টুকরো খবর
সভা-মিছিলের ডাক
পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের মনোবল বাড়াতে রাজনৈতিক গোলমালে উত্তপ্ত কোচবিহারের দুই এলাকায় সভা ও মিছিলের ডাক দিল জেলা বামফ্রন্ট। সোমবার কোচবিহার জেলা সিপিএম দফতরে বামফ্রন্টের বৈঠকে পুন্ডিবাড়ি ও চিলকিরহাটে ওই কর্মসূচির সিদ্ধান্ত হয়। রাসমেলার পর চিলকিরহাটে বড় সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্টের জেলা স্তরের শীর্ষ নেতাদের পাশাপাশি রাজ্য নেতাদেরও সভায় বক্তা হিসাবে আনার পরিকল্পনা হয়েছে। ফ্রন্টের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার পরে তারিখ চূড়ান্ত করা হবে। অন্য দিকে জেলার পুন্ডিবাড়িতে ৬ ডিসেম্বর জমায়েত করে সম্প্রীতি মিছিলের বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোচবিহার জেলা সিপিএম সম্পাদক তারিণী রায় বলেন, “পুন্ডিবাড়ি ও চিলকিরহাটে কর্মীদের ওপর তৃণমূল হামলা চালায়/ পুলিশে অভিযোগ জানিয়ে কাজ হচ্ছে না। রাসমেলা পেরোলেই চিলকিরহাটে কেন্দ্রীয় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি। ৬ ডিসেম্বর পুন্ডিবাড়িতে সম্প্রীতি মিছিল করা হবে। প্রসঙ্গত শুক্রবার পুন্ডিবাড়ির সাঝেরপাড়ে সিপিএম-তৃণমূল ও শনিবার বামফ্রন্ট-তৃণমূল সংঘর্ষে যথাক্রমে উভয় পক্ষের ১৭ জন ও ৩৪ জন জখম হন। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “পঞ্চায়েত ভোটের মুখে পালে হাওয়া নেই বুঝেই তৃণমূল বাম কর্মীসমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। ওই কর্মীদের উদ্দীপ্ত করার পাশাপাশি শাসক দলের ওই অগণতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে বাসিন্দাদের প্রতিরোধে সামিল করার ডাক দিতেই আমরা সন্ত্রাস কবলিত এলাকায় কর্মসূচি নিচ্ছি।” ফ্রন্ট সূত্রে খবর, সব শরিক প্রাথমিক ভাবে দলগত প্রার্থী তালিকা তৈরি করবে। ৩০ নভেম্বরের মধ্যে ওই তালিকা বুথ কমিটিগুলি জেলা নেতৃত্ব কে জমা দেবে। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “দলগত ওই প্রার্থী তালিকা নিয়ে ফের ফ্রন্টের বৈঠকে চূড়ান্ত তালিকা হবে।” এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “সার্বিক ঐক্য গড়ে প্রার্থী দিতেই ওই উদ্যোগ।”

বাসভাড়া কমানোর সিদ্ধান্ত পুর্নবিবেচনার আর্জি নিয়ে মদনের কাছে মালিকেরা
উত্তরবঙ্গের বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্রের দ্বারস্থ হলেন বাস মালিকেরা। সোমবার নর্থবেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটির তরফে পরিবহণ মন্ত্রী এবং পরিবহণ সচিবকে চিঠি দিয়ে ওই দাবি জানানো হয়েছে। পাশাপাশি, আগামী শুক্রবার মন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তাঁর সামনে তুলে ধরারও সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকেরা। সংগঠনের দাবি, মূল্যবৃদ্ধির জেরে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। সেখানে যে হারে বাস ভাড়া বাড়ানো হয়েছিল তাতে উত্তরবঙ্গে যাত্রীদের কোথাও ক্ষোভ-বিক্ষোভ ছিল না। জলপাইগুড়ি এবং ময়নাগুড়িতে যা হয়েছে, তার একটি নিত্যযাত্রীদের ছাড় এবং নতুন সংশোধিত তালিকা না থাকার কারণে হয়েছে। নতুন করে ভাড়া বৃদ্ধির সঙ্গে এর সম্পর্ক নেই। এ ছাড়া খুচরো পয়সায় সমস্যা মেটাতে এতদিন ‘রাউন্ড অফ’ প্রথা চালু ছিল। সর্বশেষ সরকারি বিজ্ঞপ্তিতে তা না থাকায় প্রতিদিন যাত্রীদের সঙ্গে খুচরো পয়সা নিয়ে গোলমাল হওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব মানি বলেন, “এক মাসের ব্যবধানে দুই রকম ভাড়ার সরকারি তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন পর তা ভাড়া বাড়িয়ে যেভাবে কমিয়ে দেওয়া হল, তাতে বাস মালিকেরা সমস্যায় পড়ে গিয়েছে।” বাস মালিকদের উত্তরবঙ্গের ওই সংগঠনের সভাপতি তথা পাহাড়ের বাস মালিকদের সংগঠনের সভাপতি মানস তরফদার বলেন, “গত চার দশকে সমতলে যে হারে ভাড়া বাড়ে, পাহাড়ে তার দ্বিগুণ হয়। এবার তা হয়নি। রাস্তা খারাপের জন্য পাহাড়ের বহু বাস বসে গিয়েছে। এমন চললে আরও বাস বন্ধ হবে। মন্ত্রীকে সব বলা হয়েছে।”

পড়ে জখম সাফাইকর্মী
আদালতের তিন তলার ছাদ থেকে মাটিতে পড়ে জখম হলেন এক সাফাইকর্মী। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ জেলা আদালত চত্বরে। ওই সাফাইকর্মীর নাম কানাইলাল বাঁশফোর। বাড়ি কর্ণজোড়া এলাকায়। তিনি আদালতে সাফাইকর্মীর পদে কর্মরত। এদিন আচমকা নতুন ভবনের তিন তলার ছাদ থেকে ওই যুবক মাটিতে পড়ে যান। আদালতের কর্মীরা তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। এদিন সন্ধ্যায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা।

উরষ মেলা
সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুরের বাংরুয়ায় শুরু হল ৬৫ তম উরষ উৎসব ও মেলা। চলবে দু’দিন। বাংলার শেষ রাজা লক্ষণ সেনের শাসনকালে নদীপথে বাংরুয়ায় আসেন হজরত শা খিজির রহমতুল্লা আলেইহে নামে এক পীর। তাঁর আগমনের দিনটি স্মরণে রেখে ৬৫ বছর আগে শুরু হয় উরষ উৎসব ও মেলা। সেই থেকে আজও চলছে। মেলায় শুধু স্থানীয় বাসিন্দা নয়। বিহার, ঝাড়খন্ড থেকেও ভক্তরা ভিড় করেন। মেলার পাশাপাশি দু’দিন চলবে কাওয়ালি গানের আসর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.