|
|
|
|
বালিকা হোমে বিক্ষোভ, পেশ স্মারকলিপিও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আবাসিক পালানোর ঘটনার প্রতিবাদে মেদিনীপুর বালিকা ভবনে বিক্ষোভ দেখাল বিজেপি ও যুব মোর্চা। হোমের সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। বারবার কেন এই ঘটনা ঘটছে তার তদন্ত ছাড়াও ঘটনার সঙ্গে কোনও কর্মীর যোগ থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, হোমের ভেতরের পরিবেশ যথাযথ কি না তদন্তে দেখা, হোম সুপারকে বদলি-সহ নানা দাবি জানানো হয়। এ দিন হোমে গিয়েছিল মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের প্রতিনিধিরা হোম সুপারের কাছে জানতে চান, কেন বারবার এমন ঘটনা ঘটছে। পূজা সাহা নামে যে কিশোরী সম্প্রতি পালিয়েছিল, তাঁর সঙ্গেও কথা বলতে চান। যদিও অনুমতি দেয়নি প্রশাসন। এপিডিআরের অভিযোগ, হোম কর্তৃপক্ষের গাফিলতি ঢাকতেই ওই কিশোরীর সঙ্গে তাঁদের কথা বলতে দেওয়া হয়নি। এ দিনই এর প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকেও জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেস নেতা তীর্থঙ্কর ভকত ও বিজেপি যুব মোর্চা নেতা অরূপ দাস বলেন, “এ ব্যাপারে প্রকৃত তদন্ত না হলে, হোমের বিষয়ে প্রশাসন স্বচ্ছতা বজায় না রাখলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” রবিবার সকালেই জানা যায়, হোমের আবাসিক পুজা সাহা পালিয়ে গিয়েছে। যদিও সোমবার রাতে বিনপুর থানার পুলিশ তাকে ধরে ফেলে। কী ভাবে এই ঘটনা ঘটল তা জানতে প্রশাসন তদন্ত শুরু করেছে। বুধবার জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিকেরা হোমে যান, যান অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত। অরিন্দমবাবু বলেন, “তদন্ত চলছে। পুজাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি, শীঘ্রই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্যও পদক্ষেপ করা হচ্ছে।” |
|
|
|
|
|