পালানোর চেষ্টা, চালককে মারধর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চালককে মারধর করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করল একদল দুষ্কৃতী। মঙ্গলবার রাতে কেশপুরের চড়কার কাছে ঘটনাটি ঘটে। আশঙ্কজনক অবস্থায় চালক উত্তম কবিরাজকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি সুস্থ হলে উত্তমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার সকালে কেশপুরের তসরআড়ার কাছ থেকে গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক মেদিনীপুর বাসস্ট্যান্ডের কাছ থেকে একটি গাড়ি ভাড়া করে। তারা কেশপুরের দিকে যেতে চাইলে চালকও সেই মতো তাদের নিয়ে যান। মাঝপথে চড়কার কাছে উত্তমকে গাড়ি থেকে নামিয়ে ওই যুবকেরা মারধর করে বলে অভিযোগ। পরে গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। |
|
আহত গাড়ির চালক উত্তম কবিরাজ। নিজস্ব চিত্র। |
আশঙ্কাজনক অবস্থায় চালক তাঁর এক পরিচিতকে ফোন করেন। ফোন পেয়ে ওই পরিচিত কয়েকজন বন্ধুকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। উত্তমকে উদ্ধার করে রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশেও খবর দেওয়া হয়।
অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়। পরে বুধবার সকালে তসরআড়ার কাছ থেকে গাড়িটি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চালক উত্তমের বাড়ি মেদিনীপুর শহরের রাঙামাটিতে। অসুস্থ থাকায় এ দিন তাঁর সঙ্গে বিশেষ কথা বলতে পারেনি পুলিশ। তবে তিনি সুস্থ বলেই ঠিক কতজন যুবক গাড়িটি ভাড়া করেছিল, তারা কোথায় যাবে বলে জানিয়েছিল, এ সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অনান্য চালকদের মধ্যেও। উদ্বেগে গাড়ি মালিকেরাও। পুলিশ অবশ্য জানিয়েছে, উদ্বেগের কিছু নেই। তদন্ত চলছে। উপযুক্ত পদক্ষেপই করা হবে। |
|