পড়শির বাড়ির উঠোন থেকে এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম মৃদুলা সিং (৩৫)। বাড়ি বোরো থানার পিঁড়রা গ্রামে। ছুরিকাহত অবস্থায় রবিবার মৃদুলাদেবীর দেহ উদ্ধার হয়। মৃতার স্বামী বুদ্ধেশ্বর সিং বলেন, “রবিবার স্ত্রী জমিতে কাজে গিয়েছিল। সন্ধ্যায় নামপাড়ার কয়েকজন বাসিন্দা এসে খবর দেন, আমার স্ত্রীর দেহ ওপাড়ায় পড়ে রয়েছে। গিয়ে দেখি ফুটু সিং-এর বাড়ির সামনে রাস্তার স্ত্রীর দেহ পড়ে রয়েছে। বুকে আঘাতের চিহ্ন।” তাঁর দাবি, “প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটু এই কাণ্ড করে পালিয়েছে। কেন ও এই কাজ করল বুঝতে পারছি না। ওই দিন রাতে ফুটুর নামে খুনের অভিযোগ দায়ের করেছি।” পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই খুনে জড়িত অভিযোগে মৃদুলা সিং-এর পড়শি মনোজ ওরফে ফুটু সিং-এর খোঁজ চলছে।” নামপাড়ার বাসিন্দা সস্তা সিং বলেন, “রবিবার বিকেলে আমার বাড়ির উঠোনে ওদের গল্প করতে দেখেছিলাম। জমি থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে মৃদুলার চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি মৃদুলা ছটপট করছে।”
|
কুয়োয় নিখোঁজ যুবকের দেহ |
নিখোঁজ থাকা এক অসুস্থ যুবকের দেহ সোমবার পাড়ারই পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার অঞ্চলের দু’নম্বর ক্যাম্পে। মৃত যুবকের নাম অমৃত মণ্ডল (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাড়ার কালীপুজোর মণ্ডপে যান অমৃত। সারা রাত বাড়ি না ফেরায় পরের দিন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। সোমবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে গাছগাছালি ঘেরা পরিত্যক্ত কুয়োয় ভেসে ওঠা ছেলের দেহ দেখতে পান তাঁর মা। দমকলের সাহায্য নিয়ে দেহটি তোলেন পুলিশ কর্মীরা। মৃত যুবকের কাকা সুনীল মণ্ডল বলেন, “ভাইপোর হার্টের সমস্যা ছিল। প্রতিবেশীদের সাহায্যে কলকাতার একটি নার্সিংহোমে মাসকয়েক আগে ওর বুকে ‘পেসমেকার’ বসানো হয়েছিল। তার পর থেকে ভালই ছিল। কী ভাবে কী হল, বুঝতে পারছি না।”
|
মোটরবাইক ও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত টিঙ্কু রায়ের(২৫) বাড়ি পাড়া থানার পাথরকুচি গ্রামে। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পাড়া থানার মহাদেবপুর মোড়ের কাছে। গ্রামেরই বাসিন্দা বন্ধু বাবলুকে নিয়ে মোটরবাইকে আনাড়া থেকে বাড়ি ফিরছিলেন টিঙ্কু। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক আসা গাড়িকে ধাক্কা মারে ওই মোটরবাইক। টিঙ্কুকে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। আহত হয়েছেন বাবলুও। তিনি বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
|
বছরে ১০০ দিন কাজের প্রকল্পে শ্রমিকদের ২০০ টাকা করে মজুরি, কৃষকদের কাছ থেকে ১৫০০ টাকা প্রতি কুইন্টাল সহায়ক মূল্যে ধান কেনা, বার্ধক্য ভাতার পরিমাণ প্রতি মাসে দু’হাজার টাকা করা-সহ ৮ দফা দাবিতে সোমবার হিড়বাঁধের বিডিও-র কাছে স্মারকলিপি দিল সিপিআই (এম এল-লিবারেশন)। বিডিও অনুপম চক্রবর্তী বলেন, “ব্লক স্তর যে সব দাবি পূরণ করা সম্ভব, সেগুলি মেটানো হবে। বাকি দাবি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
|
গো-প্রজনন বৃদ্ধির জন্য বিষ্ণুপুরে বুল মাদার ফার্ম গড়ে তুলতে চায় রাজ্য সরকার। রবিবার বিষ্ণুপুরের তুর্কিডাঙ্গা মাঠে রাজ্যস্তরের ষোড়শ জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালনের মূল অনুষ্ঠানে এসে এ কথা জানান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী নূরে আলম চৌধুরী। মন্ত্রী বলেন, “আমাদের দফতরের প্রায় ৩৩ একর জমি ফাঁকা পড়ে রয়েছে। ১০০ কোটি টাকা খরচ করে বুল মাদার ফার্ম তৈরি করা হবে।” ছিলেন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুকুমার হাঁসদা প্রমুখ। |