প্রথম টেস্টে এক দিনের জন্য হয়েছিলেন ভারতীয় দলের ব্যাক-আপ বোলার। দ্বিতীয় টেস্টের আগে ফের একই ভাবে ডাক পেলেন বাংলার পেসার অশোক দিন্দা। ফলে ফের অনিশ্চয়তার মেঘ বাংলার রঞ্জি-আকাশে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইনদওরে বাংলা দল আদৌ দলের পেস আক্রমণের প্রধান ভরসাকে পাবে কি না, সেই প্রশ্ন উঠে পড়ছে।
আমদাবাদ টেস্টের আগে ইশান্ত শর্মার ভাইরাল জ্বরের জন্য ডাকা হয়েছিল দিন্দাকে। এ বার উমেশ যাদবের পিঠে ব্যথা। বুধবার ভারতীয় দলের নেটে আসতেই পারেননি। তাই মোতেরায় চার উইকেট পাওয়া উমেশ শুক্রবার ওয়াংখেড়েতে নামতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। সে কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে হবে দিন্দাকে। বোর্ডের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে যোগ নিতে বুধবার সকালে মুম্বইয়েই যান দিন্দা। সেখানেই বোর্ডের ক্রিকেট অপারেশনস্ ম্যানেজার সুরু নায়েক তাঁকে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেন। তবে শেষ পর্যন্ত দিন্দা ভারতীয় দলের সঙ্গে থাকবেন, না মোতেরার মত ফের তাঁকে রঞ্জিতে খেলতে ছেড়ে দেওয়া হবে, সেটা দেখার। আপাতত দিন্দাকে ভারতীয় দলের প্র্যাক্টিসে যোগ দিতে বলাতেই বাংলা শিবির চিন্তায় পড়েছে। যদিও বোর্ডের তরফ থেকে সরকারি ভাবে সিএবি-কে এ দিন সন্ধে পর্যন্ত কিছু জানানো হয়নি। দিন্দা নিজেই ফোন করে অন্যতম যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়কে এই খবর জানান। তবে এ দিন মুম্বইয়ে বোর্ডের কার্যকরী কমিটির সভায় যোগ দিতে সিএবি-র শীর্ষকর্তারা সেখানেই ছিলেন। দিন্দার বিষয়টা সেখানেই তাঁদের জানানো হয়। মুম্বইয়ে টেস্ট শুরু শুক্রবার। ইনদওরে বাংলার রঞ্জি ম্যাচ শনিবার থেকে। শুক্রবার যদি দিন্দা প্রথম এগারোর মধ্যে না থাকেন, তা হলে আগের বারের মতোই তাঁকে ফের রঞ্জি খেলার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলা শিবির। দিন্দা যদি একান্তই ছাড়া না পান, তা হলে হয়তো বাংলার হয়ে বীরপ্রতাপ সিংহ খেলবেন। দিন্দা ওয়াংখেড়েতে নামছেন কি না, তা দেখে নিয়ে শুক্রবার এক জন ব্যাক-আপ পেসারকে ইনদওরে পাঠাতে পারেন বাংলার নির্বাচকরা। |