অনলাইনে বাণিজ্য কর
নেটেই এখন কর রাজ্যে
পাউরুটি কেনা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়া প্রায় সব ক্ষেত্রেই কিন্তু দাম মেটানোর সময় ভ্যাট বা বিক্রয়কর জমা দিই আমরা। আসলে সেই টাকা কিন্তু জমা পড়ার কথা সরকারের ভাঁড়ারে। আর তা দেওয়ার কথা সংশ্লিষ্ট ব্যবসায়ীর, যাঁর কাছে পণ্যের দাম মেটানোর সময়ে করের টাকাও জমা দিয়েছি আমরা।

করের রিটার্ন অনলাইনে
আর্থিক বছরের শেষে আয়করের মতো বাণিজ্য করেরও রিটার্ন দাখিল করতে হয় ব্যবসায়ীদের। নিজে এক জন ব্যবসায়ী হলে, এই রিটার্ন জমা দেওয়ার সময়ে অনলাইন ব্যবস্থার সুযোগ নিতে পারেন আপনি। এতে যেমন সময় বাঁচবে, তেমনই কমবে হয়রানিও।

প্রযুক্তির পূর্বশর্ত
নেটে রিটার্ন জমা দিতে গেলে অবশ্যই বিক্রয়কর দফতরে নথিভুক্ত হতে হবে আপনাকে। সেই সময়েই তৈরি করে নিতে হবে কম্পিউটারে ব্যবহারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। পরে অনলাইনে রিটার্ন জমা থেকে শুরু করে বাণিজ্য কর সংক্রান্ত সমস্ত ধরনের ই-পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই আপনাকে ব্যবহার করতে হবে ওই আইডি আর পাসওয়ার্ড। মনে রাখবেন, এটিএমের পিন নম্বরের মতো ওই পাসওয়ার্ড-ও কিন্তু গোপন রাখা জরুরি।

জমা দেওয়ার ঠিকানা
নেটে রিটার্ন দাখিল করার জন্য ব্যবহার করতে হবে www.wbcomtax.gov.in অথবা www.wbcomtax.nic.in ওয়েবসাইট।
সাইটে ই-রিটার্ন এবং তার পর ভ্যাট-রিটার্ন ক্লিক করলেই কম্পিউটারের পর্দায় আসবে ভ্যাট ফর্ম।

ফর্মের রকমফের
মোট ৪ ধরনের ফর্ম রয়েছে

ফর্ম-১৪: সাধারণ ব্যবসায়ীদের জন্য।
ফর্ম-১৪ডি: যাঁরা নতুন ব্যবসা শুরু করেছেন এবং কর সংক্রান্ত বিশেষ সুবিধা পান।
ফর্ম-১৫: মূলত যাঁরা বরাত নিয়ে কাজ করেন, রেস্তোরাঁ চালান এবং রান্না করা খাবার বিক্রি করেন।
ফর্ম-১৫আর: রাজ্যে পণ্য কিনে আবার এখানেই বিক্রি করেন (রিসেলার) এবং ব্যবসা থেকে বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার নীচে।
যাঁরা ফর্ম-১৫আর ব্যবহার করে রির্টান দাখিল করেন, একমাত্র তাঁদেরই তা করতে হয় বছরে এক বার। বাকি সকলকেই রিটার্ন জমা দিতে হয় ত্রৈমাসিক ভিত্তিতে।

যদি কম্পিউটার না-থাকে?
এমনিতে ব্যবসার রিটার্ন অনলাইনে নিজেই জমা দিতে পারেন আপনি। তবে যদি নিজের কম্পিউটার না-থাকে কিংবা নেটে তেমন সড়গড় না-হন, তাহলে রিটার্ন জমা দেওয়ার বিষয়ে সাহায্য করতে সারা রাজ্যে প্রায় ২০০ সহায়ক কেন্দ্র বসিয়েছে বাণিজ্য কর দফতর। পরিষেবা পেতে একটা ফি দিতে হতে পারে আপনাকে। তবে কিছু ক্ষেত্রে আবার এ জন্য ভর্তুকিরও বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। সে বিষয়ে খোঁজ নিন।

ডিজিটাল সিগনেচার
অনলাইনে কর জমা দেওয়ার ক্ষেত্রে অন্যতম জরুরি জিনিসটি হল ডিজিটাল সিগনেচার। আমরা যেমন কোনও নথিতে হাতে সই করি, এ হল তেমনি অনলাইনে সইয়ের বন্দোবস্ত। বিষয়টি ঠিক কী, কোথা থেকে পাওয়া যায় কিংবা কেমন ভাবে তা ব্যবহার করতে হয়, সে বিষয়ে বিশদ জানতে আগামী সংখ্যাগুলিতে চোখ রাখতে হবে আপনাকে। সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। আজ শুধু এটুকু জানিয়ে রাখি যে, নেটে বাণিজ্য কর জমা দেওয়ার জন্য তা কী ভাবে জোগাড় করবেন আপনি।
মনে রাখবেন, যাঁরা ডিজিটাল সিগনেচার ব্যবহার করে রিটার্ন জমা দেবেন, তাঁদের রিটার্নের ছাপা কপি (প্রিন্টেড কপি) আর বাণিজ্য কর দফতরে জমা দিতে যেতে হবে না। বাকিদের কিন্তু তা জমা দিতে হবে হাতে সই করে।

বিনা পয়সায় সই
যাঁদের ব্যবসা থেকে আয় গত আর্থিক বছরে ২ কোটির নীচে ছিল, তাঁদের বিনা পয়সায় ডিজিটাল সিগনেচার দেওয়ার ব্যবস্থা করেছে বাণিজ্য কর দফতর। তা বিলির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপাতত এই সুবিধা এক বছর বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

পাওয়ার উপায়
• নিখরচায় ডিজিটাল সিগনেচার পেতে ব্যবসায়ীকে অনলাইনে বাণিজ্য কর দফতরের কাছে আবেদন জানাতে হবে।
• তা করতে প্রথমে উপরে উল্লিখিত ওয়েবসাইটে যান। ক্লিক করুন digital signature certificate লিঙ্কে।
• এর পর application for digital signature লিঙ্ক এলে, সেখানে দেওয়া নির্দেশ মেনে আবেদন করুন।

নথি থেকে মুক্তি
নেটে বাণিজ্য কর জমা দেওয়ার জন্য সম্প্রতি ‘গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম’ (গ্রিপস্) চালু করেছে রাজ্য। সুবিধা হল, গ্রিপস্-এ কর জমা দিলে রিটার্ন দেওয়ার সময়ে কর সংক্রান্ত কোনও নথিই আর জমা দিতে হবে না। কারণ, তা অনলাইনে করদাতার রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আপনিই জুড়ে যাবে। দফতরের দাবি, চলতি ২০১২-’১৩ অর্থবর্ষের শেষ থেকে অনলাইন ব্যবস্থায় এই কর এবং রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হবে।
অনলাইনে রিটার্ন জমার পর অ্যাকনলেজমেন্ট পাবেন আপনি। যা রাখতে পারবেন প্রমাণ হিসেবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.