আই লিগের ৫০০০তম গোল করে রেকর্ড বইয়ে নাম উঠল প্রয়াগের বেলোর। যদিও র্যান্টিরা রইলেন পরাজিতের দলেই। আর স্রেফ বল ধরো, বল ছাড়ো আর জায়গা নাও এই তিন তাস ফেলেই ম্যাচ জিতে তিন পয়েন্ট-সহ হাইভোল্টেজ হাসি মুখে ড্রেসিংরুমে ফিরলেন গোয়ার দলটির টিডি সুভাষ ভৌমিক।
আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার্চিল যখন লিগ টেবিলে তৃতীয়, তখন প্রয়াগ কোচ সাটোরির চোয়াল শক্ত। সাংবাদিক সম্মেলনে বললেন, “আমার ফুটবলাররা ভয় পাচ্ছে। এ ভাবে চললে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা না করাই ভাল।” আগের কোচ সঞ্জয় চার ম্যাচে দিয়েছিলেন সাত পয়েন্ট। র্যান্টিরাও ছিলেন চনমনে। চার ম্যাচ খেলে সাটোরির এনে দেওয়া পয়েন্টও সাত। কিন্তু সঞ্জয় যেটা করতেন না, তা করছেন সাটোরি। আর আঙুল দেখাচ্ছেন ফুটবলারদের দিকে।
সঞ্জয়ের জমানায় স্টপারে দাপটের সঙ্গে খেলা অনুপমের বদলে কেন এই মুহূর্তে ফর্মে না থাকা গৌরমাঙ্গী? হাতে বড় থ্রো থাকা সত্ত্বেও কেন সুখেনকে তুলে ধনচন্দ্রকে নামানোর ছক? কেন ঘরের মাঠেও ৪-৫-১ ছকে র্যান্টি একা স্ট্রাইকার? কেন শুরু থেকে নয় শঙ্কর ওঁরাও। |
যুবভারতীর নিস্তব্ধতা। ছবি: শঙ্কর নাগ দাস |
সুভাষ ভৌমিকের প্রখর ফুটবলবোধ এ দিন যার সুযোগ নিল পুরোদমে। সাটোরির জন্য তিনি পাল্টা চাল দিলেন দুটো।
এক) ৪-৫-১ ছকে নামা প্রয়াগের আক্রমণে একা র্যান্টিকে তিনি পেড়ে ফেললেন ডাবল কভারিংয়ে। বিলাল-রাভাননরা যে দায়িত্ব পালন করে গেলেন পুরো নব্বই মিনিট।
দুই) বেটোকে মাঝখানে রেখে ইজরায়েল এবং বিনীশকে দিয়ে উইং-আক্রমণ জারি রাখলেন। বিপক্ষ বল ধরলে বেটো নামলেন। তখন চার্চিল ৪-৫-১। আর নিজেদের পায়ে বল এলেই বেটোরা ৪-৩-৩। বেটো তখন আক্রমণে। এতেই কার্লোসহীন প্রয়াগের মাঝমাঠ তালকানা। |
আই লিগে কলকাতার তিন |
• ইস্টবেঙ্গল ৮ ম্যাচে ২০ (প্রথম)
• প্রয়াগ ইউনাইটেড ৮ ম্যাচে ১৪ (চতুর্থ)
• মোহনবাগান ৮ ম্যাচে ১১ (ষষ্ঠ) |
|
এর সঙ্গে সুব্রত পালের আউটিংয়ে বিরল গণ্ডগোল। যার ফায়দা তুলে ২৬ মিনিটে প্রথম গোল ইজরায়েলের। ৭২ মিনিটে নড়বড়ে রক্ষণকে বোকা বানিয়ে দ্বিতীয় গোল ইজরায়েলের পরিবর্তে নামা বিক্রমজিতের। ৮৫ মিনিটে বেটো বেরিয়ে যাওয়ার পরে র্যান্টির বাড়ানো বল থেকে বেলোর গোলটাই যা সান্ত্বনা প্রয়াগের।
কোচ বললেও প্রয়াগ কর্তা নবাব ভট্টাচার্য অবশ্য খেতাবের লড়াইয়ে থাকার ব্যাপারে আশাবাদী। আর তাঁর প্রাক্তন কোচ? চেতলার বাড়িতে বসে ম্যাচ দেখার ফাঁকে সঞ্জয় ফোনে বললেন, “মন ভরল না। র্যান্টিরা আরও ভাল খেলতে পারে।” তার সন্ধান সাটোরি শুরু করেছেন কি?
প্রয়াগ ইউনাইটেড: সুব্রত, চন্দ্রশেখর, বেলো, গৌরমাঙ্গী, সুখেন (ধনচন্দ্র), জেমস, লালকমল, আসিফ, বিনীথ (লেস্টার), রফিক (শঙ্কর), র্যান্টি। |