প্রেম-প্রস্তাবে সাড়া দেয়নি স্কুলছাত্রী। তাই সঙ্গীদের নিয়ে তাকে অপহরণ করতে গিয়েছিল যুবক। কিন্তু উদ্দেশ্য তো সফল হলই না, উল্টে ধরা পড়ে গেল জনতার হাতে। সোমবার জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে এমনই অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রীর কাকা। অভিযুক্ত যুবক ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্ডালের জামবাদে বেনিয়াডিহির অফিসপাড়ার বাসিন্দা ওই ছাত্রী জামুড়িয়ার পরাশিয়া হিন্দি হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে। এ দিন কাকার সঙ্গে সে স্কুলে যাচ্ছিল। পুলিশের কাছে তার কাকা অভিযোগ করেন, বাস থেকে নেমে হেঁটে স্কুলের দিকে যাওয়ার সময়ে একটি গাড়ি এসে তাঁদের সামনে দাঁড়ায়। তাতে চালক ছাড়াও ছিল তাঁদের প্রতিবেশী যুবক সঞ্জয় শর্মা-সহ চার জন। মেয়েটির কাকা পুলিশের কাছে অভিযোগ করেন, গাড়ি থেকে নেমে সঞ্জয় তাঁর ভাইঝিকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। তা দেখে তিনি চিৎকার শুরু করেন। তখন গাড়ি থেকে কালো কাপড়ে মুখ ঢাকা দুই যুবক নেমে এসে তাঁর মাথায় রিভলবার ঠেকিয়ে ধরে। কিন্তু তিনি ও তাঁর ভাইঝির চেঁচামেচি করলে আশপাশ থেকে কয়েক জন দৌড়ে আসেন। তা দেখে গাড়িতে উঠে চম্পট দেয় ওই যুবকেরা। |
পরাশিয়ার যুবক মনোজ বাউড়ি পুলিশের কাছে জানান, ওই যুবকদের গাড়িতে চেপে পালাতে দেখে তিনি জামুড়িয়া ২ ব্লক তৃণমূল যুব কমিটির সম্পাদক উদিপ সিংহকে ফোন করে পুরো বিষয়টি জানান। উদিপবাবু তাঁকে মোটরবাইক নিয়ে গাড়িটির পিছনে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো তিনি গাড়িটিকে ধাওয়া করেন। ওই সময়ে গাড়িটি থেকে তাঁকে লক্ষ করে এক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে দাবি মনোজবাবুর। তাঁর কথায়, “তাতে দমে না গিয়ে ধাওয়া করতে থাকি। শেষে নিউ কেন্দা মোড়ে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে গাড়িটিকে আটকানো সম্ভব হয়। চালক ও এক যুবক গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেও তিন জনকে ধরে ফেলা হয়। গাড়ির চাবি কেড়ে নিয়ে পুলিশে খবর পাঠানো হয়।” পুলিশ সঞ্জয় এবং তার দুই সঙ্গী হারাধন গোপ ও আনোয়ার শেখকে ধরে নিয়ে যায়।
জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে দায়ের করা অভিযোগে ওই ছাত্রীর কাকা জানান, সঞ্জয় বেশ কিছু দিন ধরে তাঁর ভাইঝিকে উত্ত্যক্ত করছে। প্রেমের প্রস্তাবও দিয়েছে। কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করায় এ দিন সঞ্জয় তাকে অপহরণের চেষ্টা করে। সঞ্জয়ের দাদা গুড্ডু শর্মা অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তাঁর পাল্টা দাবি, সঞ্জয়ের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি তাঁর ভাইয়ের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিল। এখন বাড়ির লোকজনের সামনে ভয়ে সে অন্য কথা বলছে বলে গুড্ডুর দাবি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |