সাত মাস কেটে গেলেও অমিল অবসরকালীন টাকা |
অবসর নিয়েছেন প্রায় সাত মাস। কিন্তু অবসরকালীন প্রাপ্য টাকা পেলেন না এখনও। এর ফলে প্রবল আর্থিক কষ্টে দিন কাটছে আরামবাগ মহকুমা হাসপাতালের প্রাক্তন কর্মী শম্ভু মুখোপাধ্যায়ের।শম্ভুবাবু বলেন, “আরামবাগ মহকুমা হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী ছিলাম। অবসর নিই গত ৩১ মার্চ। প্রশাসনিক গাফিলতিতে আমার অবসরকালীন গ্র্যাচুইটি ও পেনশন বিক্রির টাকা-সংক্রান্ত আদেশনামা আরামবাগ ট্রেজারির পরিবর্তে হুগলি (২) ট্রেজারিতে চলে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে বার বার জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। আমার পিপিও নম্বর বল পি সি সি(এ)/ সি ১৬৫৭২৩/৭।” তাঁর অসহায় অবস্থার কথা জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন।শম্ভু মুখোপাধ্যায়ের বাড়ি আরামবাগের বাখরচক গ্রামে। বর্তমানে তিনি সরকারি অনুমতি নিয়ে চাঁদুর সরকারি আবাসনে থাকেন। নানান অসুখে ভুখে তিনি এখন শয্যাশায়ী। বৃদ্ধের কথায়, “মাসে যে পেনশন পাই সেই টাকায় সংসার চলে না। স্ত্রীর চিকিৎসার খরচও চালাতে পারছি না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি।” এ বিষয়ে আরামবাগ মহকুমা হাসপাতালের সুপার নিমার্ল্য রায় বলেন, “আমি বিস্তারিত জানিয়ে এজি বেঙ্গলে চিঠি পাঠিয়েছি।” হুগলি(২) ট্রেজারি সূত্রে জানানো হয়েছে, ওই কর্মীর অবসর-সংক্রান্ত কাগজ আসার সঙ্গে সঙ্গেই তা এজি বেঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। পেনশনের সামান্য টাকার ভরসাতেই এখন দিন কাটছে শম্ভুবাবুর।
|
ছাত্র পরিষদ ছেড়ে যোগ টিএমসিপি-তে |
দলীয় ছাত্র সংগঠন ছেড়ে টিএমসিপিতে যোগ দিলেন শ্রীরামপুর কলেজের ছাত্র পরিষদের ১২ জন। বুধবার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায়ের কাছে গিয়ে তাঁরা টিএমসিপি-তে নাম লেখান। তৃণমূলের একাধিক কাউন্সিলর এবং নেতা সেখানে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে শ্রীরামপুর কলেজের ছাত্র সংসদের ক্ষমতা এসএফআইয়ের দখলে ছিল। গত নির্বাচনে এসএফআই-কে হারিয়ে প্রাচীন এই কলেজের ছাত্র সংসদ দখল করে ডানপন্থীরা। তৃণমূল এবং ছাত্র পরিষদ জোট করে লড়ে ক্ষমতায় আসে। ছাত্র পরিষদের ১৪ জন জয়ী হন। তাঁদের মধ্যে প্রমিত অধিকারী ছাত্র সংসদের সহ-সভাপতি হন। সহকারী সাধারণ সম্পাদক হন বিভাস সিংহ। এ দিন ওই দু’জন-সহ মোট ১২ জন তাঁদের দলের ছাত্র সংগঠনে যোগ দিলেন বলে তৃণমূলের দাবি। অমিয়বাবু বলেন, “কংগ্রেসের নেতারা ছাত্র নেতাদের কোনও সহযোগিতা করতেন না। ওঁরা নেতৃত্বের অভাবে ভুগছিলেন। আমাদের দলে এই সমস্যা ওঁদের থাকবে না।” কংগ্রেস নেতা গিরিধারী সাহা বলেন, “ছাত্র পরিষদ ছেড়ে কেউ অন্য দলে যোগ দিয়েছে, এমন খবর আমাদের কাছে নেই।” দুই সংগঠনের মধ্যে সম্পর্ক অবশ্য মধূর ছিল না। মাসকয়েক আগেই দু’পক্ষের গোলমাল হয়। সেই সময় ছাত্র পরিষদের কর্মীরা মারধরের অভিযোগ এনেছিলেন টিএমসিপি-র বিরুদ্ধে। কয়েক জন তৃণমূল কাউন্সিলর ও নেতাও তাঁদের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। কংগ্রেসের একাংশের দাবি, তৃণমূলের ‘চাপে’র কাছে ‘নতিস্বীকার’ করেছেন দলের ওই ছাত্র নেতা এবং কর্মীরা।
|
দরজা ভেঙে এক দিনমজুরের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় আরামবাগের ঘিয়া গ্রামের নূরবাতপাড়ার ঘটনা। মৃতের নাম শেখ মস্তান আলি (৩৮)। পুলিশের অনুমান, দিন সাতেক আগে তিনি মারা যান। তাঁর স্ত্রী সাকিনা বিবি ও দুই পুত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতের বউদি, ন’পাড়া গ্রামের বাসিন্দা মালেকা বেগমের সন্দেহ দেওরকে খুন করা হয়েছে। তবে রাত পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ হয়নি। |