টুকরো খবর
আধুনিকীকরণের দাবিতে যৌথ সভা দুই সংগঠনের
চলছে সভা নিজস্ব চিত্র।
কারখানার উৎপাদন বৃদ্ধি, ব্যয় কমাতে আধুনিকীকরণ ও সম্প্রসারণ-সহ বিভিন্ন দাবিতে বুধবার দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার (এএসপি) সামনে যৌথভাবে সমাবেশ করল সিটু ও আইএনটিইউসি। দুই শ্রমিক সংগঠনের সদস্য-সমর্থকরা মিছিল করে কারখানার গেটের সামনে যান। উপস্থিত ছিলেন দুই সংগঠনের নেতারা। কারখানার আইএনটিইউসি নেতা বিকাশ ঘটকের অভিযোগ, “কারখানা কর্তৃপক্ষের দায়সারা মনোভাবের কারণে কারখানার উৎপাদন এবং কর্মীদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।” কর্তৃপক্ষের কাছে কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন মাত্রা বাড়িয়ে মুনাফা বাড়ানোর উপরে জোর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি শ্রমিক-কর্মীদের স্বার্থ পূরণে ঠিকাশ্রমিক ও স্থায়ী শ্রমিকদের জন্য জাতীয় বেতন চুক্তি দ্রুত রূপায়ণের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ও ঠিক শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবিও জানানো হয়।

দুর্ঘটনায় মৃত যুবক, জখম ২
শোকার্ত পরিজনেরা। —নিজস্ব চিত্র।
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের শোনপুর বাজারি গ্রামের কাছে। তাঁর দুই সঙ্গীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রমোদ সিংহ (২৬)। বাড়ি পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইকে চেপে প্রমোদ ওতাঁর দুই সঙ্গী হরিপুরের দিকে যাচ্ছিলেন। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রমোদের। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

দোলনার দড়ির ফাঁসে মৃত্যু
গাছের সঙ্গে বাঁধা দড়ির দোলনায় চেপে খেলার সময়ে ফাঁস লেগে মৃত্যু হল এক বালকের। ঘটনাটি ঘটেছে বুধবার রানিগঞ্জের বাঁশড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নন্দকিশোর রায় (১০)। মৃতের বাবা ভগবানবাবু দাবি করেন, বাড়ির সামনে একটি গাছে বাঁধা দোলনায় চড়ে খেলত তৃতীয় শ্রেণির ছাত্র নন্দকিশোর। এ দিন সকাল ৮টা নাগাদ ছেলের সাড়াশব্দ না পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখেন, ছেলের গলায় দোলনার দড়ি পেঁচিয়ে গিয়েছে। বাঁশড়া এরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য আসনসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালা ভেঙে লুঠপাট হিরাপুরে
দরজার তালা ভেঙে ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার রাধানগর রোড এলাকায়। গৃহকর্তা অরুণবিকাশ চট্টোপাধ্যায় হিরাপুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, দিন পাঁচেক তিনি সপরিবার বাড়ির বাইরে ছিলেন। বুধবার সকাল ৯টা নাগাদ বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা। চুরি গিয়েছে সোনা-রুপোর গয়না-সহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র। ঘটনাস্থলে যায় হিরাপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিগন্যাল চালুর দাবিতে বিক্ষোভ
২ নম্বর জাতীয় সড়কে সুপারফাস্ট বাসের স্টপেজ, ট্রাফিক সিগন্যাল চালু-সহ একগুচ্ছ দাবিতে আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি-র আসানসোল জেলা কমিটি। কমিটির সভাপতি রামকুমার সিংহ জানান, এ দিন অতিরিক্ত জেলাশাসকের অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবী চক্রবর্তীর হাতে তাঁরা দাবিপত্র তুলে দেন। তাঁদের দাবি, ২ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের রানিসায়র মোড় গুরুত্বপূর্ণ। অথচ ওই স্টপেজে কোনও সুপারফাস্ট বাস দাঁড়ায় না। ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দোকানে আগুন
একটি মুদিখানা দোকানে আগুন লাগে বুধবার সকালে। দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘোষ মার্কেটের ঘটনা। ওই দোকানের মালিক সুনীল গুপ্ত অভিযোগ করেন, এ দিন সকালে দোকান খুলে তিনি পাশের দোকানের মালিকের সঙ্গে গল্প করতে বেরিয়েছিলেন। হঠাৎ দেখেন, তাঁর দোকানে আগুন লেগেছে। দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

কয়লা আটক আসানসোলে
চোরাই কয়লা বোঝাই একটি ট্রাক আটক করেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। ট্রাকটি ঝাড়খণ্ড থেকে ২ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোলে ঢুকছিল বলে জানিয়েছে পুলিশ। সীমানা পেরনোর সময়ে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ সাত টন কয়লা বোঝাই ট্রাকটি আটক করে। চালক ও খালাসি পলাতক।

দুর্ঘটনায় জখম
মোটরবাইকের ধাক্কায় জখম হল দুই স্কুলছাত্রী। বুধবার সকালের ঘটনা। এর পরে রানিগঞ্জ-জামুড়িয়া প্রধান রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, জামুড়িয়া গ্রামের কাছে তেমাথা এই মোড়টি বিপজ্জনক হয়ে উঠছে। দু’মাস ধরে কোনও ট্রাফিক পুলিশ নেই। পুলিশ জানায়, দ্রুত স্থায়ী ট্রাফিকের ব্যবস্থা হবে।

সুপার ডিভিশন ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের বুধবার গ্যামনব্রিজ মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। গ্যামনব্রিজ ফ্রেন্ডস ক্লাব ও সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের খেলায় কেউ গোল করতে পারেনি।

টাইব্রেকারে জয়
বড়থল নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল রাঙাপাড়া হারামডিহি আদিবাসী ক্লাব। বড়থল মাঠে তারা মহিশীলা একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ভোরে দুর্গাপুরের মুচিপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ফুটপাথের উপরে কম্বল ঢাকা দিয়ে শুয়েছিলেন ওই ব্যক্তি। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.