টুকরো খবর |
রাস্তা সারাতে রাস্তা আটকে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
ছবি: নির্মল বসু। |
রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একটি রাজনৈতিক দলের সদস্যরা। বুধবার সকালে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার খোলাপোতায় টাকি রোডে। অবরোধের জেরে দু’দিকের যানবাহন আটকে পড়ে। হয়রানি হয় যাত্রীদের। পরে পুলিশ গিয়ে রাস্তা সারানো নিয়ে সংশ্লিষ্ট দফতরে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে খূবর, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বসিরহাট ও বারাসতের মধ্যে টাকি রোডের অবস্থা অত্যন্ত শোচনীয়। বহু জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। তার ফলে দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মাঝে ইট, সুরকি ফেলে কোনওরকম ভাবে গর্ত বুজিয়ে দেওয়া হলেও বড় বড় লরির চাকায় তা উঠে গিয়ে ফের আগের অবস্থায় ফিরে যাচ্ছে। পাকাপাকি ভাবে সারানোর দাবি জানানো হলেও প্রশাসনের কোনও নজরই নেই। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ ইউডিএফ-এর শতাধিক কর্মী-সমর্থক পোস্টার, প্যাকার্ড, মাইক নিয়ে রাস্তা মেরামতির দাবিতে খোলাপোতার কাছে টাকি রোড অবরোধ করেন। ঘণ্টাখানেক অবরোধ চলার পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রাস্তা সারানোর ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
|
ভাঙড়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ৮ |
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে মঙ্গলবার রাতে তেতে ওঠে ভাঙড়ের মারিয়া গ্রাম। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন জখম হন। ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতেরা হল মাসাদুর রহমান মোল্লা এবং মাদার মোল্লা। মাদার ভাঙড় থানার হোমগার্ড।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে বেশ কিছু দিন ধরেই সিপিএম তাদের সংগঠন মজবুত করার চেষ্টা করছে। মঙ্গলবার রাতে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই গণ্ডগোলের সূত্রপাত। সিপিএমের দাবি, সংঘর্ষে তাদের ৫ জন কর্মী-সমর্থক আহত হন। তৃণমূল দাবি করেছে, জখমদের মধ্যে তাদের দলের তিন জন রয়েছেন। এ নিয়ে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্তার মোল্লা বলেন, “আমাদের কয়েক জন কর্মী ঘটকপুকুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তখনই তৃণমূল আমাদের কর্মীদের উপর হামলা চালায়।” অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য মীর তাহের। তিনি বলেন, “এ দিন গোবিন্দপুরে দলীয় কার্যালয়ে আমাদের দলীয় কর্মীরা সভা করছিলেন। সেই সময় সিপিএমের লোকজন তাঁদের উদ্দেশে কটূক্তি করে। কর্মীরা প্রতিবাদ করায় ওরা হামলা চালায়।”
|
বাসের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
সঙ্কীর্ণ যশোহর রোডে বেশ কিছুদিন ধরেই দাঁড়িয়েছিল একটি খারাপ ট্রাক। গত শুক্রবার রাতে সেটির সঙ্গে ধাক্কায় মৃত্যু হয় এক বাইক চালক এবং তাঁর দুই সঙ্গীর। তারপরেও অবশ্য ট্রাকটিকে রাস্তা থেকে সরানো হয়নি। মঙ্গলবার রাতে খারাপ ট্রাকটি সারাতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম গুরবত সিংহ (৩৫)। বাড়ি উত্তর ২৪ পরগনার বরাহনগরে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় চার ঘণ্টা গাইঘাটার দোগাছিয়া-যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে ট্রাকটিকে রাস্তা থেকে সরাতে হবে। পাশাপাশি বাস চালককে গ্রেফতার করতে হবে। এরপরে বিক্ষোভকারীরা অবরোধে আটকে পড়া গাড়িগুলিতে চড়াও হন। কয়েকটি গাড়িতে অল্প ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ক্রেন নিয়ে গিয়ে ট্রাকটিকে সরিয়ে দেয়। এ দিনের অবরোধে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক।
|
কানে মোবাইল, ট্রেনের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
কানে হেডফোন লাগিয়ে লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। বুধবার সকালে বনগাঁ-শিয়ালদহ শাখার চাঁদপাড়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুমিতা বিশ্বাস (৩৫)। বাড়ি স্থানীয় ঢাকুরিয়া এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিতাদেবী কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সাইকেল নিয়ে লাইন পার হচ্ছিলেন। আপ বনগাঁ লোকালের চালক জোরে হর্ন দিলেও ওই মহিলা তা শুনতে পাননি।
|
প্রতারণার অভিযোগ, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে প্রতারনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বাগদার তেঘরিয়া থেকে প্রকাশ রায় নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জমি বিক্রির জন্য এলাকার এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাঁকে জমি রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।
|
ফসল নিয়ে সংঘর্ষ, জখম ৪ বনগাঁয় |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
ফসল কাটা নিয়ে বিবাদের জেরে দু’টি পরিবারের সদস্যদের সংঘর্ষে জখম হয়েছেন চার জন। মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁর কালিয়ানি এলাকার ঘটনা। আহতদের মধ্যে দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতাল এবং বাকিদের কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
|
আগ্নেয়াস্ত্র উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
একটি পরিত্যক্ত ইটভাটা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে কেএলসি থানার পুলিশ স্থানীয় কাঁটাতলা এলাকার ওই ইটভাটা থেকে ৪টি একনলা বন্দুক এবং ২৪টি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “কী ভাবে ওই এলাকায় আগ্নেয়াস্ত্রগুলি এল এবং কারা তা মজুত করেছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
|
মহিলাকে মার, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সঞ্জিত দাস এবং রঞ্জিত দাসের বাড়ি বাগদার কুড়বেড়িয়া এলাকায়। মঙ্গলবার রাতে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।
|
হেরোইন-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বুধবার সন্ধ্যায় বাসন্তীর কাঁঠালবেড়িয়া থানা এলাকা থেকে হেরোইন বিক্রির সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আক্রম লস্কর। তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
দুষ্কৃতী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এলাকায় বোমাবাজি করার সময় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জীবনতলার ধোঁয়াঘাটা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হুমায়ুন সর্দার।
|
অস্ত্র কারখানা উদ্ধার |
|
—নিজস্ব চিত্র। |
মঙ্গলবার রাতে কুলতলি থানার কেওড়াখালি গ্রাম থেকে অস্ত্র কারখানা উদ্ধার করল পুলিশ। ভুধর নস্কর নামে ওই কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। ২০০৩ সালে থেকে ওই কারখানায় অস্ত্র তৈরি করে ভূধর বিক্রি করত বলে পুলিশের দাবি। ওই দিন রাতে দক্ষিণ ২৪ পরগনার স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানা উদ্ধার করে।
|
খুনে ধৃত অভিযুক্তের মা |
অষ্টম শ্রেণির ছাত্র নৃপেন মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্তের মা-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হাবরার ঘারো গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত কল্যাণী বৈরাগী খুনের ঘটনায় অভিযুক্ত সুদীপ্ত বৈরাগীর মা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই কিশোর-খুনে কল্যাণীদেবীর প্ররোচনা ছিল। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে নৃপেনের খোঁজ মিলছিল না। মঙ্গলবার বিকেলে গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ তার দেহ উদ্ধার করে।
|
মন্দিরে চুরি |
মন্দিরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটল সন্দেশখালির কালীনগরে পুরনো বাজারে। মঙ্গলবার গভীর রাতে বাজারে একটি প্রাচীন মন্দিরের দরজা ভেঙে দুষ্কৃতীরা সোনার অলঙ্কার-সহ পুজোর সরঞ্জাম লুঠ করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও লুঠ হওয়া জিনিস উদ্ধার করা যায়নি।
|
ব্যাঙ্কে বোমাতঙ্ক |
বোমাতঙ্ক ছড়াল বারাসতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। পুলিশ জানায়, বুধবার দুপুরে বারাসত থানায় এক ব্যক্তি ফোন করে জানান, ব্যাঙ্কে বোমা রাখা আছে। পুলিশি তল্লাশিতে কিছু মেলেনি। |
|