নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
দুষ্কৃতীদের গুলিতে খুন হল আর এক দুষ্কৃতী।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রিষড়ার হেস্টিংস মিলের আবাসন চত্ত্বরে। পুলিশ জানায়, নিহতের নাম শেখ সাহাবুদ্দিন ওরফে গোরে (২৪)। তদন্তকারী অফিসারদের অনুমান, দুষ্কৃতীদের এলাকা দখলকে কেন্দ্র করেই ওই ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় মানুষের অভিযোগ, হেস্টিংস মাঠ এবং আবাসন চত্ত্বরে সমাজবিরোধীদের আনাগোনা বাড়ছে। সম্প্রতি ওই মাঠে খেলার সময় গাছের আড়ালে লুকিয়ে রাখা বোমা ফেটে গুরুতর জখম হয় দু’টি বালক।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় আবাসন চত্ত্বরে কয়েক জন দুষ্কৃতী মদ খাচ্ছিল। ফোনে তারা সাহাবুদ্দিনকে ডেকে নেয়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সাহাবুদ্দিনের গলায় গুলি করে পালায় ওই দুষ্কৃতীরা। পুলিশ এসে তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, সাহাবুদ্দিনের নামে পুলিশের খাতায় সমাজবিরোধীমূলক একাধিক অভিযোগ আছে। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, খুনের ঘটনায় জড়িত অভিযোগে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
হেস্টিংস চত্ত্বরে সমাজবিরোধীদের আনাগোনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, কয়েক মাস ধরে হেস্টিংস জুটমিল বন্ধ। ভিন্রাজ্যের কর্মীদের অনেকেই আবাসন ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে আবাসন কার্যত ফাঁকা অবস্থায় রয়েছে। সেই সুযোগে খোলা বারান্দায় মদ-গাঁজার আসর বসাচ্ছে। বোমা-পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে। বিশাল ওই চত্ত্বরে পুলিশ ঢোকার আগেই তারা গা-ঢাকা দিচ্ছে। পুলিশ অবশ্য ওই অভিযোগ মানেনি। পুলিশের একাংশের দাবি, ওই এলাকায় পুলিশ নিয়মিত টহল দেয়। মোটরবাইকেও নজরদারি চালানো হয়। ওই এলাকা থেকে ইদানীং একাধিক দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশকর্তারা জানিয়েছেন। |