• আলোকচিত্রীদের ভিড়ে নতুন মুখ। মঙ্গলবার রাতে কোচবিহার মদনমোহন বাড়িতে রাসচক্রের উদ্বোধনী অনুষ্ঠানে যা দেখে জল্পনা ছড়াল। যাঁরা চেনেন তাঁরা খানিকটা বিস্মিত। যারা চেনেন না তাঁদের মধ্যে গুঞ্জন, ইনি কোন মিডিয়ার। হাতে হ্যান্ডিক্যাম হাতে ওই নতুন আলোকচিত্রী আসলে কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস। মদনমোহন বাড়ি, জেলাশাসকের পুজোয় বসা থেকে মেলার নানা খন্ডচিত্র নিজেই ধরে রাখলেন ক্যামেরায়। পুলিশ সুপারের কথায়, “ছবি তোলার অভ্যাস আমার পুরানো। বিশেষ কিছু বিষয় ধরে রাখি। রাসমেলার দুইশো বছরের খন্ডচিত্র তুলে রাখলাম।” |
• একটা মুখে দিয়েই ঝালের চোটে ঘেমে উঠছেন অনেকে। তবুও মেলার মাঠে ফুচকার চাহিদা তুঙ্গে। বুধবার দিনে তো বটেই, রাতেও ফুচকা বিক্রেতাদের দোকানে ছিল নজরকাড়া ভিড়। শীত জাঁকিয়ে পড়লে ঝাল ফুচকার চাহিদা বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। |
• রাসমেলার দ্বিতীয় দিনেও শুরু করা যায়নি নাগরদোলা। এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা একটা অসন্তোষ তৈরি হয়েছে। নানা বয়সের বিশেষ করে মহিলারা গিয়ে মেলার উদ্যোক্তাদের কাছে শীঘ্রই নাগরদোলা চালু করার জন্য দরবার করছেন। উদ্যোক্তাদের দাবি, রবিবারের মধ্যেই তা চালু করা হবে। |
রাসমেলার মাঠে সার্কাসের হাতি। বুধবার হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি। |
• হাতি দেখতে ভিড় উপচে পড়ল রাসমেলার মাঠে। আট থেকে আশি কে নেই ওই তালিকায়! বুধবার দিনভর এমন ছবিই দেখা গেল। আসলে ওই হাতি দুটি সার্কাসের। তাঁবুর বাইরে দুটিকে বেঁধে খাওয়ানো হয়। সেই সময়ে ভিড় জমে যায়। |
• উদ্বোধনের দ্বিতীয় দিনেই শো শুরু হল সার্কাসের। বুধবার রাসমেলার একটি সার্কাসের শো চালু হয়েছে। খুব শীঘ্রই অন্য সার্কাস কোম্পানিও খেলা দেখানো শুরু করবে বলে জানান আয়োজকরা। |