এক লক্ষ টাকা বাড়ল বাজেটে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাসমেলার প্রস্তুতি। কোচবিহারের মদনমোহন মন্দির চত্বরে বুধবার ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জ দেব। |
রাজাদের কুলদেবতা মদনমোহন দেবের রাস উসবে প্রায় এক লক্ষ টাকা বাজেট বাড়াল দেবত্র ট্রাস্ট বোর্ড। বোর্ড সূত্রেই জানা গিয়েছে, ফি বছরের মত এবারেও রাসমেলার সময় মদনমোহন মন্দির চত্বর নতুন ভাবে সাজার পরিকল্পনা নেওয়া হয়েছে। মদনমোহন মন্দির নতুন করে রঙ করা ছাড়াও মন্দির চত্বরে পুরাণের বিভিন্ন ধর্মীয় কাহিনীর খন্ডচিত্র পুতুলের মডেলে তুলে ধরা হবে। মেলার অন্যতম আকর্ষণ বিশালাকার পুতনা রাক্ষসীর কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়েছে। মেলার কয়েকদিন মন্দির চত্বরে কীর্তন, ভক্তিগান, গীতা পাঠ থেকে যাত্রার মত বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। মেলার এবার দুশো বছর পূর্তি বলে এবার ওই আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না। দেবত্তর ট্রাস্ট বোর্ড কর্তৃপক্ষ। সেসব মাথায় রেখেই আয়োজন খরচ বেড়ে যাওয়ায় ওই সব অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা। গত বছর ওই খাতে বাজেট ধরা হয়েছিল ৭ লক্ষ ৬১ হাজার টাকা। দেবত্তর ট্রাস্ট বোর্ডের সচিব তাপস মন্ডল বলেন, “এবার প্রায় এক লক্ষ টাকা বাজেট বাড়ানো হয়েছে। মেলার দুশো বছরে কোনও ব্যাপারে আমরা খামতি রাখতে চাইছি না। ২৭ নভেম্বর রাসমেলা শুরু হচ্ছে মেয়াদ তিন দিন বাড়িয়ে এবার ১৮ দিন করা হয়েছে। |
ক্ষোভ যুব তৃণমূলের
নিজস্ব সংবাদাতা • মালদহ |
৩৪ নম্বর জাতীয় সড়ক মেরামতের দাবিতে বুধবার ন্যশনাল হাইওয়ে অথরিটির প্রজেক্ট ডিরেক্টরকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে জেলা তৃণমূল যুব কংগ্রেস। বেহাল জাতীয় মেরামত করার ব্যাপারে কেউ উদ্যোগী না-হওয়ায় মালদহের দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও মৌসম বেনজির নূরের কুশপুতুল পুড়িয়ে ধিক্কার জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, “জেলার দুজন সাংসদ জাতীয় সড়ক মেরামতের ব্যাপারে কেউ উদ্যোগী হচ্ছেন না। বরং রাজ্য সরকারের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছেন। জেলার বেহাল জাতীয় সড়ক মেরামতে উদ্যোগী না-হওয়ায় দুই সাংসদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাই।” মৌসম নূর বলেন, “জমি না মেলায় জাতীয় সড়ক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ থমকে। অথচ রাজ্য সরকার জমি দেওয়ার কাজ করাতে আগ্রহ দেখাচ্ছে না। তৃণমূল যুব কংগ্রেস লোক দেখানো আন্দোলন করছে।” |
বর্ষা দেরিতে বিদায় নেওয়ায় সবজি চাষে পিছিয়ে পড়েছে হলদিবাড়ি। অন্য বছর নভেম্বরের শুরু থেকে বাজারে টম্যাটো ও শসা পৌঁছে গেলেও এ বার কিছুই নেই। |