আনার চেষ্টা চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.