টুকরো খবর
বধূ হত্যার অভিযোগ, গ্রেফতার স্বামী
কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ এক বধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। রবিবার কোটশিলা থানার বড়হনকল গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম আলোমণি কুমার (১৯)। এই ঘটনায় পুলিশ মৃত বধূর স্বামী পুস্তম কুমারকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দু’য়েক আগে কোটশিলার টাটুয়াড়া গ্রামের আলোমণির বিয়ে হয়েছিল বড়হনকল গ্রামের পুস্তম কুমারের সঙ্গে। মৃত বধূর বাবা গোপাল কুমারের অভিযোগ, “মাস ছয়েক আগে মেয়ে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। তারপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মেয়ের উপরে নির্যাতন চালাত।” মেয়ের অসুস্থতার খবর পেয়ে রবিবারই বড়হনকল গ্রামে পৌঁছেছিলেন গোপালবাবু। তাঁর দাবি, “বাড়ি পৌঁছেই দেখি মেয়ে মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী।” রবিবার রাতেই তিনি কোটশিলা থানায় একটি বধূ হত্যার অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই রাতেই আলোমণির দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। পুস্তম ধরা পড়লেও অভিযুক্ত শ্বশুর কৃষ্ণ কুমার, শাশুড়ি বিতা কুমার ও এক আত্মীয় অনিকা কুমার এখনও পলাতক বলে জানা গিয়েছে।
তাঁদের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, ধৃত পুস্তমকে সোমবার পুরুলিয়া সিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হয়।

শুরু বিদ্যুৎ দেওয়ার কাজ
গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পে দারিদ্রসীমার (বিপিএল) নীচে বসবাসকারী পরিবারগুলিকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করল ওই দফতর। সোমবার পুরুলিয়া ২ ব্লকের বাঁধগড় গ্রামে এমন ৩১টি পরিবারকে সংযোগ দেওয়া হয়। বিদ্যুৎ বণ্টন কোম্পানির চেয়ারম্যান রাজেশ পান্ডে জানান, এত দিন রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পে গ্রাম পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া হত। এ বার দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের বাড়িতে সংযোগ দেওয়া হবে। গ্রামীণ বিদ্যুদয়ন দফতরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়র অরিন্দম সরকার বলেন, “বর্তমানে অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিল থেকে পুরুলিয়ার জন্য ১২৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তাতে বিপিএল মানুষকে পরিবার পিছু নিখরচায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। বিপিএলের উপরে থাকা মানুষজনও সুবিধা নিতে পারবেন। সেক্ষেত্রে ওই পরিবারকে শুধুমাত্র সংযোগের খরচটুকুই দিতে হবে।” এ দিন উপস্থিত বিধানসভার বিদ্যুৎ সংক্রান্ত স্থায়ী কমিটির চেযারম্যান কে পি সিংহদেও। বলেন, “যাঁরা অর্থের অভাবে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে পারছিলেন না, তাঁরা এ বার সংযোগ নিতে পারবেন।”

অবস্থান-বিক্ষোভ
অবসরপ্রাপ্ত কর্মীদের সরকারি পদে নিয়োগ বন্ধ করার দাবি তুলে সোমবার সকালে বাঁকুড়ার মাচানতলা এলাকার পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ। সংগঠনের জেলা সভাপতি সুজয় চৌধুরীর দাবি, “বেকার ছেলে মেয়েরা ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.