আড়াই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ওই ঘটনায় জাল নোট কারবারি দুর্যোধন মণ্ডল ও সুজিত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে হরিহরপাড়া থানার কুমড়োদহ ঘাটের কাছে জাল নোট কারবার করতে এসে ধরা পড়ে যায় মালদহ জেলার বৈষ্ণবনগর থানার জয়েনপুর গ্রামের সহোদর দুই ভাই। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “এক হাজার টাকার ২০০টি ও ৫০০ টাকার ১০০টি নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাংলাদেশ থেকে মালদহের সীমান্ত এলাকা দিয়ে তারা ওই জাল নোট নিয়ে আসে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে। ধৃত ওই দুজন হরিহরপাড়া এলাকায় কার কাছে ওই জাল নোট বিক্রি করার জন্য এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
গ্রাহকের সংখ্যা না বাড়লে নতুন করে কোথাও ট্রান্সফর্মার বসানো হবে না বলে সাফ জানালেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের রঘুনাথগঞ্জ ‘ডি’ ডিভিসনের ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সোমবার দুপুর দু’টো থেকে রাত অবধি শতাধিক গ্রামবাসী এলাকার বিকল ট্রান্সফর্মার সারাইয়ের দাবিতে সাগরদিঘি বিদ্যুৎ সরবরাহ দফতরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের নেতৃত্ব দেয় জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “ট্রান্সফর্মার পুড়ে গেলেও তা মেরামতের কোনও ব্যবস্থাই করছে না বিদ্যুৎ দফতর। এর জেরে সাগরদিঘির মথুরাপুর এলাকার ৭টি গ্রামে এক মাস ধরে বিদ্যুৎ নেই। এ ব্যাপারে বিদ্যুৎ দফতর আশ্বাস দিলেও কোনও কাজ হয়নি।” বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎবাবু বলেন, “ওই এলাকায় মাত্র ৩২ জন গ্রাহক রয়েছেন। তা সত্ত্বেও বিদ্যুৎ চুরির দৌরাত্মে গত এক বছরে ২৫ কেভি’র একটি ট্রান্সফর্মার ৩ বার পুড়েছে। এই অবস্থায় গ্রামবাসীরা উদ্যোগী হয়ে অন্তত ৪০ জন গ্রাহক যোগাড় করতে না পারলে নতুন ট্রান্সফর্মার দেওয়া যাবে না।সাগরদিঘিতেই ২০টি বিদ্যুৎ চুরির এফআইআর করেছি। তবু চুরি আটকানো যায়নি।”
|
দিদিমার সঙ্গে গন্ডগোল করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। নাম সাধনা বিশ্বাস (১৭)। বাড়ি কৃষ্ণগঞ্জের গেদে এলাকার মাঝপাড়ায়। রবিবার দুপুরে তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
|
লরির লঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল আনিকুল শেখ (৪০) নামে এক ব্যক্তির। রবিবার রাতে সাগরদিঘি থানার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে।
|
বেআইনি দোকান ভাঙতে উদ্যোগী পুরসভা |
শহরের সৌন্দর্যায়নের জন্য বহরমপুর পুরসভা ওয়াইএমএ ময়দানের বেআইনি দোকান ভাঙতে উদ্যোগী হয়েছে। সোমবার প্রশাসনের সহায়তায় পুরসভা ৩৫টি দোকান ভেঙে দেয়। পুর প্রধান নীলরতন আঢ্য বলেন, “দীর্ঘদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ী ফুটপাতের উপরেই দোকান তৈরি করে ব্যবসা করছিল। পুরসভা দোকান সরিয়ে নেওয়ার জন্য মাইকে প্রচার করে। নোটিশও ধরানো ওই দোকানদের।” কিন্তু ব্যবসায়ীরা পুরসভার এই উদ্যোগীদের বিরুদ্ধে মামলা করেন। আদালত পুরসভার পক্ষে রায় দেয়। নীলরতনবাবু বলেন, “আদালতের নির্দেশের পর দোকান সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়। তা সত্ত্বেও অনেক দোকান ছিল। এ দিন প্রশাসনের সহায়তায় সেগুলি ভেঙে দেওয়া হয়।”
|
গলায় ফাঁস লগিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণীর এক ছাত্রী। নাম জ্যোতি বিশ্বাস (১৫)। বাড়ি কৃষ্ণনগরের জয়ন্তীনগরে। রবিবার বিকেলে তাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতের বাবা সমরবাবু বলেন, ‘‘শনিবার পড়াশোনা নিয়ে বকেছিলাম। তাতে এমন ঘটবে ভাবতে পারিনি।”
|
দরিদ্রদের নিখরচায় আইনি পরিষেবা দিতে সোমবার নবদ্বীপের মায়াপুর-বামনপুকুরে চালু হল ফ্রি লিগাল এইড ক্লিনিক। নদিয়া জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে ক্লিনিকের উদ্বোধনে হাজির ছিলেন নদিয়ার জেলা জজ শম্ভুনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিচারকরা। ওই অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রতিমন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহাও হাজির ছিলেন।
|
আলমারির তালা ভেঙে নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার নদিয়ার তাহেরপুরের রাধানগর হাই স্কুলের দরজা তালাভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ছাই হয়ে গেল চারটি দোকান-সহ একটি ক্লাব। রবিবার গভীর রাতে আচমকা আগুন লাগে। দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কারণ খতিয়ে দেখছে পুলিশ। |