টুকরো খবর
সিপিএমের কাছে সম্মান চান বিশ্বনাথ
গণতান্ত্রিক পদ্ধতিতে আসনরফা হলে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টে থেকেই লড়বে আরএসপি। বুধবার বর্ধমানে জেলা পরিষদের অঙ্গীকার প্রেক্ষাগৃহে কর্মিসভায় এমনটাই জানালেন দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। বিশ্বনাথবাবু বলেন, “সিপিএমের থেকে আমরা সম্মান চাইছি। এত দিন আমাদের অবহেলা করা হয়েছে। যোগ্য সম্মান পাইনি। পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসন রফা হলে আমরা বামফ্রন্টের মধ্যে থেকেই লড়ব।” তবে দাবি মতো আসন না পেলে তাঁরা একক ভাবে লড়বেন কি না, তার জবাব তিনি দিতে চাননি। সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য অমল হালদার অবশ্য দাবি করেন, “আমরা কোনও দিন শরিকদের অবহেলা করিনি, করবও না। প্রতিটি নির্বাচনের আগেই শরিকদের নিয়ে বৈঠক হয়। এ বারও তা হবে।” বিশ্বনাথবাবুর মতে, “সরকারে ক্ষমতা হারানোয় অনেক কর্মী-সমর্থক আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ফলে নিচুতলায় আমরা শক্তি হারিয়েছি। পঞ্চায়েত ভোটে আসনরফার ক্ষেত্রে ছোট শরিকদের সম্মান দেওয়া হয়, তবে কর্মীদের আমরা ফিরিয়ে আনতে পারব।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “তৃণমূলের ভিতরে বড় গোলমাল চলছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ আমাদের নিতেই হবে।”

কলেজের ছাত্র সংসদের ভোট আপাতত স্থগিত
তাদের অধীনে থাকা কলেজগুলিতে আপাতত ছাত্র সংসদ নির্বাচন হবে না বলে জানিয়ে দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। আদালতের স্থগিতাদেশের কারণেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। বুধবার কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা বলেন, “উচ্চশিক্ষা দফতরের বিশেষ সচিব সম্প্রতি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়ে জানিয়েছেন, কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনও পদক্ষেপ যেন এখন না করা হয়। যদি কোথাও নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে, তা অবিলম্বে বাতিল করতে হবে।” সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিকে চিঠি দিয়ে সে কথা তিনি জানিয়েও দিয়েছেন। পরীক্ষা নিয়ামকের দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্স ও পাস পার্ট ১-এর ফল প্রকাশিত হবে। দুপুর ১টা থেকে কলেজগুলিকে মার্কশিট ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে। কলেজ ছাড়াও www.buruniv.ac.inwww.exametc.com এই দু’টি ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। BUUG <space> রোল নম্বর লিখে ৫৪২৪২ ও ৫৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠালেও ফল মিলবে।

হেরোইন বিক্রির নালিশ, ধৃত চার
ধৃতেরা। —নিজস্ব চিত্র।
হেরোইন ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে আটক চার জনকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। হেরোইন কারবারে যুক্ত থাকার অভিযোগ তুলে ওই দিন সকালে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালান কালনা শহরের মধুবন এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ী সুকুমার দাস ও তার স্ত্রী গীতারানিদেবীকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকারই প্রদীপ দাস ও রাজু মণ্ডল নামে আরও দু’জনকে আটক করেছিল পুলিশ।

আলোচনাচক্র ও প্রদর্শনী কালনায়
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথি সম্পদ কেন্দ্র, জাতীয় পাণ্ডুলিপি মিশন ও কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার কালনা কলেজে পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতির ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাচক্র আয়োজিত হয়। ছিল পাণ্ডুলিপির পোস্টার প্রদর্শনী। ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথি সম্পদ কেন্দ্রের কো-অডিনেটর রত্না বসু, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, কালনা মহকুমায় প্রায় আড়াই হাজার প্রাচীন পুঁথি রয়েছে। যা নিয়ে একটি সংরক্ষণকেন্দ্র তৈরি করা যেতে পারে।

কোথায় কী

বর্ধমানসমাবর্তন অনুষ্ঠান। অডিটরিয়াম। সকাল ১১টা। উদ্যোগ: বর্ধমান বিশ্ববিদ্যালয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.