নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
শহরের প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে পুরসভাকে ‘স্পট ফাইন’ চালু করার পরামর্শ দিল বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। সোমবার দুপুরে আলিপুরদুয়ার পুরসভা হলে ডেঙ্গি ও প্লাস্টিক ক্যারিব্যাগের বন্ধের জন্য এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। শীঘ্র পরিবেশ দফতরের বিধি মেনে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করে কাগজের ঠোঙ্গা ও কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। কিছুদিন আগে আলিপুরদুয়ার শহরের এক বাসিন্দার রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়ায় ডেঙ্গি ও প্লাস্টিক নিয়ে সচেতনা বাড়ানোর পরিকল্পনা নেয় আলিপুরদুয়ার পুরসভা ও চিকিৎসকদের সংগঠন। এদিনের সভায় পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আলিপুরদুয়ারের মহকুমা শাসক অমলকান্তি রায় বলেন, “শহরের প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বাড়ছে। তা বন্ধ করতে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ করতে হবে পুরসভা উদ্যোগী হোক। আমরা প্রশাসনিক ভাবে যৌথ ভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের জন্য অভিযান শুরু করব।” আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, শহরের প্লাস্টিক ক্যারিব্যাগে ছেয়ে গিয়েছে। এর আগেও শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের বন্ধে উদ্যোগী হয় পুরসভা। কিছুদিন পরে ফের বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বেড়ে যায়। প্লাস্টিক ক্যরিব্যাগের জন্য শহরের নর্দমার নিকাশি বেহাল হয়ে পড়েছে। সেজন্য শহরের বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব বেড়েছে। পুরসভা শীঘ্র সমস্ত সংগঠনকে নিয়ে যৌথভাবে আলোচনা করে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের অভিযান শুরু করবে। ব্যবসায়ী সংগঠনগুলি যদি নিজেরা আলোচনা করে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে উদ্যোগী হয় সে জন্য এদিন ব্যবসায়ী সংগঠনদেরও আলোচনায় ডাকা হয়েছিল।
আলিপুরদুয়ার রোর্ভাস অ্যান্ড মাউন্টেনিয়ার্স ক্লাবের সম্পাদক সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ রাজ্য সরকার আগেই করেছিল। তার পরেও বহু বছর ধরে বিভিন্ন জায়গায় অবাধে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার চলছে। শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে স্পট ফাইন চালু করতে হবে পুরসভাকে। আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসুর মতে, “বারেবারে সচেতনামূলক আলোচনার প্রয়োজন নেই। সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্লাস্টিক ক্যারিব্যাগের কুফল জেনেও তা ব্যবহার করছেন শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে শিক্ষিত নাগরিকরা সবাই জেনেশুনে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করছেন। পুরসভার উচিত দ্রুত ‘স্পট ফাইন’ চালু করা।” আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ দাস জানান, প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের অভিযানের নামার আগে সমস্ত সংগঠনকে নিয়ে আলোচনা করে পরিবেশ দফতরের নিয়ম অনুযায়ী কোনও প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করা দরকার। কারণ, অভিযানে নামলে এই নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে এতে অভিযান শুরুতেই বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে। মহকুমা হাসপতালের সুপার সুজয় বিষ্ণু জানান, “ডেঙ্গি ও প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ নিয়ে পুরসভা উদ্যোগী হওয়ায় আশাবাদী। শহর থেকে দ্রুত প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ হবে।” ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার শাখার সভাপতি সজল ভট্টাচার্য জানান, ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতন হতে হবে। |