২৪ ঘণ্টায় মালদহ মেডিক্যাল কলেজে ফের ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত বৃহস্পতিবার থেকে মালদহ মেডিক্যাল কলেজে ২৭ টি শিশুর মৃত্যু হল। ঘটনার কথা শুনেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখা যথাযথ ব্যবস্থা গ্রহণের উপায় খুঁজতে ত্রিদিব বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ট্রাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দলকে মালদহে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার সকালে রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “মালদহে শিশু মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী আমাকে ডেকে জেলার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব দেন। মুখ্যমন্ত্রী আমাকে বলেন, তুমি জেলায় শিশু মৃত্যু রুখতে সমস্ত চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে তদারকি করবে। আমি কলকাতা থেকে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের মালদহে পাঠাচ্ছি। মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র বলেন, “কম ওজন ও শ্বাসকষ্ট জনিত কারণে ২৪ ঘণ্টায় তিনটি শিশু মারা গিয়েছে। এই মৃত্যুর হার স্বাভাবিক।” পাশাপাশি, প্রসূতি অবস্থায় ঠিকঠাক পুষ্টি মিললে এমন ঘটনা সাধারণত ঘটে না বলে চিকিৎসকদের অভিমত। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তার পরে পর্যটন মন্ত্রী জানান, জেলায় শিশু মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনও গাফিলতি রয়েছে। তাঁর সন্দেহ, হয়তো গ্রামে প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য যে সব প্রকল্প রয়েছে সে কাজ হচ্ছে না। পর্যটন মন্ত্রী বলেন, “গ্রামে মা ও শিশুকে পুষ্টিকর খাবার দেওয়ার যে প্রকল্প রয়েছে তাতে যুক্ত অফিসার-কর্মীরা ঠিকঠাক কাজ করছেন কি না দেখতে হবে।” এদিন রাতে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈঠক করেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাত ১২ টা নাগাদ হবিবপুরের সবিতা পোদ্দারের একদিনের শিশু পুত্র মারা গিয়েছে। বুধবার সকাল ৬টা কালিয়াচকের বেনিয়াগ্রামের সাবিনা বিবির এক দিনের কন্যা মারা গিয়েছে। সকাল ৮ টায় কালিয়াচকের খালেদা বিবির ৫ মাসের পুক্ষ সরফরাজ মারা গিয়েছে।
|