তাঁকে সম্মান করলে তিনিও পাল্টা সম্মান ফিরিয়ে দেন। এমনটাই নাকি জীবনদর্শন ওডাফা ওকোলির। বুধবার সেই রীতি মেনে ‘কিং কোবরা’ বললেন, “করিম চলে আসায় আমরা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নের দৌড়েও থাকব। দেশের সেরা কোচ হিসাবে করিমকে দেখতে চাই।” সোমবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন চলাকালীন করিম বলেছিলেন, “ওডাফাকে আই লিগে সর্বোচ্চ গোলদাতা হিসাবে দেখতে চাই।” সে কথা যে তিনি ভোলেননি তা করিমের প্রথম দিনের অনুশীলনেই বুঝিয়ে দিলেন মোহনবাগান অধিনায়ক ওডাফা। ঘড়িতে সাড়ে সাতটা বাজতেই সবুজ-মেরুন ড্রেসিংরুমে ঢুকে পড়েছিলেন করিম। ওডাফা এলেন ৪৫ মিনিট পর। অধিনায়ক আসতেই গোটা দল নিয়ে আধ ঘণ্টার টিম মিটিং। প্রথম ভাষণে ফুটবলারদের কী বললেন করিম? শোনা যাচ্ছে, রিজার্ভ বেঞ্চ ও প্রথম একাদশের মধ্যে সেতুবন্ধনেই জোর দিয়েছেন নতুন কোচ। মাঠে নেমে এ দিন ফিটনেস বাড়ানোর জন্য ওডাফা-নির্মলদের নিয়ে শুরু থেকেই করিমের ‘সার্কিট ট্রেনিং’ হয়েছে পুরোদমে। ওডাফা-শিল্টনরা বলছিলেন, “করিম জানে প্রতিটা ফুটবলারকে কী ভাবে ফিট রাখতে হয়।” চব্বিশ ঘণ্টা আগের পোর্ট ম্যাচের মতো আই লিগেও কী টোলগের অনুপস্থিতিতে ফরোয়ার্ডে ওডাফা-নবি যুগলবন্দি দেখা যেতে পারে? শুনে করিম রিয়াল মাদ্রিদের এসিয়েনের প্রসঙ্গ টেনে বলছেন, “নবি তো মোহনবাগানের এসিয়েন। দরকার বুঝে বুদ্ধি করে ব্যবহার করব।”
|
বাংলাদেশের ১০ নম্বর ব্যাটসম্যান আবুল হাসান টেস্ট অভিষেকেই সেঞ্চুরি (১০০ নঃআঃ) করে ১৯০২-এ অস্ট্রেলিয়ার রেজি ডাফের রেকর্ড ছুঁলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুলনায়। ১৩৩ বছরের টেস্ট ইতিহাসে এ পর্যন্ত ২০৬০টি ম্যাচে দশ নম্বর ব্যাটসম্যানের অভিষেকেই সেঞ্চুরি করার ঘটনা এই দ্বিতীয় বার মাত্র। কুড়ি বছরের আবুল অবিচ্ছেদ্য নবম উইকেট পার্টনারশিপে মাহমুদুল্লার (৭২ নঃআঃ) সঙ্গে ১৭২ রান যোগ করে বাংলাদেশকে ১৯৩-৮ থেকে ৩৬৫-৮ স্কোরে টেনে তুলেছেন। আর ২৪ রান যোগ করলেই আবুলরা ভেঙে দেবেন বাউচার-সিমকক্সের টেস্টে নবম উইকেটে সর্বোচ্চ ১৯৫ রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড।
|
হংকং সুপার সিরিজের দ্বিতীয় রাউন্ডে উঠলেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ এবং সাইনা নেহওয়াল। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের দশ নম্বর জ্যান জর্গেনসেনকে হারালেন কাশ্যপ। অন্য দিকে ইন্দোনেশীয় প্রতিপক্ষ এপ্রিলা ইয়ুস্বন্দরিকে স্ট্রেট গেমে হারালেন বিশ্বের তিন নম্বর সাইনা। |