ইরানের আর্জি
সংবাদসংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
মার্কিন নৌসেনার বিরুদ্ধে বেআইনি ও প্ররোচনামূলক কাজের অভিযোগ আনল ইরান। তারা জানিয়েছে, পারস্য উপসাগরে ও ওমান সমুদ্রে অবৈধভাবে চলাচল করছে মার্কিন জাহাজ। নভেম্বরের ১ তারিখ ইরানের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে মার্কিন বিমান ওড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বেতার ব্যবস্থাও। এই ঘটনা অবিলম্বে বন্ধ করতে আমেরিকাকে নির্দেশ দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনকে একটি চিঠি পাঠানো হয়েছে ইরানের পক্ষ থেকে।
|
পুরনো কবর খুঁড়ে
সংবাদসংস্থা • রামাল্লা |
কবর খুঁড়ে প্যালেস্তাইনি নেতা ইয়াসের আরাফাতের মৃতদেহ বার করে পরীক্ষা করা হবে আগামী মঙ্গলবার। ২০০৪ সালে প্যারিসের পার্সি-মিলিটারি হাসপাতালে মৃত্যু হয়েছিল ৭৫ বছরের আরাফাতের। অভিযোগ উঠেছিল, ইজরায়েলিরা বিষ প্রয়োগ করে খুন করেছিল প্যালেস্তাইনের প্রেসিডেন্ট আরাফাতকে। কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট করে বলতে পারেননি ফরাসি ডাক্তাররা। তা সত্ত্বেও মৃতদেহের ময়না তদন্ত করা হয়নি সেই সময়। এত দিনে মৃত্যু রহস্যের সমাধান চান আরাফাতের পরিবারবর্গ।
|
গাজায় শান্তি
সংবাদসংস্থা • গাজা |
এক সপ্তাহ ধরে লাগাতার সংঘর্ষ চলার পর যুদ্ধবিরতি ঘোষিত হওয়ায় মোটামুটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে প্যালেস্তাইনিরা। ছাত্র-ছাত্রীরাও স্কুলে যেতে শুরু করেছে। এই সংঘর্ষে ১৫৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৩ জন শিশু।
|
বিস্ফোরণে মৃত্যু
সংবাদসংস্থা • বেজিং |
দু’টি পৃথক গ্যাস বিস্ফোরণে মৃত্যু হল ৩২ জনের। শনিবার দক্ষিণ-পূর্ব চিনের একটি কয়লা খনিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে ১৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উত্তর চিনের শাংসি প্রদেশের একটি রেস্তোরাঁয় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে ১৪ জনের। দ’ুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৭ জন।
|
ইস্তফা দিলেন
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের রাজকুমারের স্ত্রী কেট মিডলটনের ‘টপলেস’ ছবি ছাপার জেরে আয়্যারল্যান্ডের এক দৈনিকের সম্পাদককে ইস্তফা দিতে হল। তাঁর নাম মিশেল ওকানে। কারণ ব্রিটিশ রাজ পরিবার সম্মানহানির অভিযোগ এনেছিল ওই পত্রিকা গোষ্ঠীর বিরুদ্ধে। এই আক্রমণ ঠেকাতেই ওকানে ইস্তাফা দেন।
|
বিস্ফোরণে হত ৭
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
একটি মিছিল চলাকালীন বোমা বিস্ফোরণে ৪ শিশু-সহ ৭ জনের মৃত্যু হল পাকিস্তানে। ময়লা ফেলার পাত্রে ১০ কেজির বিস্ফোরক ছিল।
|
মৃত ল্যারি
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
মারা গেলেন ‘ডালাস’ নামক অনুষ্ঠানের জনপ্রিয় চরিত্রাভিনেতা ল্যারি হ্যাগম্যান। শুক্রবার টেক্সাস শহরে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর। গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।
|
মুরসি-বিরোধ
সংবাদসংস্থা • কায়রো |
প্রেসিডেন্ট মহম্মদ মুরসির বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত হল কায়রো। তাহরির স্কোয়ারের কাছে শনিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। অভিযোগ, মুবারক- পতনের পর পাওয়া সব স্বাধীনতাই কেড়ে নিতে চান তিনি। |