|
|
|
|
|
|
টুকরো খবর |
ফান্ড বিপণনে |
মিউচুয়াল ফান্ড বিপণনের জন্য সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। সংস্থা জানিয়েছে, এখন থেকে তাদের সমস্ত মিউচুয়াল ফান্ড প্রকল্পে সিন্ডিকেট ব্যাঙ্কের মাধ্যমে লগ্নি করা যাবে। একই ভাবে, মিউচুয়াল ফান্ড বিপণনের জন্য সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে ইউটিআই-ও। তাদের ক্ষেত্রেও লগ্নিকারীরা ব্যাঙ্কটির মাধ্যমেই পছন্দের প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। |
বাজারে নতুন বিমা |
বাজারে নয়া বিমা আনল টাটা এআইএ লাইফ। সংস্থার দাবি, সুরক্ষা কোষ নামের এই বিমার মাধ্যমে গ্রাহক এক সঙ্গে জীবন এবং স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। এর মধ্যে হেল্থ প্রোটেক্ট প্রিমিয়াম, হেল্থ প্রিমিয়াম, হেল্থ প্লাস প্রোটেক্ট এবং হেল্থ প্লাস এক সঙ্গে এই চার ধরনের পরিষেবা পাবেন গ্রাহক। এটি একটি ইউনিট লিঙ্কড প্রকল্প। আটটি ইনভেস্টমেন্ট ফান্ডের মধ্যে থেকে নিজের পছন্দ অনুযায়ী ফান্ড বেছে নেওয়া যাবে। বিমার মেয়াদ ১৫ থেকে ৪০ বছর। ১৮ থেকে ৫০ বছর বয়স্করা লগ্নি করতে পারবেন। রয়েছে করছাড়ের সুযোগও। |
সাধারণ বিমায় লগ্নি |
টাটা এআইজি জেনারেল ইনশিওরেন্সকে নিজেদের কর্পোরেট এজেন্ট নিযুক্ত করল অ্যাক্সিস ব্যাঙ্ক। এখন থেকে ব্যাঙ্কের সমস্ত গ্রাহক গাড়ি, স্বাস্থ্য, বাড়ি, জমি ইত্যাদি সংক্রান্ত বিমার ক্ষেত্রে টাটা এআইজি-র প্রকল্পে লগ্নির সুবিধা পাবেন। ব্যাঙ্কের সব শাখা থেকেই এই ক্ষেত্রগুলিতে বিমা করতে পারবেন গ্রাহক। ইন্টারনেটেও বিমা কেনার সুযোগ পাবেন তাঁরা। |
|
|
|
|
|