তৃণমূলের আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
শতবর্ষ প্রাচীন ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরির পরিচালন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল। দলের ময়নাগুড়ি ব্লক সভাপতি সুভাষ বসু বলেন, “দীর্ঘদিন থেকে লাইব্রেরি পরিচালনায় অনিয়ম চলছে। সদস্য বৃদ্ধির উদ্যোগ নেই। সিপিএমের কিছু লোকজন সেটাকে দলীয় দফতর হিসেবে ব্যবহার করছেন। এটা মেনে নেওয়া যায় না।” যদিও তৃণমূলের ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে রাধিকা লাইব্রেরি পরিচালন সমিতির সম্পাদক মিহির দাস বলেন, “সরকারি নিয়ম মেনে লাইব্রেরি পরিচালনার কাজ চলছে। অনিয়মের অভিযোগ ভিত্তিহীন।” ৩০ নভেম্বর লাইব্রেরির পরিচালন সমিতির নির্বাচন। তৃণমূলের তরফে ওই নির্বাচন বাতিলের দাবিও তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, নির্বাচনের মনোনয়নপত্র ৫০ টাকার বিনিময়ে বিক্রি করছেন লাইব্রেরি কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসের প্রথমে কয়েকজন ব্যক্তি সদস্য হতে চেয়ে আবেদন করেন। তাঁদের নাম মাসের শেষে রেজিস্টারে তোলা হয়। ওই কারণে তাঁরা ভোটে অংশ নিতে পারবেন না। এখানেই শেষ নয়। আরও অভিযোগ উঠেছে, লাইব্রেরি খোলা রাখার নিয়ম বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হলেও তা মানা হচ্ছে না। ওই সমস্ত অভিযোগ নিয়ে দলের তরফে পথসভা চলছে। দলের ময়নাগুড়ি ব্লক সম্পাদক গোবিন্দ পাল বলেন, “ লাইব্রেরির বয়স একশো বছর অতিক্রম করেছে। অথচ সদস্য মাত্র ২১৮ জন। সেটা বাড়ানোর কোনও চেষ্টা নেই। স্থানীয় ছাত্রছাত্রীদের কোনও কাজে আসছে না। মুষ্টিমেয় কিছু ব্যক্তি প্রতিষ্ঠানটি নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। এটা চলতে দেওয়া যায় না। তাই পরিচালন সমিতির নির্বাচনও বাতিলের দাবি করা হয়েছে।” যদিও লাইব্রেরি পরিচালন সমিতির সম্পাদক অবশ্য বলেন, “নির্বাচনের খরচ সামাল দেওয়ার জন্য পরিচালন সমিতির সভায় সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র দেওয়ার সময় ৫০ টাকা নেওয়া হচ্ছে। |
দু’বছরে শেষ হবে কাজ: মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানালের কাজ ২০১৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করে হবে বলে জানালেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে শিলিগুড়ির সার্কিট হাউসে উত্তরবঙ্গের ছয় জেলার সেচ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। তিনি জানান, প্রধান ক্যানালের ২১০.৬৮ কিলোমিটারের মধ্যে ১৫২.৯৪ কিলোমিটারের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ শেষ করতে ২ বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানালের কাজে উত্তর দিনাজপুর জেলায় বেশ সমস্যা রয়েছে। তা নিয়ে আলোচনা করেছি। উত্তর দিনাজপুর জেলার প্রশাসনের সঙ্গেও কথা বলব। ওই প্রকল্পের সময়সীমা ২০১৭ সাল হলেও আমরা চাইছি ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা।’’ পাশাপাশি তিনি জানান, কারও কাছ থেকে জোর করে জমি নেওয়া হবে না। মন্ত্রী আজ, বৃহস্পতিবার তিস্তা সেচ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গজলডোবা যাবেন। গত বছর তৎকালিন সেচমন্ত্রী মানস ভুঁইয়া বাঁ হাতি খালে জল ছাড়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার পরে ওই প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ। সেচ দফতরের বাস্তুকাররা অবশ্য দাবি করেন, দু-এক জায়গায় সমস্যা ছাড়া ওই প্রকল্পের কাজ ভালভাবে চলছে। মন্ত্রী বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” এ ছাড়াও মন্ত্রী জানান, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় বেশ কয়েকটি বাঁধ তৈরির ব্যাপারেও এদিন সিদ্ধান্ত হয়েছে। যে সমস্ত বাঁধ তৈরির কাজ চলছে তা যাতে দ্রুত শেষ হয় সে ব্যপারেও উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। |
সৌন্দর্যায়নের কাজে ‘দুর্নীতি’
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাণিজ্যক ভবন তৈরির সৌন্দর্যায়নের কাজে কয়েক লক্ষ টাকা দুর্নীতি হয়েছে বলে ডাবগ্রাম-২ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলল সিপিএম। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সিপিএমের ডাবগ্রাম-২ নম্বর লোকাল কমিটি। সংগঠনের সম্পাদক ধীরেশ রায়ের অভিযোগ, সম্প্রতি ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিয়ে বাড়ি সহ একাধিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য একটি ভবন তৈরি করেন। তার বৈদ্যুতিক সৌন্দর্যায়নের জন্য ৬ লক্ষ ২৮ হাজার ৮৯৮ টাকার টেন্ডার ডাকা হয়। পরবর্তীতে ৭ লক্ষ ৭১ হজার ৪৩ টাকা বিল দেওয়া ঠিকাদারকে। অথচ ১ লক্ষ টাকার কাজও ওই ভবনে করা হয়নি। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে তাঁর অভিযোগ। ধীরেশবাবু বলেন, “প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ধারাবাহিক আন্দোলনে নামার সিদ্ধান্ত হবে।” ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত কংগ্রেস, তৃণমূল ও বিজেপি যৌথভাবে বোর্ড পরিচালনা করছেন। কংগ্রেসের প্রধান এবং তৃণমূলের উপপ্রধার রয়েছে। উপপ্রধান শিখা চট্টোপাধ্যায় বলেন, “ওই প্রকল্পের কাজ এখনও চলছে। কাজ শেষের আগে দুর্নীতির অভিযোগ ঠিক নয়। সিপিএম দুর্নীতির প্রমাণ দিক।” প্রধানের মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। |
দল থেকে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সিপিএমের জেলা কমিটির সদস্য মহেন্দ্র ছেত্রীকে বহিষ্কার করল দল। বুধবার এ কথা জানিয়ে দেন, দলের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার। তিনি বলেন, “বেশ কয়েকমাস ধরেই ওই নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। তা ছাড়া অন্য দলের সঙ্গে সম্পর্ক গড়ছেন বলেও অভিযোগ মিলেছে। এ দিন জেলা কমিটির বৈঠকে ওই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।” |
৩০শে শুরু বইমেলা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ৩০ নভেম্বর থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে শুরু হবে উত্তরবঙ্গ বইমেলা। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান মেলার আয়োজন গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুসূধন সেন জানান, এবারে ৩০ তম বইমেলা উদ্বোদন করবেন নাট্যবক্তিত্ব শাঁওলি মিত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দজী। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। |
আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয় ও বিক্রয় কর দেওয়ার ক্ষেত্রে সমস্যা নিয়ে আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হল। বুধবার স্থানীয় মারোয়াড়ি যুব মঞ্চে। |