আইপিএলের ষষ্ঠ সংস্করণের আগে ক্রিকেটারদের নিলাম হতে চলেছে কলকাতায়। সম্ভবত ২০ জানুয়ারি। এমনিতে আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকের পরে এ দিন ঘোষণা করা হয়, নিলাম হতে পারে ১২ জানুয়ারি চেন্নাইতে, বা ২০ জানুয়ারি কলকাতায়। তবে বোর্ড সূত্রের খবর, কলকাতার নামই চূড়ান্ত হয়ে গিয়েছে। আইপিএল ফাইভে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় যেহেতু আইপিএল সিক্সের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দুটোই কলকাতায় হবে, তাই মনে করা হচ্ছে আসন্ন আইপিএলে কলকাতা বড়সড় ভূমিকা নিতে যাচ্ছে। দ্বিতীয়ত, ডিএলএফের পরিবর্তে আইপিএলের নতুন প্রধান স্পনসর পেপসি-র বাণিজ্যিক উপস্থিতি কলকাতায় অনেক বেশি।
এ দিকে, আইপিএল সিক্সে খেলতে পারেন শাহিদ আফ্রিদি-শোয়েব আখতাররাও। তবে পাকিস্তানি ক্রিকেটাররা শেষমেশ আইপিএল খেলার ছাড়পত্র পাবেন কি না, তা ঠিক হবে গভর্নিং কাউন্সিলের পরের বৈঠকে। জানুয়ারিতে নিলামের আগেই বৈঠক। ২০০৭ সালে প্রথম আইপিএলে পাক ক্রিকেটাররা খেললেও ২৬-১১-র জঙ্গিহানার পরে আফ্রিদিরা আইপিএল খেলার ছাড়পত্র পাননি। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে এ দিন ঘোষণা হল টুর্নামেন্টের নতুন প্রধান স্পনসরের নামও। ডিএলএফ নয়, আইপিএল সিক্স থেকে আইপিএলের প্রধান স্পনসর হতে চলেছে পেপসি। ৩৯৬ কোটি টাকা দিয়ে আগামী পাঁচ বছরের টাইটেল স্বত্ত্ব কিনে নিল তারা। ২০১৭ পর্যন্ত প্রধান স্পনসর থাকবে পেপসি। পেপসি ছাড়াও স্পনসরের দৌড়ে ছিল এয়ারসেল। প্রসঙ্গত, ষষ্ঠ বছর থেকে ডিএলএফের কাছ থেকে বোর্ড অনেক বেশি টাকা দাবি করছিল বলে আইপিএল স্পনসরশিপ থেকে সরে দাঁড়ায় ডিএলএফ। তার জেরেই নতুন স্পনসরের জন্য দরপত্র ডাকা হয়। |