টুকরো খবর |
ইডেনের পনেরোয় প্রায় নিশ্চিত দিন্দা
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
ভারতের টেস্ট ক্যাপ পরে ইডেনে আবার কোনও বাঙালিকে দেখা যাবে? নাকি অশোক দিন্দাকে সেই ড্রেসিংরুমেই বসে কাটাতে হবে? ওয়াংখেড়ে-বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যে এমন জল্পনা চালু হয়ে গেল মুম্বইয়ে। উমেশ যাদবের পিঠের চোট এখনও সারেনি। টিমের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে কিছু বলা না হলে কী হবে, তৃতীয় টেস্টে উমেশের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাঁর ফিটনেস রিপোর্ট জমা পড়ার কথা মঙ্গলবার। আগামী দু’টেস্টের দল নির্বাচনী বৈঠকে। মুম্বই টেস্টে দিন্দাকে টিমের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল স্ট্যান্ডবাই হিসেবে। এ বার উমেশের চোট না সারায় পনেরো জনের টিমে বাংলা পেসারের থাকা প্রায় নিশ্চিত। তবে তাঁর ইডেনে নামা বেশ অনিশ্চিত। কারণ ইশান্ত শর্মা টিমে আছেন। ইডেনে যদি ধোনি দুই পেসার-দুই স্পিনারের পুরনো ছকেও ফিরে যান, তা হলে জাহিরের সঙ্গে দিল্লি পেসারের জুটি বাঁধারই সম্ভাবনা বেশি। ধোনি এ দিন ম্যাচের পর বলেছেন, ইডেনের পিচ দেখার পর কম্বিনেশনের কথা নিয়ে ভাববেন। তবে ঘটনা হচ্ছে, মুম্বইয়ে দুই পেসার খেলালে ইশান্তেরই খেলার কথা ইডেনেও সে রকম হওয়ারই সম্ভাবনা। তবে ব্যাটিং অর্ডারে বিশেষ রদবদলের সম্ভাবনা কম। নির্বাচকদের সামনে বরং আরও একটা প্রশ্নপত্র থাকছে হরভজন সিংহকে নিয়ে। তাঁর বদলে পীযুষ চাওলার মতো কাউকে দেখে নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে। ইডেনে হরভজনের একশো টেস্ট খেলার উপর তাই প্রশ্ন থাকছেই।
|
সচিনের পাশে বোর্ড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সচিন তেন্ডুলকরের কারও পরামর্শ দরকার নেই। সচিনের খারাপ ব্যাটিং ফর্ম নিয়ে সুনীল গাওস্কর প্রশ্ন তোলার চব্বিশ ঘণ্টার মধ্যে এই মন্তব্য করেছেন ভারতীয় বোর্ডের অন্যতম ভাইস প্রেসিডেন্ট তথা আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। যিনি আবার সচিনের মতোই কংগ্রেস সাংসদ। বোর্ড কর্তার ভবিষ্যদ্বাণী, “সামনের টেস্টগুলোতেই সচিন ভাল করবে।” শেষ ১০ টেস্ট ইনিংসে সচিনের মোট রান ১৫৩। গড় ১৫.৩০। যেটা ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ওই সময়সীমার ভেতর ন্যূনতম। |
শেষ দু’বছর টেস্টে সচিন তেন্ডুলকর
১৮ টেস্ট, ৩৩ ইনিংস, ১১৯৬ রান, গড় ৩৮.৫৮, সর্বোচ্চ ১৪৬, সেঞ্চুরি ২ |
|
ওয়াংখেড়েতে শেষ টেস্ট খেলে মাঠ ছাড়ছেন সচিন। ছবি: উৎপল সরকার |
|
রাজীব অবশ্য ৩৯ বছরের সচিনের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে বলেছেন, “ও নিজে যখন বুঝবে, তখনই নিজের ক্রিকেট বুট তুলে রাখবে। সচিনকে কারও পরামর্শ দেওয়ার দরকার নেই। ওর পারফরম্যান্স নিয়ে কথা বলার আগে ওর অসাধারণ রেকর্ডের দিকে যেন সবাই তাকায়।”
|
চোট নিয়ে ম্যাচ বাঁচালেন কালিস
সংবাদসংস্থা • অ্যাডিলেড |
ওয়াংখেড়েতে অলৌকিকের আশা করেছিলেন গৌতম গম্ভীর। বাস্তবে সেটা কয়েক হাজার মাইল দূরে অ্যাডিলেডে ঘটালেন দু’প্লেসি এবং কালিস। অভিষেকে দ্বিতীয় ইনিংসে সাড়ে সাত ঘণ্টা ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত হার থেকে বাঁচিয়ে দিলেন দু’প্লেসি (১১০ নঃআঃ)। জেতার জন্য ৪৩০ তাড়া করতে নেমে আগের দিনের ৭৭-৪ থেকে দক্ষিণ আফ্রিকা শেষমেশ করে ২৪৮-৮। দ্বিতীয় টেস্টের প্রথম দিন সাড়ে তিন ওভার বল করে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়ার পরে অসহ্য যন্ত্রণা নিয়েও কালিস দক্ষিণ আফ্রিকার দু’ইনিংসে যথাক্রমে ৯ ও ৭ নম্বরে নেমে ৫৮ এবং ৪৬ রানের দু’টো অসাধারণ ইনিংস খেলেন। |
শেষ দু’বছর টেস্টে জাক কালিস
১৫ টেস্ট, ২৫ ইনিংস, ১৪৯২ রান, গড় ৭১.০৪, সর্বোচ্চ ২২৪, সেঞ্চুরি ৭ |
|
দু’প্লেসির ৩৭৬ বল খেলার পাশে এ দিন কালিসের আড়াই ঘণ্টা ধরে ১১০ বল টিকে থাকাটাও দক্ষিণ আফ্রিকাকে অনবদ্য ড্রয়ের পথে এগিয়ে দেয়। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কালিস টেস্টে ১৩ হাজার রান টপকানোর পাশাপাশি (সঙ্গে ২৮২ উইকেট, ১৯০ ক্যাচ) চলতি সিরিজে ব্রিসবেনে তাঁর ৪৪তম টেস্ট সেঞ্চুরি করেছেন।
|
দুঙ্গাদের জন্য তৈরি সরকার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেসি বা মারাদোনার শহরে আগমনের মতো উত্তাপ নেই। শুরু হয়নি টিকিট বিক্রিও। তবুও সোমবার মহাকরণে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানিয়ে দিলেন, আগামী মাসের আট তারিখ যুবভারতীতে ব্রাজিল মাস্টার্স বনাম অল স্টার ম্যাচের জন্য তৈরি রাজ্য সরকার। আয়োজকদের দাবি, ওই ম্যাচে ব্রাজিলের দলটির হয়ে খেলতে দেখা যাবে, রবার্তো কার্লোস, দুঙ্গা, বেবেতো, জুনিনহো, মাউরো সিলভা, আলদেয়ার-সহ এক ঝাঁক তারকাকে। বিপক্ষ অল স্টার দলেও খেলবেন ভালদেরামা, হিগুয়েতার মতো প্রাক্তন বিশ্বকাপাররা। যে দলের অধিনায়ক ব্যারেটো। যদিও ফেডারেশন সূত্রে খবর, এখনও এই ম্যাচের জন্য অনুমতি মেলেনি।
|
ইতিহাস ভেটেলের |
ব্রাজিলের ট্র্যাকে আলোনসোকে হারাতে না পারলেও ফর্মুলা ওয়ানের সবথেকে কমবয়সী ট্রিপল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন পঁচিশ বছরের সেবাস্তিয়ান ভেটেল। জুয়ান ম্যানুয়েল ফ্যাঞ্জিও এবং মাইকেল শুমাখার পর পর তিন খেতাব জিতেছিলেন। ট্রিপল চ্যাম্পিয়ন আয়ের্টন সেনাও। কিন্তু কেউই এত কম বয়সে এত সাফল্য পাননি। বৃষ্টি আর দুর্ঘটনায় ভরা রেসে প্রথম হলেন জেনসন বাটন, দ্বিতীয় আলোনসো, তৃতীয় ফিলিপে মাসা। ভেটেল ষষ্ঠ। নিকো হুল্কেনবার্গ পঞ্চম হয়ে ফোর্স ইন্ডিয়াকে দিলেন দশ পয়েন্ট। জীবনের শেষ রেসে সপ্তম হলেন মাইকেল শুমাখার।
|
জয়ী ফুলেকো |
লড়াইটা ছিল ত্রিমুখী। ফুলেকো বনাম জুজেকো বনাম আমিজুবি। আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে জিতল ফুলেকো। ফিফার ওয়েবসাইটে ভোটপর্বের শেষে জানানো হয়েছে, এই নামেই ডাকা হবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ম্যাসকটকে। ‘ব্রাজিল ২০১৪’ লেখা সাদা টি-শার্ট আর সবুজ শর্টসের কার্টুন আর্মাডিলোকে ম্যাসকট করা হয়েছে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের পছন্দের কথা ভেবে। কিন্তু এতদিন নামকরণ বাকি ছিল তার। সেটা হল পর্তুগিজ ভাষায় ফুটবল (ফুতেবল) আর পরিবেশবিদ্যা (ইকোলজিয়া) শব্দদুটো মিশিয়ে।
|
ডার্বির আগে হয়তো শহরে টোলগে |
ডার্বি ম্যাচে যুবভারতীতে থাকতে পারেন টোলগে ওজবে। বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার কলকাতায় তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ। রিহ্যাব চলছে। ডিসেম্বরের শুরুতেই কলকাতায় ফিরবেন। খবর অস্বীকার করেননি মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। তাঁর কথায়, “বড় ম্যাচে টোলগে মাঠেই থাকছে। তবে রিজার্ভ বেঞ্চে বসবে না গ্যালারিতে সেই সিদ্ধান্ত করিমের।” দীর্ঘ দিন চোট নিয়ে মাঠের বাইরে থাকায় মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছেন টোলগে। তাই তিনি মনোবিদের খোঁজ করছেন।
|
অনিশ্চিত কার্লোস |
রাগ পড়েছে প্রয়াগের কোস্তারিকান বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজের। কোচের কথা মেনে সোমবার গার্সিয়ার কাছে বিশেষ ফিটনেস ট্রেনিং করলেন। কর্তাদের জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যেই শো’কজের উত্তর দেবেন। তবে চার্চিল ম্যাচে প্রথম একাদশে তাঁর না থাকার সম্ভবনাই বেশি। কর্তারাও তাই বলছেন।
|
|