ইংলিশ প্রিমিয়ার লিগের পর এ বার চ্যাম্পিয়ন্স লিগেও হার চেলসির। জুভেন্তাসের কাছে ০-৩ পর্যুদস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছাঁটাইও হলেন কোচ রবের্তো দি’মাত্তিও। চেলসির কাছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যাওয়ার ক্ষীণ আশা বেঁচে থাকলেও তার জন্য গ্রুপের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে অস্কার-মাতাদের।
মঙ্গলবার রাতের বাকি ম্যাচগুলোর মধ্যে অঘটন ঘটল তুরস্কেও। গালাতাসারের কাছে ০-১ হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাতেও স্যর অ্যালেক্স ফার্গুসনের টিম থাকল গ্রুপ শীর্ষেই। এ দিকে লিওনেল মেসি বছরে তাঁর ৭৯ ও ৮০তম গোলটি করে ফেললেন স্পার্টাক মস্কোর বিরুদ্ধে। বার্সেলোনা জিতল ৩-০। নকআউটেও উঠল। ভালেন্সিয়ার ঘরের মাঠে ১-১ ড্র করে বায়ার্ন মিউনিখও নিজেদের গ্রুপ থেকে শেষ ষোলোয় ঢুকে পড়ল। |
চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের পরের বার গ্রুপ লিগ থেকেই বিদায়ের! চেলসির ওয়েবসাইটে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “টিমের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়। মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে ঢোকার আগে তাই ক্লাব কোচ বদলের পথেই হাঁটতে চেয়েছে। শীঘ্রই ক্লাবের নতুন কোচের নাম ঘোষণা হবে।” পরের কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে পেপ গুয়ার্দিওলার নাম। এমনকী রাফায়েল বেনিতেজও আসতে পারেন। মস্কোর প্রবল ঠান্ডাতেও দাপটে খেললেন মেসি-ইনিয়েস্তারা। দানিয়েল আলভেসের গোলে এগিয়ে যাওয়ার পর দু’টি গোল করেন মেসি। অন্য দিকে এ দিনের হারে খুব ক্ষতি হল না ম্যান ইউয়ের। ইস্তানবুলের এই ম্যাচের জন্য ফার্গুসন দলে রাখেননি রুনি, নানি, ফার্দিনান্দ-সহ অনেককেই। গালাতাসারের গোলটি করেন বুরাক ইলমাজ। |