টুকরো খবর |
চন্দননগরে আজ মমতা
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
উৎসবের শহর চন্দননগরের রাজপথে ষষ্ঠীতেই নামল মানুষের ঢল। আজ সপ্তমীতে আরও ভিড় বাড়বে। কারণ শুরু হয়ে যাচ্ছে পুজো। তার উপরে আজ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভিড় নিয়ে পুলিশের সঙ্গেই অতিমাত্রায় সতর্ক মুখ্যমন্ত্রীও। সড়ক পথে নয়, কলকাতার বাবুঘাট থেকে সরাসরি জলপথে আসছেন তিনি। ভিড় এড়াতেই তিনি জলপথে আসছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মমতা আসবেন উর্দিবাজারে দলের বিধায়ক আশোক সাউয়ের পুজোয়। স্বাভাবিক কারণেই ওই পুজোর কর্তা শুভজিৎ সাউ গদগদ হয়ে বলেন, ‘‘দিদি যে আসবেন বলেছেন, তাতেই আমরা অভিভূত।’’ মুখ্যমন্ত্রীকে একবার দেখতে অনেকেই ওই পুজো মণ্ডপে ভিড় জমাবেন বলে মনে করছে প্রশাসন। থাকছে বাড়তি পুলিশি বন্দোবস্ত। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই শহর পুরোপুরি চলে গিয়েছে দর্শনার্থীদের দখলে। সেজে উঠেছে সব মণ্ডপই। ঘুরতে ঘুরতে গোন্দলপাড়া মনসাতলা সর্বজনীনে ঢুকলে চমক লাগবেইমণ্ডপ না প্রকৃতি! গাছ-গাছালি, প্রকৃতি এখানে মানুষকে আপন করে নেয়। দিনের আলো ফুরনোর আগে এলে বাড়তি পাওনা পাখি আর প্রজাপতি। গোবর দিয়ে নিকোনো ঝকঝকে দেওয়াল। বাঁশের সুদৃশ্য সোফা সেটে আরামদায়ক বিশ্রাম। রায়গঞ্জের শিল্পীদের কাঠ খোদাইয়ের কাজ মুগ্ধ করে দেবে। প্রকৃতির ঘেরাটোপে আসলে মণ্ডপই। উৎসবের চন্দননগরে দর্শনার্থীদের জন্য এমনই এক টুকরো সবুজ পরিমণ্ডল তুলে ধরেছে গোন্দলপাড়া মনসাতলা সর্বজনীন। শুধু পুজো করতে গাছের ব্যবহার নয়, খেলার মাঠ বাঁচিয়ে গাছ বাঁচানো যায় কি না সেই ভাবনাও রয়েছে উদ্যোক্তাদের। গোটা পরিকল্পনাটাই শিল্পী প্রদীপ দত্তের। তিনি বলেন, “গত ১ মে থেকে টানা সাত মাসের পরিশ্রমের ফল এই সবুজ। ইন্দোনেশিয়ার একটি দ্বীপ আমাকে অনুপ্রাণিত করেছে এ ভাবে ভাবতে।” এমন নতুন ভাবনা ছড়িয়ে রয়েছে শহরের আনাচে-কানাচে। |
দোকানে আগুন দেওয়ার অভিযোগে ধৃত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক ওষুধ ব্যবসায়ীর দোকানে আগুন লাগানোর অভিযোগে আর এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার কাঁকড়া মির্জানগর রেল স্টেশন সংলগ্ন বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওষুধ ব্যবসায়ী মিজানুর ইসলামের দোকান জ্বলতে দেখে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। তারা এক ব্যক্তিকে ধরে ফেলেন। শুরু হয় মারধর। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, কাঁকড়া মির্জানগর স্টেশন সংলগ্ন বাজারে মিজানুরের ওষুধের দোকান রয়েছে। অপরদিকে, মালতীপুর এলাকায় অভিযুক্ত সোয়েব আলির ওষুধের দোকান রয়েছে। বেআইনি ওষুধ বিক্রির অভিযোগে এক বছর আগে সোয়েবের দোকানের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। পুলিশের দাবি, জেরায় মিজানুরের দোকানে আগুন লাগানোর অভিযোগ স্বীকার করে সোয়েব। সেই সঙ্গে সে জানায়, তার দোকানের লাইসেন্স বাতিলের পিছনে মিজানুরের হাত রয়েছে বলে তার সন্দেহ ছিল। যদিও তা অস্বীকার করেছেন মিজানুর। তাঁর বক্তব্য, এই ঘটনার আগেও সোয়েবের বিরুদ্ধে স্থানীয় একটি ওষুধের দোকানে আগুন ধরানোর অভিযোগ রয়েছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বসিরহাট জোনের সম্পাদক তাপস রায় বলেন, “দুই ব্যবসায়ীর মধ্যে এই হিংসা ঠিক নয়। আমরা অভিযুক্তের শাস্তি চাই।” ঘটনার তদম্ত শুরু করেছে পুলিশ। |
বাঁধ মেরামতি চললেও জল ঢুকছে সমানে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
হিঙ্গলগঞ্জের চাঁড়ালখালিতে কালিন্দী নদীর বাঁধে ধস (বাঁদিকে)।
ডানদিকে, সর্দারপাড়ায় রিং বাঁধ তৈরির কাজ চলছে। ছবি: নির্মল বসু। |
হিঙ্গলগঞ্জের সর্দারপাড়ায় রায়মঙ্গল নদীর ভেঙে যাওয়া বাঁধ সারানোর কাজ কাজ শুরু হলেও কাছেই কালিন্দী নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। এর ফলে চাষের জমিতে নোনাজল ঢুকে পড়ায় ক্ষতি হচ্ছে ফলন্ত ধানের। হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পঞ্চায়েতের সাহেবখালি কালীবাড়ির কাছে বাঁধ ফেটে জল ঢুকছে। একই অবস্থা সাহেবখালি পঞ্চায়েতের চাঁড়ালখালিতেও। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। অঞ্জন মণ্ডল, জগদীশ মণ্ডল, সাহেব মণ্ডল, স্বপন মণ্ডলেরা বললেন, “আয়লার পর এলাকায় ভাল চাষ হয়নি। এ বছর তবু ধানটা একটু ভাল হয়েছিল। কিন্তু বাঁধের নীচের অংশ ফেটে জল ঢুকে কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে।” হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিৎ বসু বলেন, “সাহেবখালি এবং চাঁড়ালখালি দুই জায়গাতেই জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতির চেষ্টা চলছে। সর্দারপাড়ায় বাঁধ মেরামতির কাজও শুরু হয়েছে। গৃহহীনদের খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।” |
কলেজ ছাত্রের দেহ উদ্ধার ক্যানিংয়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
রাস্তার ধারে পড়ে থাকা এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য দেখা দেয় ক্যানিংয়ের মরা হলদি গ্রামে। এ দিন সকালে ক্যানিং-বারুইপুর রোডে কুলতলির কাছে সানু কয়াল (১৯) নামে ওই যুূবকের দেহ উদ্ধার করে পুলিশ। ছেলেকে খুন করে ওখানে ফেলে যাওয়া হয়েছে বলে সানুর বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ট্যাংরাখালি কলেজের প্রথম বর্ষের ছাত্র সানুর সঙ্গে কয়েক মাস আগে ট্যাংরাখালি গ্রামের এক তরুণীর সম্পর্ক তৈরি হয়। সানুর বাবার অভিযোগ, ওই তরুণীর পরিবার এই সম্পর্ক মানতে পারেনি। তারাই পরিকল্পিত ভাবে তাঁর ছেলেকে খুন করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সানু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। |
সিপিএমের সভামঞ্চ ভেঙে দেওয়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সভামঞ্চ ভেঙে যাওয়ায় জীবনতলার কালিকাতলা বাজারে রেজ্জাক মোল্লার সোমবারের সভা স্থগিত হয়ে গেল। রবিবার সন্ধ্যায় নির্মীয়মাণ ওই সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ ব্যাপারে সিপিএমের পক্ষ থেকে সোমবার সকালে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়।
রেজ্জাক মোল্লা বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই ওরা মরিয়া হয়ে কোথাও আমাদের জনসভা ভেস্তে দিতে মঞ্চ ভেঙে দিচ্ছে, কোথাও ভাঙছে দলীয় কার্যালয়। কখনও আবার আমাদের দলীয় কর্মীদের মারধর করছে। ওদের জন্যই আমাদের সভা স্থগিত হয়ে গেল।” অভিযোগ অস্বীকার করেছেন ক্যানিং-২ ব্লক তৃণমূল সভাপতি সওকত মোল্লা। তাঁর দাবি, “এই ঘটনার সঙ্গে আমরা কোনও ভাবে জড়িত নই। ওরা নিজেদের মধ্যে গণ্ডগোল করে এ সব করেছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |
হিঙ্গলগঞ্জে শারদ-সম্মান
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
ছবি: নির্মল বসু। |
সুন্দর আয়োজন, আকর্ষণীয় মণ্ডপ ও সুন্দর প্রতিমার জন্য তিনটি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হল। গত কয়েক বছর ধরেই বসিরহাট মহকুমায় হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে এই সম্মান দেওয়া হচ্ছে। এ বার দর্শকদের বিচারে প্রথম স্থান পেয়েছে হিঙ্গলগঞ্জ টাইগার ক্লাব, দ্বিতীয় লেবুখালি বিবাদী সঙ্ঘ এবং তৃতীয় স্থান পেয়েছে ৯ নম্বর সান্ডেলের বিল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গত ১৭ নভেম্বর এক অনুষ্ঠানে বিজয়ী তিনটি পুজোর উদ্যোক্তাদের হাতে পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিৎ বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি, ওসি পার্থ সিকদার, পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ পরামানিক ও তাপস পাল। এ দিন যাত্রাশিল্পী ও পুলিশকর্মী শান্তিময় চৌধুরী, রাম দাস, কর্ণ দাস ও ভোলা পালকে সংবর্ধনা দেওয়া হয়। |
গৃহবধূর দেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী-সহ ৩
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সাংসারিক অশান্তির জেরে এক গৃহবধূকে কুপিয়ে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার মঠেরদিঘি এলাকার একটি খাল থেকে মানা দাস (৩৩) নামে ওই গৃহবধূর মৃতদেহ মেলে। পুলিশ জানায়, তাঁর ঘাড়ের কাছে ধারাল অস্ত্রের কোপের দাগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২০ আগে সন্দেশখালির ৬ নম্বর জেলেপাড়ার বাসিন্দা মানার সঙ্গে বিয়ে হয় মঠেরদিঘির বাসিন্দা মিলন দাসের। বেশ কিছুদিন ধরেই দম্পতির মধ্যে সাংসারিক অশান্তি চলছিল। শনিবার মানা নিখোঁজ হন। সে দিনই মিলনবাবু বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাঁকে মঠেরদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। মানার ভাই অলোক হাজরা পুলিশের কাছে ওই অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই মানার শ্বশুর-শাশুড়ি পলাতক বলে পুলিশ জানিয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
মালিকের টাকা নিয়ে চম্পট গাড়ির চালক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল তাঁরই গাড়ির চালকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী হাসানুর গাজির গাড়ির চালক ছিল আরিবুল্লা। হাসানুর চালকের হাতে আড়াই লক্ষ টাকা দিয়ে কলকাতায় পাঠিয়েছিলেন বলে পুলিশকে জানান। তারপর থেকেই ওই চালকের খোঁজ নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
স্ত্রীকে পাচারের অভিযোগে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্ত্রীকে পাচারের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের মুরারীশা চৌমাথায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে কাশেম মৃধার সঙ্গে বিয়ে হয় সুফিয়া বিবির। অভিযোগ, বিয়ের পর থেকে তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। গত ১৪ নভেম্বর রাতে কাশেম শ্বশুরকে ফোন করে জানান স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজির পর মেয়েকে না পেয়ে পুলিশের কাছে জামাইয়ের বিরুদ্ধে পাচারের অভিযোগ করেন শ্বশুর নুরুল আমিন মোল্লা। যদিও কাশেম অভিযোগ অস্বীকার করেছে। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ। |
পুকুরে ছাত্রের দেহ
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
বাড়ির পাশে পুকুর থেকে এক ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় হাবরা থানার ডহরথুবা এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায় মৃতের নাম লোকেশ দাস (৯)। সে স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার বিকেলে পুকুরে জল আনতে যাবে বলে লোকেশ বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ পরেও বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। পরে সন্ধ্যায় প্রতিবেশীরা পুকুরে তার দেহ দেখতে পান। হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে মারা গিয়েছে বলে জানান চিকিৎসকেরা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বনগাঁর ৩ নম্বর টালিখোলা এলাকায় রবিবার এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবাশিস কৃষ্ণ বিশ্বাস (৩২)। বাড়ি কালমেঘা গ্রামে। |
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত |
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশ। ধৃতের নাম কুতুবুদ্দিন শেখ ওরফে হাঁসা। বাড়ি জীবনতলার কালীবাড়ি এলাকায়। রবিবার রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। কুতুবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
|