জখম শিশু-সহ ৩, গাড়ি ভাঙচুর |
ফের দুর্ঘটনা, অবরোধ ক্ষিপ্ত বাসিন্দাদের |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বোলপুর এলাকায় জাতীয় সড়ক ২-বিতে দুর্ঘটনা বেড়েই চলেছে। রবিবারই প্রাতঃভ্রমণে বেরিয়ে বেপরোয়া যানের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন দুই মহিলা। ঠিক তার পরের দিন দুর্ঘটনার শিকার হল এক শিশু-সহ তিনজন। একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রত্যেকেই কম বেশি জখম হয়েছেন।
সোমবার বোলপুর থানার সুপুর মিনি বাজার এলাকায় সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা প্রদীপ আকুড়ে তাঁর শিশুপুত্র রণদেব আকুড়েকে নিয়ে সাইকেলে ফিরছিলেন। পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারলে তাঁর শিশুপুত্র রাস্তায় ছিটকে পড়ে জখম হয়।
|
সোমবার বোলপুরে ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী। |
সাইকেলে ধাক্কা মারার পর লরিটি আরও দু’জন পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনার পর প্রশাসনের উপর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দীর্ঘ ক্ষণ তাঁরা রাস্তা অবরোধ করে রাখেন। বাসিন্দাদের অভিযোগ, “এই রাস্তায় দুর্ঘটনা ক্রমে বেড়েই চলেছে। অথচ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।” অবরোধকারীরা ওই রাস্তায় অবিলম্বে দশটি বাম্পার ও দু’টি ট্রাফিক ব্যবস্থার দাবি জানাতে থাকেন। অবরোধ তুলতে আসা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালান ক্ষিপ্ত জনতা। পরে প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে ঘণ্টাখানেক বাদে অবরোধ তুলে নেন ওই বাসিন্দারা।
এ দিকে পুলিশ জানিয়েছে, ওই লরির খালাসি পালালেও চালক পরে ইলামবাজার থানায় আত্মসমর্পণ করেছেন। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। পূর্ত দফতরের সঙ্গে কথা বলেছি। শীঘ্রই ওখানে ডাম্পার তৈরির কাজ শুরু হবে।” |