টুকরো খবর
রাতুরিয়া-অঙ্গদপুরে মৃত কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ
কর্মরত অবস্থায় মৃত কর্মীর স্ত্রীকে ৯ লক্ষ টাকার চেক তুলে দিলেন কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি সহকর্মীরা নিজেরা চাঁদা তুলে দিলেন আরও প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। সোমবার রাতুরিয়া-অঙ্গদপুর শিল্প তালুকের ওই কারখানার গেটে একটি অনুষ্ঠানে চেক তুলে দেওয়া হয় মৃত কর্মী প্রতাপাদিত্য চক্রবর্তীর স্ত্রী সুচন্দ্রা চক্রবর্তীর হাতে। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “কর্তৃপক্ষ আমাদের দাবি মানায় আমরা খুশি।” কারখানা সূত্রে খবর, গত ১২ অক্টোবর গভীর রাতে ফার্নেসের উপরে রোটারের একটি অংশ নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়েছিল। সেটিকে আগের জায়গায় নিয়ে আসতে ফার্নেসের উপরে দুই সহকর্মীকে নিয়ে ওঠেন প্রতাপাদিত্যবাবু। সেই সময়ে কার্বন মনো-অক্সাইড গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। সিটু ও আইএনটিইউসি-দুই শ্রমিক সংগঠনই কারখানায় কর্মীদের সুরক্ষার অভাব নিয়ে অভিযোগ তোলে। আইএনটিটিইউসি’র তরফে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। শেষ পর্যন্ত সোমবার সেই ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় মৃতের স্ত্রীর হাতে।

জলপ্রকল্প নিয়ে ক্ষোভ
জল প্রকল্পের কাজ শেষ করা ও পুরসভার উন্নয়নমূলক কাজের দাবিতে সোমবার কুলটি পুরসভায় বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ। পরে সংগঠনের তরফে একটি স্মারকলিপি পুরপ্রধানের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের রাজ্য কমিটির সদস্য দেবানন্দ প্রসাদের অভিযোগ, অর্থ মঞ্জপর হওয়ার প্রায় চার বছর পরেও কুলটি পুরসভা এলাকায় জল প্রকল্পের কাজ শেষ করতে পারলেন না পুর কর্তৃপক্ষ। পরিষেবা মূলক কাজও থমকে গিয়েছে বলে তাঁদের অভিযোগ। এ দিনের বিক্ষোভের শেষে পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি করেন, পুরসভা এলাকায় প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিয়মিত দিচ্ছেন তাঁরা। পাশাপাশি জল প্রকল্পের কাজও অনেক দূর এগিয়েছে। নির্মাণ করা হয়েছে একাধিক জলাধার। কিছু জায়গায় পাইপ লাগানোর কাজও চলছে। তিনি বলেন, “এরপরেও এ ধরনের বিক্ষোভ ও ডেপুটেশনের কোনও মানে হয় না।” নিছক রাজনৈতিক উদ্দেশ্যেই এ দিনের কর্মসূচী নেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

অস্বাভাবিক মৃত্যু তরুণীর
অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর। পুলিশ জানায়, তাঁর নাম জেসমিনা খাতুন (১৮)। বাড়ি ভাতারের ঝাড়ুল গ্রামে। রবিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রতি দিনের মতোই ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন জেসমিনা। তাঁর বোন রেশমিনাও ছিল পড়ুয়াদের মধ্যে। পড়া না পারায় বোনকে চড় মারেন দিদি। রেগে গিয়ে বোন তাঁকে কটূক্তি করে বলে অভিযোগ। তার জেরেই জেসমিনা আত্মঘাতী হয়েছেন বলে দাবি ভাতার থানা ও জেসমিনার পারিবারের। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। জেসমিনার দাদু শেখ আবজেদ আলি বলেন, “প্রায়ই দু’বোনের মধ্যে ঝগড়া হোত। তার পরিনতিতে এমন হবে, ভাবিনি।”

শিশুদিবস পালন
জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে জামুড়িয়ার বোগড়া প্রাথমিক বিদ্যালয়ে এবং জামুড়িয়া সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে পালিত হল শিশু দিবস। সোমবার সকালে এলাকা পরিক্রম করে পড়ুয়ারা। বিভিন্ন অনুষ্ঠান করে খুদে শিল্পীরা। আয়োজকদের পক্ষে শিল্পী অধিকারী জানান, পড়ুয়াদের বিকাশের জন্য প্রতি বছর তাঁরা শিশু দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। জওহরলাল নেহেরুর জীবন নিয়ে আলোকপাত করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর মাজি।

বধূ নির্যাতন, ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। ধৃতের নাম জয়কুমার পাসোয়ান। ধৃতের স্ত্রী বেবি দেবীর অভিযোগ, ১৯৯৯ সালে তাঁর সঙ্গে জয়কুমার পাসোয়ানের বিয়ে হয়। বছর তিনেক আগে থেকে তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। মাস খানেক আগে তাঁকে মারধর করে শ্বশুড়বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

কয়লা আটক
প্রায় তিরিশ টন চোরাই কয়লা আটক করল বারাবনি থানার পুলিশ। এক জন লরি চালককে গ্রেফতার করা হয়েছে। পাঁচ জন পলাতক। দু’টি লরি আটক করা হয়েছে। পুলিশ জানায়, বারাবনি থানার ভানোড়া মোড় এলাকায় দুটি লরিতে বোঝাই করে এই কয়লা পাচার করছিল দুষ্কৃতীরা।

কোথায় কী
দুর্গাপুর

অল ইন্ডিয়া ইন্টার অ্যাকাডেমি সকার টুর্ণামেন্ট। শহীদ ভগৎ সিংহ ক্রীড়াঙ্গন। দুপুর দেড়টা।
উদ্যোগ: মোহনবাগান সেইল ফুটবল অ্যাকাডেমি। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। গ্যামনব্রিজ মাঠ। দুপুর আড়াইটে। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

আসানসোল

স্বামী বিজ্ঞানানন্দের জীবনী পাঠ ও আলোচনা: স্বামী সুখানন্দ। সন্ধ্যা পৌনে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।

হিরাপুর

ফুটবল প্রতিযোগিতা। বড়থল মাঠ। দুপুর ২টো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.