মোটরবাইক চুরি করে তার ইঞ্জিন পাচারে যুক্ত একটি চক্রের হদিস মিলেছে বলে জানাল পুলিশ। কাঁকসা থেকে মোটরবাইক চুরির ঘটনায় উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে এই চক্রের হদিস মিলেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের আরও দাবি, রাজ্য জুড়েই সক্রিয় এই চক্র। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃতকে জেরা করে তথ্য মিলেছে। এই চক্রের বাকিদেরও ধরে ফেলা হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ নভেম্বর কাঁকসা হাটতলা থেকে একটি মোটরবাইক চুরি যায়। তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ মঙ্গলবার রাতে গোপালনগর থানার পলতা গ্রাম থেকে অরুণ বিশ্বাস নামে এক জনকে গ্রেফতার করে। কাঁকসায় এনে তাকে জেরা করা হয়। বর্ধমানের পুলিশ সুপারের দাবি, জেরায় অরুণ মোটরবাইক চুরির অভিযোগ স্বীকার করেছে। এই ঘটনায় তার এক সঙ্গীর নামও পাওয়া গিয়েছে। পুলিশ তাকে খুঁজছে।
পুলিশের দাবি, ধৃতকে জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে। চক্রটি বিশেষ একটি সংস্থার মোটরবাইক চুরি করে। তার পরে সেটির ইঞ্জিন খুলে নেওয়া হয়। ব্যাগে ভরে সেই ইঞ্জিন বনগাঁ থেকে নদীপথে সীমান্তে নিয়ে গিয়ে তুলে দেওয়া হয় এক পাচারকারীর হাতে। পুলিশ সুপার জানান, এই চক্র রাজ্যের নানা এলাকাতেই মোটরবাইক চুরির সঙ্গে যুক্ত। এই দুষ্কর্মে যুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে, তার সকলেই কমবয়সী। পুলিশের অনুমান, নবীন এই দুষ্কৃতীদের পক্ষে এমন চক্র চালানো সম্ভব নয়। পিছনে কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার বলেন, “বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীঘ্র পুরো দলটিকে ধরা হবে।”
|