কোথাও কৃষ্ণনগর থেকে আনা হয়েছে ডাকের সাজের প্রতিমা, কোথাও আবার আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। সব মিলিয়ে শিল্পাঞ্চলে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে বেশ জাঁকজমক ভাবেই। পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পঙ্ক্তি ভোজের আয়োজনও।
দুর্গাপুরের জয়দেব অ্যাভিনিউতে গত ৮ বছর ধরে জগদ্ধাত্রী পুজো করছে জাগরণী ক্লাব। এলাকায় দুর্গাপুজো হয়, কালীপুজো হয়। কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় না। অথচ কত চর্চা হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে। খেদ মেটাতে ৮ বছর আগে পুজো শুরু হয়। এ বার তাদের মণ্ডপ তৈরি হয়েছে মন্দিরের আদলে। ডাকের প্রতিমা আনা হয়েছে কৃষ্ণনগর থেকে। পুজো উপলক্ষে স্থানীয় ও কলকাতার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
|
মানকর কলোনির নিউ স্পোর্টিং ক্লাবের প্রতিমা। —নিজস্ব চিত্র। |
শহর ছাড়িয়ে বুদবুদেও জগদ্ধাত্রী পুজো আয়োজিত হচ্ছে আড়ম্বরের সঙ্গেই। মানকর কলোনির নিউ স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো এ বার ৭ বছরে পা দিল। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সেটি তৈরি করেছেন বাঁকুড়ার শিল্পী। বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। পুজোর বাজেট নেহাত কম নয়। প্রায় তিন লক্ষ টাকা। পুজো কমিটির সভাপতি দীপঙ্কর হালদার বলেন, “আশপাশের বহু এলাকা থেকে আমাদের পুজো দেখতে মনুষজন আসেন।” পুজোর চার দিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বুদবুদের বিবেকানন্দ ক্লাবের পুজো এ বার ২৮ বছরে পড়ল। এ বার তাঁদের থিম ছোটা ভিম ও তার গ্রাম ঢোলকপুর। মণ্ডপের বাইরে থাকছে ছোটা ভিম ও তাঁর বন্ধুদের নানা মূর্তি। পুজোর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। |
দুর্গাপুর ইস্পাতনগরীর জয়দেব অ্যাভিনিউয়ের
জাগরণী ক্লাবের প্রতিমা। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বনাথ মশান। |
পুজো কমিটির সহ-সম্পাদক বাপি বিট বলেন, “প্রত্যেক বারই এলাকার মানুষ আমাদের পুজোর দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকেন। আশাকরি এ বারও তাঁরা হতাশ হবেন না।” পুজোর পাঁচ দিন আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উপলক্ষে বসে একটি গ্রামীণ মেলাও।
আসানসোল শিল্পাঞ্চল জুড়েও জগদ্ধাত্রী পুজোর আয়োজন সম্পূর্ণ। আসানসোলের মহিশীলা বটতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হবে আজ, বৃহস্পতিবার। পুজো উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আসানসোলের সেন র্যালের সিডি ব্লকে প্রগতি সঙ্ঘের উদ্যোগে সর্বজনীন জগদ্ধাত্রী উৎসব এ বার ১৮ বছরে পড়ল। এই পুজোকে ঘিরে পুজোর মাঠে একটি মেলা বসেছে। পুজোর আসানসোলের রাধানগর রোড এলাকায় রামকৃষ্ণ পূর্ণানন্দ মঠে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো। প্রতি বছরই পুজো ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। থাকে পঙ্ক্তিভোজেরও আয়োজন। পুজো ঘিরে মেতে উঠেছে বার্নপুর ও কুলটিও। |