টুকরো খবর
সিপিএম নেতার কোর্টে আত্মসমর্পণ
অপহরণের দু’টি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন বাঁশপাহাড়ির সিপিএম নেতা অনিল মাহাতো। বছর সাতষট্টির অনিলবাবু দলের বাঁশপাহাড়ি লোকাল কমিটির সম্পাদক। সোমবার অনিলবাবু ঝাড়গ্রাম এসিজেএম
অনিল মাহাতো।
—নিজস্ব চিত্র
আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক ১৪ দিনের জেলহাজতে পাঠান। এক সময় বেলপাহাড়ির বাঁশপাহাড়ি এলাকার শেষ কথা ছিলেন অনিলবাবু। মাওবাদী হুমকিতে ওড়োলি গ্রামের বাড়ি ছেড়ে থাকতেন বাঁশপাহাড়ি পুলিশ ক্যাম্পের লাগোয়া একটি বাড়িতে। বিধানসভা নির্বাচনের আগে অনিলবাবুর বিরুদ্ধে এলাকায় ‘হার্মাদ শিবির’ চালানোর অভিযোগ তুলেছিল তৃণমূল। এলাকায় মাওবাদী সংশ্রবের সন্দেহে বেশ কয়েকজনকে খুন ও অপহরণের ঘটনায় অনিলবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছিল বিরোধীরা। গত তিন বছর ধরে সর্বক্ষণের জন্য দু’জন পুলিশ-রক্ষী ছিল তাঁর। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর গত বছর অগস্টে ওই দুই পুলিশকর্মীকে প্রত্যাহার করে নেয় প্রশাসন। পুরনো গুম, অপহরণ, হামলা, লুঠ ও বেআইনি অস্ত্র মজুতের ৬টি ঘটনায় অনিলবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের দাবি, তারপর থেকে অনিলবাবু ‘ফেরার’ হয়ে যান। মাস ছ’য়েক আগে জেলা আদালতে ৫টি মামলায় আগাম জামিনের আবেদন করেন তিনি। ৪টিতে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়। একটি মামলায় তাঁর আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়। অপহরণ ও বেআইনি অস্ত্র মজুতের অন্য মামলাটিতে উচ্চ আদালতে আবেদনই জানানো হয়নি। এদিন ওই দু’টি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন অনিলবাবু। অনিলবাবুর সঙ্গে ওই দু’টি মামলায় অভিযুক্ত তিন সিপিএম কর্মীও এদিন আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদেরও ১৪ দিনের জেল হাজতের নির্দেশ হয়।

শুভেন্দুর নিন্দায় সরব কংগ্রেস
তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তুলল কংগ্রেস। শনিবার খেজুরির কামারদায় তৃণমূলের সভায় সাংসদ শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আগামী পঞ্চায়েত নির্বাচনে খেজুরিতে সিপিএম নিষিদ্ধ থাকবে। সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএমকে একটিও ভোট দেওয়া যাবে না। যারা সিপিএম, কংগ্রেস, বিজেপি করতে চাইছেন, খেজুরিতে তা হবে না। খেজুরিতে এবারের পঞ্চায়েত ভোটটা আমিই করাব।” এই বক্তব্যের নিন্দা করে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস অফিসের সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি অসিত পাল বলেন, “শুভেন্দু অধিকারী আমাদের দল-সহ বিরোধী সকলের উদ্দেশে যে হুমকি দিয়েছেন, তা গণতন্ত্র বিরোধী। জোট প্রার্থী হিসেবে আমাদের ভোটে জিতে সাংসদ হয়ে আমাদেরই হুমকি দিচ্ছেন উনি।” তাঁর অভিযোগ, “বাম আমলে ৩৪ বছর ধরে যে অরাজকতা চলছিল, তার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। শাসকদলের সাংসদ শুভেন্দু অধিকারী গণতান্ত্রিক অধিকার পালনে বাধা দিচ্ছেন। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। হলদিয়ায় এবিজি আধিকারিকদের অপহরণ, নন্দকুমারে হামলায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।” নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য শৈলজা দাস জানান, খেজুরিতে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখার জন্য সারা মহকুমা জুড়ে কংগ্রেস আন্দোলনে নামবে।

শিলদা মামলায় রাজনৈতিক বন্দি
শিলদা মামলায় জেলবন্দি ১৭ জনকে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিল মেদিনীপুর আদালত। সোমবার এই নির্দেশ দেন মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভেন্দু সামন্ত। আগেই অভিযুক্তপক্ষের আইনজীবীদের তরফে আদালতের কাছে এই আবেদন জানানো হয়েছিল। ২১ নভেম্বর সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি হয়। শুনানি চলাকালীন সরকারপক্ষের আইনজীবী নবকুমার ঘোষ অবশ্য ওই আবেদনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, ইএফআর ক্যাম্পে অতর্কিতে হামলা চালানো হয়েছে। একে রাজনৈতিক আন্দোলন বলা যেতে পারে না। পাল্টা সওয়াল করেন অভিযুক্তপক্ষের আইনজীবীরাও। ২০১০ সালের ১৫ ফ্রেব্রুয়ারি শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। প্রাণ হারান ২৪ জন জওয়ান। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ’র ৬টি, আইপিসি’র ৫টি ও অস্ত্র আইনের ১টি ধারায় মামলা রয়েছে। তদন্ত করছে সিআইডি। ধৃতদের মধ্যে রয়েছেন সুদীপ চোঙদার, কল্পনা মাইতি, অর্ণব দাম ওরফে বিক্রম। আগেই এঁদের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। এখন মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। আদালতের এই নির্দেশের ফলে জেলবন্দি ১৭ জন এ বার পৃথক খাট, চেয়ার, টেবিল, চিরুনি-সহ কয়েকটি সরঞ্জাম পাবেন।

পুনর্বাসনের দাবিতে মিছিল
পাঁশকুড়া রেলস্টেশন সংলগ্ন বাজারে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানঘর সরানোর নোটিস আগেই দিয়েছিল রেল দফতর। আজ, ২৭ নভেম্বর দোকানঘরগুলি উচ্ছেদ করা হবে বলে জানিয়েছিল রেল। তার আগে পুনর্বাসনের দাবিতে সোমবার মিছিল করলেন স্থানীয় দোকানদাররা। তৃণমূল নিয়ন্ত্রিত পাঁশকুড়া রেলওয়ে স্টেশন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মিছিল হয়। পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা অবৈধ ভাবে দখল করে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। ফলে সামগ্রিক ভাবে ব্যাহত হচ্ছে স্টেশন এলাকার উন্নয়ন। তাই দখলদারদের অস্থায়ী নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিস দেওয়া হয়েছে। দলীয় সমর্থনে মিছিলের কথা স্বীকার করে পাঁশকুড়ার তৃণমূল নেতা তথা দলের রাজ্য সম্পাদক জইদুল খান বলেন, “রেলের এই জায়গায় ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা রেল স্টেশন এলাকায় উন্নয়নের কাজের বিরোধী নই। তবে আমরা চাই রেলের স্টেশন সংলগ্ন অব্যবহৃত জমিতে ওই দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করুক রেল দফতর।”

লালগড়ে কংগ্রেস
৮ ডিসেম্বর লালগড়ে সভা করবে কংগ্রেস। সোমবার তারই প্রস্তুতি বৈঠক হল মেদিনীপুরে। বৈঠক শেষে বিধায়ক মানস ভুঁইয়া জানান, সভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের পাশাপাশি থাকবেন তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি ও আবু হাসেম খান চৌধুরী, রাজ্যের পরিষদীয় দলনেতা ও বিধায়কেরা। ৯ ডিসেম্বর রামগড়ে সভার কথা ঘোষণা করেছে তৃণমূলও।

কেশপুরে দুর্ঘটনা
কেশপুরে দুর্ঘটনাগ্রস্ত বাস। —নিজস্ব চিত্র।
কেশপুরের দোগাছিয়াতে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ আনসার (৫২)। তিনি দোগাছিয়া বাসস্ট্যান্ডের কাছে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিয়ে গাছেও ধাক্কা মারেন চালক। বাসের ৪ জন যাত্রীও জখম হন।

জয়ী শীতলা স্পোর্টিং
শহিদ মাতঙ্গিনী হাজরা স্মৃতি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা হল তমলুকের আলিনান গ্রামে। স্থানীয় ফুটবল ময়দানে প্রায় দু’মাস ধরে লিগ পদ্ধতিতে এই ফুটবল খেলায় যোগদান করে বিভিন্ন ক্লাব। রবিবার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় নন্দকুমারের বিরিঞ্চিবসান শীতলা স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারায় কলকাতা ফুটবল স্টারকে।

শিক্ষকদের সম্মেলন
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ময়না পশ্চিম চক্রের বার্ষিক সম্মেলন হল রবিবার ময়নার দোনাচক প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি বাদলচন্দ্র পতি, জেলা সভাপতি কাজলবরণ বেরা প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.