|
|
|
|
পোস্টারে শ্রীলঙ্কার শিশু, বিপাকে কংগ্রেস |
সংবাদসংস্থা • গাঁধীনগর |
বিধানসভা ভোটের মুখে গুজরাতে রীতিমতো বিপাকে পড়েছে কংগ্রেস। এমনিতেই মোদীর রাজ্যে কংগ্রেসের ভিত মোটেই তেমন মজবুত নয়। তার উপর এ দিনের ঘটনা রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল।
অস্বস্তির মূলে একটি পোস্টার। আসন্ন নির্বাচনে বিজেপি-সরকারকে পর্যুদস্ত করতে কংগ্রেস অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল রাজ্যে শিশুদের অপুষ্টি, অস্বাস্থ্যকর অবস্থা। সেই মতো তাদের পোস্টারে দেখা যায়, একটি রুগ্ণ, কঙ্কালসার চেহারার শিশু, শুয়ে রয়েছে তার মায়ের কোলে। তাতে লেখা, গুজরাতের ৪৫ শতাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে। এবং সব শেষে দলের বার্তা “পরিবর্তনে যোগ দিন”। বিজেপি-র দাবি, ছবিটি আদৌ গুজরাতের নয়।
|
|
এই পোস্টার ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র |
বন্যা-বিধ্বস্ত শ্রীলঙ্কায় একটি উদ্বাস্তু শিবিরে ইউনিসেফের এক ফোটোগ্রাফারের তোলা ছবি। তাদের বক্তব্য, একটি সংগঠনের ওয়েবসাইট থেকে ছবিটি নিয়েছে কংগ্রেস। প্রমাণ হিসেবে নিজেদের দলের ওয়েবসাইটে ‘আসল’ ছবিটির ইন্টারনেট-লিঙ্কও দিয়েছে বিজেপি।
কংগ্রেস বিপাকে পড়ে কিছু সংবাদপত্র এবং ফেসবুকে ছবিটি বের হয়ে যাওয়ায়। এখন অস্বস্তি কাটাতে বিজেপি-র বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমেছে কংগ্রেস। তাদের বক্তব্য, আসল বিষয়টিই এড়িয়ে যাচ্ছে শাসক দল। গুজরাত-কংগ্রেসের তরফে সিদ্ধার্থ পটেল বলেন, “ছবিটা প্রতীকী। ছবির কথা না ভেবে যে সংখ্যাটার কথা উঠে আসছে, সেটাই আগে মিলিয়ে দেখুক বিজেপি।” তাঁর প্রশ্ন, “গুজরাতে প্রায় ৪৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে, এটা কি অস্বীকার করতে পারবেন তাঁরা?” বিজ্ঞাপনে তাঁরা এ-ও বলছেন, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোয় ঘুরে আসুন, তা হলে এই ছবিটা দেখতে পাবেন। |
|
|
|
|
|