টুকরো খবর |
থানার কাছে মন্দিরে চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
রাজবাড়ি চত্বরে সেই মন্দির। ছবি: পার্থপ্রতিম দাস। |
মন্দিরের দরজা ভেঙে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। মঙ্গলবার রাতে তমলুক রাজবাড়ি চত্বরে ঘটনাটি ঘটে। তমলুক থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে এই ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম অমিত দাস। বাড়ি তমলুক শহরের ষোলফুকার গেট এলাকায়। তমলুক থানার অফিসের সামনে রাজবাড়ি চত্বরে রাজপরিবারের রাধামাধব জীউ মন্দির রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ একদল দুষ্কৃতী ওই মন্দিরের প্রবেশপথের গ্রিল ও কাঠের দরজা ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু কাঁসার বাসন ও একটি ঝাড় লন্ঠন নিয়ে পালায়। তখন রাজপরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে এক জনকে ধরে ফেলে। পরে ধৃতকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে এর আগেও দুষ্কর্মের অভিযোগ রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্য দুষ্কৃতীদেরও ধরার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজপরিবারের সদস্য তথা তমলুকের উপ-পুরপ্রধান দীপেন্দ্রনারায়ন রায়। তিনি বলেন, “থানার কাছে এই ঘটনা ঘটায় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।” |
দাসপুরে থানা ভাগে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জনসংখ্যা প্রায় ৫ লক্ষ। মৌজার সংখ্যা ২৪৯। বিস্তীর্ণ এই এলাকায় আধিকারিক-সহ মোট পুলিশকর্মীর সংখ্যা মেরেকেটে ২২। অথচ, বধূ মৃত্যু থেকে ছুরি-ডাকাতি-ছিনতাই, দুর্ঘটনা কিংবা রাজনৈতিক গণ্ডগোলঝামেলার শেষ নেই দাসপুরে। এলাকার মানুষ দীর্ঘ দিন ধরেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে থানা ভাগের দাবি জানিয়ে আসছেন। এত দিন পরে সেই মতো পৃথক একটি থানা তৈরিতে উদ্যোগী হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সুপার সুনীল চৌধুরী বলেন, “দাসপুর থানাকে ভাগ করে আলাদা একটি থানা তৈরির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে সোনাখালিতে পঞ্চায়েত সমিতির নিজস্ব একটি নবনির্মিত ঘরও ঠিক করা হয়েছে। সরকারের অনুমোদন পেয়ে গেলেই বাকি কাজ সম্পন্ন করা হবে।” পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে কোনও পুলিশ ফাঁড়ি নেই। থানার এলাকা ৩৩৩ বর্গ কিলোমিটার। ব্লক দু’টি। পঞ্চায়েতের সংখ্যা ২৪। স্বভাবতই শিবরা, দুধকোমরা, সুপা রানিচকের মতো প্রত্যন্ত গ্রামগুলি থেকে থানায় আসা বিস্তর ঝামেলার ব্যাপার। থানায় গাড়ির সংখ্যা দু’টি। একটি গাড়ি থানাতে সব সময়ের জন্য রাখতে হয়। আর একটি গাড়ি ঘুরে বেড়ায়। ফলে রাতবিরেতে হোক বা দিনের বেলায়ডাকাতি হোক বা দুর্ঘটনাখবর পেয়ে পুলিশ যেতেই সময় লেগে যায় অনেক। দাসপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, “আমার এই থানায় দু’বছর হতে চলল। এই সব পরিকাঠামোগত সমস্যার মধ্যে পড়ে সময়ে পৌঁছতে পারিনি বলে বহু বার এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। থানা ভাগ হলে এলাকা কমবে। অনেক সমস্যার সমাধান হবে।” |
টেন্ডার-বৈঠক ঘিরে চাপানউতোর বন্দরে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া বন্দরের যে দু’টি বার্থ নিয়ে এবিজির সঙ্গে রাজ্যের অশান্তি শুরু, সেই ২ ও ৮ নম্বর বার্থে কাজ এখনও বন্ধ। দু’টির জন্য নতুন করে টেন্ডার ডেকেছেন কর্তৃপক্ষ। বুধবার সেই সংক্রান্ত ‘প্রি বিড মিটিং’ হয়ে গেল হলদিয়ার চিরঞ্জীবপুরে বন্দরের ‘অপারেশনাল বিল্ডিং’য়ে। বন্দরের ম্যানেজার ট্রাফিক (শিপিং) দামোদর নায়েক বলেন, “৯টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।” এবিজি-র কেউ ছিলেন না। এই বৈঠক কেন হলদিয়ায় করা হল, সেই প্রশ্ন উঠেছে। কাজহারা শ্রমিকরা বলেন, “এবিজি’কে ছাঁটতেই ষড়যন্ত্র হয়। এবিজি তো হলদিয়ায় আসবে না। তাই নতুন টেন্ডারের মিটিং এখানেই হল।” ‘ডক বাঁচাও কমিটি’র আহ্বায়ক রমাকান্ত বর্মনের অভিযোগ, “কৌশলে একটি গোষ্ঠী ও তাঁর সহযোগী সংস্থাকে বরাত পাইয়ে দিতেই এ সব হচ্ছে।” অভিযোগ অস্বীকার করে দামোদর নায়েক বলেন, “এটা চূড়ান্ত বৈঠক নয়। কোনও সংস্থা চাইলে বৈঠকে না এসেও টেন্ডারে যোগ দিতে পারে।” |
বিশ্ব মৎস্যজীবী দিবসে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিশ্ব মৎস্যজীবী দিবস উপলক্ষে রামনগর থানার দাদনপাত্রবাড় ও কাঁথি শহরে দু’টি পৃথক অনুষ্ঠান করলেন মৎস্যজীবীরা। কাঁথি শহরের বীরেন্দ্র স্মৃতি সৌধে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির আয়োজনে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রবীন্দ্র নাথ রায়চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক লক্ষীনারায়ণ জানা। আলোচনাচক্রে যোগ দেন মৎস্যজীবী আন্দোলনের নেতা বিজয় সর্দার, নয়ন দাস প্রমুখ। মৎস্যজীবীদের মুখপত্র নোনাচাতর পত্রিকার ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয় এ দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনন্ত বেরা। অন্য দিকে, দাদনপাত্রবাড় মৎস্য খটিতেও মেদিনীপুর উপকূলীয় মৎস্যজীবী ভেন্ডার অ্যাসোসিয়েশন ও কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে বিশ্ব মৎস্যজীবী দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী। |
ছেলেকে বিষ, ধৃত সৎ মা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ছেলেকে বিষ খাওয়ানোর অভিযোগে গ্রেফতার হলেন সৎ মা। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হলদিয়ার ভবানীপুর থানার বড়বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেশবন্ধু উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র অভিজিৎ বেরা এ দিন টিফিনে মুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে ভর্তি করা হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। ওই মুড়িতে বিষ মেশানো ছিল বলে অভিযোগ ওঠে। বিষ মেশানোর অভিযোগে সন্ধ্যায় এলাকার লোকেরা ওই ছাত্রের সৎ মা ঝর্ণা বেরাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় যায়। পুলিশের দাবি, জেরায় পড়ে ওই মহিলা ছেলের মুড়িতে কীটনাশক মেশানোর কথা স্বীকার করেছেন। ওই কিশোরের মামার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঝর্ণাদেবীকে। |
দেওয়াল ভেঙে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাড়ি মেরামতির কাজ চলার সময় রান্নাঘরের দেওয়াল ভেঙে পড়ায় মৃত্যু হল দুই মহিলার। মঙ্গলবার দুপুরে রামনগর থানার মালঞ্চ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শতদল মাইতি (৭২) ও মাধবী প্রধান (৪৫)। বাড়ি এগরা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মালঞ্চ গ্রামের শশাঙ্ক গুচ্ছাইতের বাড়িতে সম্প্রতি তার শাশুড়ি শতদল দেবী ও বিবাহিত বোন মাধবী প্রধান বেড়াতে এসেছিলেন। এ দিন বাড়ি মেরামতির কাজ চলার সময় ওই দু’জন বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। তখনই আচমকা রান্নাঘরের দেওয়াল ভেঙে তাঁদের উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। |
প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী
নিজস্ব সংবাদদাতা • এগরা |
প্রয়াত হলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রীপতি কুমার সাউ (৯৫)। মঙ্গলবার সকাল ১০টায় বেতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। গত কয়েকমাস ধরেই তিনি শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ১৯৪২-এর অগস্ট আন্দোলনে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন শ্রীপতিবাবু। এগরা থানা দখল অভিযান ও এগরা-সোলপাট্টা সড়কের কুদিতে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় যুক্ত থাকায় তাঁকে কারাবরণও করতে হয়েছিল। স্বাধীন ভারতে শিক্ষা, স্বাস্থ্য ও এলাকার উন্নয়নেও তাঁর আন্দোলন স্মরণযোগ্য। দুবদা বেসিন সংস্কার আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন। মৃৎশিল্পী হিসাবেও তাঁর খ্যাতি ছিল। বুধবার স্বাস্থ্যকেন্দ্রে ও তাঁর দুবদা গ্রামের বাসভবনে গিয়ে এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানান। |
গাছ থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দেশপ্রাণ ব্লকের চণ্ডীভেটি গ্রামের ঘটনা। মৃতের নাম সুশান্ত দলুই (৪০)। বাড়ি ওই ব্লকেরই কষাফলিয়া গ্রামে। সুশান্তবাবু গ্রামেরই বাসিন্দা অমল শাসমলের বাগানে গাছ কাটতে গিয়ে পড়ে মারা যান। পরে বাগানে পাতা কুড়োতে আসা মহিলাদের চোখে পড়ে তাঁর দেহটি। |
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুক থানার কুমোরগঞ্জ এলাকায় হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিত্যানন্দ বেরা (৫৬)। বাড়ি তমলুকের তেঘরি গ্রামে। এ দিন সন্ধ্যায় জাতীয় সড়কের ধার দিয়ে হাঁটার সময় একটি গাড়ি নিত্যানন্দবাবুকে ধাক্কা মেরে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |
স্মারকলিপি |
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে পদের নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি দিলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা। তাঁরা চান, তাঁদের পদের নাম হোক জুনিয়ার ইঞ্জিনিয়ার। |
|