রাসে ভাসছে নবদ্বীপ
ক্যালেন্ডার যাই বলুক না কেন, দু’দিন আগে থেকেই শুরু হল নবদ্বীপের রাস। পঞ্জিকা মতে এ বারে রাস পূর্ণিমা বুধবার। কিন্তু সোমবার থেকেই শহরে উৎসবের মেজাজ। পোড়ামা তলার মহিষমর্দিনী পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে রাস শুরু হয়েছে। এ দিন সকালে কয়েক হাজার স্কুল পড়ুয়াকে নিয়ে উৎসবের সূচনা করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রতিমন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা।
উদ্যোক্তাদের দাবি মেনে নিরঞ্জনের শোভাযাত্রার পথ বাড়ানো হয়েছে। এত দিন রাসের ‘আড়ং’ এর শোভাযাত্রা কমবেশি চার কিলোমিটার পথ পরিক্রমা করত। এ বারে তা প্রায় দেড় কিলোমিটার বাড়ানো হয়েছে। নবদ্বীপের আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, ‘‘এবারের শোভাযাত্রা বর্ধিত পথেই শহর পরিক্রমা করবে। প্রশাসনিকভাবে সেইভাবেই বন্দোবস্ত করা হচ্ছে।’’ শোভাযাত্রার পথ বাড়ায় খুশি কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সদস্যরা। পথের দৈর্ঘ্য বাড়ায় শোভাযাত্রা মসৃণ হবে বলেই তাদের অনুমান।
রাসের প্রস্তুতি। নবদ্বীপে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
রাসকে সুশৃঙ্খল করতে পুলিশ প্রশাসন তৎপর। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, ‘‘উৎসবের দিনগুলিতে অতিরিক্ত দুই কোম্পানি পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকবেন জেলা পুলিশ ও গোয়েন্দা দফতরের পদস্থ কর্তারা।’’ পুলিশ সূত্রে জানানো হয়, ২৭ নভেম্বর বিকেল থেকেই শহরের যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার গাড়ি শহরে ঢুকবে না। বুধ ও বৃহস্পতিবার শহরে রিকশা, ভ্যান চলাচল নিয়ন্ত্রিত হবে।’’
রাস এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শহরবাসীর মনে প্রশ্ন উঠছে বিদ্যুৎ পরিষেবার কি হবে? এই প্রসঙ্গে রাজ্য বিদ্যু বন্টন পর্ষদের ম্যানেজার অসিত সাহা বলেন, ‘‘গত বছর থেকেই শহরের কয়েকটি অঞ্চলে বিদ্যু সরবরাহ স্বাভাবিক থাকছে। এবারে সেই পরিমাণ আরও কিছুটা বাড়ছে। কিন্তু যে পথ দিয়ে প্রতিমার শোভাযাত্রা যাবে সেই পথে বিদ্যু সংযোগ চালু রাখা নিরাপত্তার কারণেই সম্ভব নয়। উদ্যোক্তাদের প্রতি আমাদের অনুরোধ শোভাযাত্রার দিন তাড়াতাড়ি প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাটে নিয়ে যান। প্রতিমার চালির উপরে উঠবেন না, কেননা হাই টেনশন লাইন চালু থাকবে।
করিমপুরে কল্লোল প্রামাণিকের তোলা ছবি।
উৎসব উপলক্ষ্যে পুরসভা শুরু করেছে শহরের রূপটান দেওয়ার চুড়ান্ত পর্যায়ের কাজ। পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, ‘‘শহরে রাস্তা মেরামত সহ অন্যান্য পরিষেবার জন্য পুরসভা এক কোটি টাকা ব্যয় করবে।’’ নবদ্বীপ দমকলের ওসি শক্তিপদ দে বলেন, ‘‘অতিরিক্ত পাম্প এবং কর্মী সহ দমকল প্রস্তুত। তবে উদ্যোক্তারা যেন অগ্নি নির্বাপক সরঞ্জাম বালি এবং জলের ব্যবস্থা রাখেন।” সবমিলিয়ে রাসের জন্য প্রস্তুত নবদ্বীপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.