ফোন সমস্যা পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সমস্যায় পড়েছেন পুরুলিয়ার বিএসএনএলের মোবাইল ফোনের প্রিপেড গ্রাহকেরা। তাঁদের অভিযোগ, গত শুক্রবার থেকে পুরুলিয়া শহরের বিভিন্ন কাউন্টার থেকে ‘প্রিপেড রিচার্জ ভাউচার’ মিলছে না। বাসিন্দা তরুণ চক্রবর্তীর কথায়, “প্রিপেড রিচার্জ ভাউচার পাওয়া যাচ্ছে না। ফলে সমস্যায় পড়েছি।” শহরের রেডক্রস রোডের এক ফোনবুথের মালিক তপন মাহাতো বলেন, “গত ৩-৪ দিন ধরে রিচার্জ ভাউচার পাওয়া যাচ্ছে না। খদ্দেরদের ফিরিয়ে যেওয়া ছাড়া উপায় নেই।” তবে বিএসএনএল সূত্রে দাবি করা হয়েছে, কিছু সমস্যার কারনে সাময়িক অসুবিধা হয়েছিল। সমস্যা মিটে গিয়েছে। যদিও বুধবারও পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় ওই রিচার্জ ভাউচার না পাওয়ার অভিযোগ শোনা গিয়েছে। |
ট্রেনের ধাক্কায় মৃত ২ বালিকা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই বালিকার। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে কোটশিলা-মুড়ি শাখায় কোটশিলা ও ঝালদা স্টেশনের মাঝে। রেল সূত্রে দুর্ঘটনার সত্যতা স্বীকার করা হলেও মৃতদের পরিচয় জানা যায়নি। তবে ওই দুই বালিকার বাড়ি কোটশিলা থানার কানুডি গ্রামে বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। গ্রামের কাছেই একটি রক্ষীবিহীন লেভেল ক্রসিং রয়েছে। এলাকাবাসী নির্মল কুমার বলেন, “এ দিন বিকেলে দু’জনে স্কুল থেকে ফিরছিল। লেভেল ক্রসিংটি পেরিয়ে ওদের গ্রাম। হাতিয়া-নিউ দিল্লি বনাঞ্চল এক্সপ্রেসের ধাক্কায় দু’জনে মারা যায়। আমি কাছেই ছিলাম। ছুটে গিয়ে দেখি ওদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।” কোটশিলার স্টেশন ম্যানেজার এস কে সিংহ বলেন, “বনাঞ্চল এক্সপ্রেসের চালক এই দুর্ঘটনার খবর দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে রাঁচি ডিভিশনে খবর পাঠাই।” রাঁচির ডিআরএম গজানন মালিয়া জানান, রেলপুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনও দেহ পায়নি। সম্ভবত গ্রামবাসীরাই দেহ তুলে নিয়ে গিয়েছেন। |
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। খাতড়া থানার নগড়ি গ্রামের বধূ গোলাপি রায় (৩০) বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছে বলে মঙ্গলবার খাতড়া থানায় তাঁর স্বামী, ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতার দাদা তপন রায়। |
বিজেপি-র বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও রাস্তাঘাটের উন্নতির দাবিতে বাঁকুড়া শহরের মাচানতলায় বুধবার অবস্থান বিক্ষোভ করল বিজেপি। বিজেপির জেলা সহ সভাপতি জীবন চক্রবর্তী বলেন, “আমরা দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি। জেলার রাস্তাঘাটের সংস্কারের দাবি তুলছি।” পুলিশের সক্রিয়তার দাবিও তোলেন তাঁরা। |