রেলগেটে মৃত ২ যুবক
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
প্রহরীবিহীন রেলগেটে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই যুবকের। রেলপুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন দীনেশ মাহাতো (২১) ও তাপস রাজোয়াড় (১৮)। দু’জনেরই বাড়ি রঘুনাথপুর থানার চাতরমহুল গ্রামে। তাপস স্থানীয় স্কুলের নবম শ্রেণিতে পড়ত। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আদ্রা-পুরুলিয়া শাখায় আনাড়া ও গড়ধ্রুবেশ্বর স্টেশনের মাঝে, রঘুনাথপুর থানার তুড়কা গ্রামের কাছে। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ওই দু’জন মোটরবাইকে দীনেশের মামাবাড়ি মাহাতোডাঙ্গা গ্রামে গিয়েছিলেন। সন্ধ্যায় মহুলা থেকে শ্যামসুন্দরপুর রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে তুড়কা গ্রামের কাছে প্রহরীবিহীন রেলগেট পড়ে। রেলপুলিশ জানিয়েছে, ওই সময় আপ লাইন দিয়ে আদ্রার দিকে আসছিল বরাভূম-আসানসোল প্যসেঞ্জার ট্রেন। ট্রেনটি বেরিয়ে যাওয়ার পরেই রেললাইন পেরোতে যান দীনেশ ও তাপস। ডাউন লাইন দিয়ে আসা মালগাড়িটিকে লক্ষ করেননি তাঁরা। মালগাড়িটি ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে আদ্রা থেকে রেলপুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বুধবার সকালে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
|
ধর্ষণের চেষ্টা, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
পড়শির দু’বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অশোক হেমব্রম নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। অশোকের বাড়ি নিতুড়িয়া থানার রায়বাঁধ গ্রামে। মঙ্গলবার রাতে তাকে ধরার পরে বুধবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪ দিনের জেলহাজতে পাঠান। পুলিশের কাছে লিখিত অভিযোগে শিশুটির বাবা জানান, মঙ্গলবার তিনি ও তাঁর স্ত্রী চাষের কাজে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল শিশুটি। সেই সময় অশোক তাকে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। মাঠ থেকে ফিরে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে গিয়ে তাঁরা দেখেন, মেয়েটির উপরে অত্যাচার করার প্রস্তুতি নিচ্ছে অশোক। বেগতিক বুঝে বাড়ি ছেড়ে পালিয়ে যায় বছর আঠারোর যুবকটি। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই ধরে অশোককে। রঘুনাথপুর ২ ব্লক হাসপাতালে শিশুটির প্রাথমিক চিকিৎসা হয়েছে।
|
বামফ্রন্টের দাবি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া রেল স্টেশনে নতুন প্লাটফর্ম ও উড়ালপুল তৈরির দাবিতে বুধবার সন্ধ্যায় বাঁকুড়া স্টেশন চত্বরে একটি গণ কনভেনশনের আয়োজন করল বামফ্রন্ট। ওই সভায় বাঁকুড়ার সাংসদ তথা লোকসভার রেল সংক্রান্ত কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া বলেন, “বাঁকুড়া স্টেশনে দু’টি প্লাটফর্ম থাকলেও কিন্তু তা যথেষ্ট নয়। প্লাটফর্ম তৈরির জায়গা থাকলেও রেল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে তা হচ্ছে না।” তাঁর অভিযোগ, প্লাটফর্মের অভাবে প্রায়ই ট্রেনগুলি স্টেশনে ঢুকতে দেরি করছে। যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই তাঁরা এখানে নতুন একটি প্লাটফর্ম গড়ার দাবি তুলছেন। একই সঙ্গে তাঁদের দাবি, কাঠজুড়িডাঙা রেলওয়ে লেভেল ক্রসিং ও ভাদুল মোড় লেভেল ক্রসিং-এ উড়ালপুল বা সাবওয়ে গড়তে হবে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মৃত মাতাল বাউরির (৩৫) বাড়ি ঝাড়খণ্ডের শীতলপুর গ্রামে। বুধবার দুপুরে পুরুলিয়ার নিতুড়িয়া থানার কুঠিবাড়ি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে মাতালের দেহ মেলে। মৃতের ভগ্নিপতি বংশী বাউরি পুলিশকে জানিয়েছেন, এ দিন দুপুরে একটি ঘর থেকে গোঙানির শব্দ শুনে ঘর খুলে দেখেন গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ছাদের কড়িকাঠে ঝুলছেন তাঁর শ্যালক। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট মিললে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে।
|
স্বামী, শাশুড়ি ধৃত
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পুঞ্চা থানার ছিরুডি গ্রাম থেকে তাঁদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হলেন তাপস সিং ও তাঁর মা শান্তিবালা সিং। পুলিশ জানায়, তাপসের স্ত্রী সুমিত্রা সিং ২৪ নভেম্বর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন। বুধবার ধৃতদের ১৪ দিন জেল হয়। |