নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অলৌকিক কিছু না ঘটলে মধ্যপ্রদেশ ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাকে। প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের ৩৪২ রানের জবাবে সোমবার ২০০-৬ থেকে শুরু করে ২৯৯-এই শেষ হয়ে যায় বাংলা। তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ১৩৫-৩। লিড ১৭৮-এর।
বাংলার ঝুলিতে অন্তত তিন পয়েন্ট তোলার যাবতীয় দায়িত্ব নিয়ে সোমবার সকালে ব্যাট করতে নেমেছিলেন অভিষেক ঝুনঝুনওয়ালা এবং লক্ষ্মীরতন শুক্ল। কিন্তু দিনের প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যেতে হল বাংলার সিনিয়র ব্যাটসম্যানকে। কাজে এল না চাপের মুখে করা অভিষেকের সেঞ্চুরিও। তরুণ পেসার বীরপ্রতাপ সিংহের (৩০) সঙ্গে ক্রিজে পড়ে থেকে পাল্টা লড়াই দিচ্ছিলেন অভিষেক (১০৭)। তাঁদের ৮৩ রানের জুটি না থাকলে ২৯৯ রানও তুলতে পারত না বাংলা।
তিন পয়েন্ট হাতছাড়া হলে কী হবে, ১৩ রানের মধ্যে মধ্যপ্রদেশের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন প্রথম ইনিংসে হ্যাটট্রিকের নায়ক সামি আহমেদ। একটা সময় ৩৭-৩ অবস্থায় বেশ চাপে ছিল মধ্যপ্রদেশ। কিন্তু ওই পর্যন্তই। বিপক্ষের উপর টানা চাপ রাখতে পারল না বাংলা বোলিং। দিনের শেষে ক্রিজে আছেন সেট হয়ে যাওয়া দুই মিডল অর্ডার ব্যাটসম্যান অঙ্কিত শর্মা (৫৬ ন.আ.) এবং উদিত বিড়লা (৬০ ন.আ.)।
মধ্যপ্রদেশ ম্যাচ থেকে একের বেশি পয়েন্ট আসার সম্ভাবনা প্রায় নেই। চার ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে বাংলার নকআউটে ওঠা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে। বাংলা শিবির অবশ্য আশাবাদী। ইন্দৌর থেকে ফোনে ম্যানেজার সমীর দাশগুপ্ত যেমন বলছেন, “আমরা এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলে টেবিলে আমাদের উপরে থাকবে শুধু পঞ্জাব আর মধ্যপ্রদেশ। বাকি দলগুলো খুব ভাল অবস্থায় নেই। তাই এখনই নকআউট ফস্কে গেল, ভাবার কোনও কারণ নেই।”
মঙ্গলবার ম্যাচের পরপরই মুম্বই উড়ে যাচ্ছে বাংলা। ১ ডিসেম্বর নামতে হবে মুম্বইয়ের বিরুদ্ধে। তার আগে অবশ্য বাংলা পেয়ে যাচ্ছে অধিনায়ক মনোজ তিওয়ারিকে। এ দিনই বেঙ্গালুরুর এনসিএ-তে ফিটনেস পরীক্ষায় পাশ করে গিয়েছেন মনোজ। মঙ্গলবারই আবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটো টেস্টের দল ঘোষণা। উমেশ যাদব চোট পেয়ে যাওয়ায় স্কোয়াডে থাকতে পারেন অশোক দিন্দা। পনেরো জনের দলে মনোজেরও নাম থাকলে বাংলা শিবিরের আশাবাদ দীর্ঘস্থায়ী না-ও হতে পারে।
|
সংক্ষিপ্ত স্কোর
মধ্যপ্রদেশ ৩৪২ ও ১৩৫-৩ (অঙ্কিত ৫৬ ব্যাটিং, উদিত ৬০ ব্যাটিং)
বাংলা ২৯৯ (অভিষেক ১০৭, ঋদ্ধিমান ৮৭, বীরপ্রতাপ ৩০) |