কংগ্রেসের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
মহকুমা হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম ও শয্যার বন্দোবস্ত, শহরের রাস্তাঘাটে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, রান্নার গ্যাসের সুষম বণ্টন-সহ ৬ দফা দাবিতে সোমবার বোলপুর মহকুমাশাসককে স্মারকলিপি দিল বোলপুর ব্লক ও শহর কংগ্রেস। বোলপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ জাহাঙ্গির হোসেন ও শহর কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর কোনারের অভিযোগ, “বোলপুর শহরে রান্নার গ্যাসে ব্যাপক কালোবাজারি চলছে। দিনের পর দিন গ্রাহকেরা গ্যাসের দোকানে লাইন দেওয়া সত্ত্বেও সরবরাহ দিতে দেরি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।” তাঁদের আরও অভিযোগ, বোলপুর পুরসভা এলাকা ও শহরের রাস্তাঘাটের মান অত্যন্ত খারাপ। তাঁরা বলেন, “আশপাশের তিনটি জেলা সংযোগকারী রাস্তা বিশেষ করে বোলপুরের চিত্রা মোড় থেকে লায়েক বাজার খানাখন্দে ভরে গিয়েছে। ফলে স্কুলপড়ুয়া থেকে নিত্যযাত্রীরা তো সমস্যায় পড়ছেন। বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক প্রশাসন।” এ ছাড়াও শহরের যানজট এড়ানো, মাদকের রমরমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও রেশন ব্যবস্থার সুষম বণ্টন নিয়েও দাবি তুলেছে কংগ্রেস। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি অবশ্য বলেন, “কংগ্রেসের দাবিগুলি পেয়েছি। আলাপ আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |
ভবনের দ্বারোদ্ঘাটন
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
শিক্ষানুরাগী প্রয়াত ধীরেন্দ্রনাথ রায় ছেলেমেয়েদের শিক্ষালাভের জন্য ২০০৩ সালে স্বেচ্ছায় ১৪ শতক জায়গা দান করেছিলেন। গ্রামের মাধ্যমিক শিক্ষাকেন্দ্র শুরু হয় ওই সময় থেকেই। পরে গ্রামবাসীরা আরও ১০ শতক জায়গা কিনেছিলেন। বীরভূম জেলা পরিষদ ২০০৯ সালে ১৪ লক্ষ টাকা শিক্ষাকেন্দ্রটির ভবন নির্মাণের জন্য অনুমোদন করেছিলেন। সোমবার নলহাটি থানার রামেশ্বরপুর গ্রামের সেই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের নব নির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন জেলা পরিষদের সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়। নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ-সহ বিশিষ্টজনেরা এদিন উপস্থিত ছিলেন। শিক্ষাকেন্দ্রের পরিচালন কমিটির সম্পাদক আশিস বিশ্বাস বলেন, “বাসিন্দাদের উৎসাহ এবং আর্থিক সহযোগিতা ছাড়া এই ভবন নির্মাণের জন্য যে জায়গা প্রয়োজন ছিল তা কেনা সম্ভব হতো না।” |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ রাজেশ শেখ (২৬)। বাড়ি মাড়গ্রাম থানার অনন্তপুর গ্রামে। সোমবার সকালে তিনি মাঠের অগভীর নলকূপ থেকে জল আনতে গিয়েছিলেন। বিদ্যুৎবাহী তারে সংযোগ ঘটলে তাঁর মৃত্যু হয়। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির রামপুরহাট বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “ঘটনার কথা জানা নেই। খোঁজ নিচ্ছি।” |