হিমঘরে বনধ, বাড়ল আলুর দাম
হিমঘর মালিকদের ডাকা বনধে উৎসবের মরসুমে আলুর দাম এ বার ঊর্ধ্বমুখি।
হিমঘর মালিকদের সোমবারের প্রতীকী ধর্মঘটে কিলোপ্রতি আলুর দাম ১ টাকা বাড়িয়ে দিয়েছে। সারা রাজ্যে প্রতি দিন পাঁচ লক্ষ প্যাকেট আলু হিমঘর থেকে বের হয়। চাহিদার সঙ্গে বাজারের ভারসাম্য না থাকায় এক ধাক্কায় কিলো প্রতি এক টাকা দাম বেড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। এই অবস্থায় মধ্যবিত্তের উপরে চাপ বাড়ায় ব্যবসায়ীরা রাজ্য সরকারকেই দুষছেন। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্তা পতিতপাবন দে বলেন, “গত তিন বছর হিমঘরে আলু রাখার খরচ বাড়ানো হয়নি। অথচ, বিদ্যুৎ-সহ হিমঘর রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ লাফিয়ে বেড়েছে। এ ভাবে চলতে থাকলে এই শিল্পের অপমৃত্যু ঘটবে।”
এ বিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় অবশ্য বলেন, “হিমঘর মালিকদের সমস্যা নিয়ে রাজ্য সরকার ওয়াকিবহাল। প্রয়োজনে হিমঘর মালিকদের ডেকে আমরা কথা বলব।” বস্তুত, হিমঘরে আলু রাখার খরচ (দাম) না বাড়ানোর সমস্যা বিগত বাম জমানা থেকেই চলছে। এক দিকে আলু কেলেঙ্কারি, অন্য দিকে বিধানসভা নির্বাচনের বাধ্যবাধ্যকতা থাকায় ২০১০ সালের পরে হিমঘরে আলু রাখার খরচ বাড়েনি। সেই দামও বেড়েছিল রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পরে ২০০৯ সালের হিমঘর মালিকদের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে।
হিমঘর মালিকদের সংগঠন সূত্রের খবর, বর্তমানে দক্ষিণবঙ্গে কিলোপ্রতি আলু রাখার খরচ ১ টাকা ১ পয়সা। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই খরচ ১ টাকা ৯ পয়সা। হিমঘর মালিকদের দাবি, এই খরচ ৫০ পয়সা বাড়াতে হবে। এক লাফে এতটা দাম বাড়ানো নিয়ে তাঁদের যুক্তি, গত তিন বছরে শিল্পে বিদ্যুতের দাম ৪৬% থেকে ৫০% বেড়েছে। শ্রমিকদের খরচ ৪৯% বেড়েছে। আনুষঙ্গিক খরচও বেড়েছে পাল্লা দিয়ে। এর ধাক্কাতেই হিমঘরে আলু রাখার খরচ বহু বেড়ে গিয়েছে। চলতি মরসুমে হিমঘর মালিকরা ইতিমধ্যেই নোটিস দিয়ে দিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে চাষি বা ব্যবসায়ীদের হিমঘর ফাঁকা করে দিতে হবে।
আলুর মরসুম শুরুর মুখে। চলতি মরসুমে চড়া দামে আলুবীজ কিনতে হচ্ছে চাষিদের। সার এবং কৃষিমজুরের খরচও এ রাজ্যে বাড়ছেই। তার উপর হিমঘরের খরচও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের পাশাপাশি চাষিরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.