টুকরো খবর
নকআউট ফুটবল টুর্নামেন্ট
খেলার একটি মুহূর্ত। ছবি: সুব্রত গুহ।
রামনগর ২ ব্লকের বটতলা ঐক্যতান ক্লাব আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর টেলি টাওয়ার অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হল। সোমবার বটতলা আনন্দময়ী হাইস্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে ৩-০ গোলে শান্তিপুর নবীন সঙ্ঘকে পরাজিত করে তারা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, মানিকাবসান স্কুলের প্রধান শিক্ষক অরুণ পাল, মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাসমহাপাত্র ও সদস্য অলক নন্দ। ঐক্যতান ক্লাবের চয়ন মাইতি জানান, রামনগরের বিধায়ক অখিল গিরি তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে আনন্দময়ী হাইস্কুল মাঠ উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন। লক্ষ্মীপ্রিয়া গিরি ও বিশ্বেশ্বর সাউ স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি হল সোমবার। জাহালদায় অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় খড়গপুর মেটালা ফুটবল অ্যাকাডেমি ও দশগ্রাম পিন্টু স্মৃতি সঙ্ঘ। অন্য দিকে, অস্তিচকে সতীশচন্দ্র ও সন্তোষ কুমার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা হয় এ দিন। মুখোমুখি হয় আয়োজক সংস্থা অস্তিচক ভ্রাতৃসঙ্ঘ ও চণ্ডীপুর কোচিং সেন্টার।

সোনার গয়না, টাকা ছিনতাই
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে ২০০ গ্রাম সোনার গহনা-সহ নগদ কুড়ি হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত নটা নাগাদ দাসপুরের টালিভাটায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এলেও এখনও পর্যন্ত ঘটনার কিনারা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বলরাম জানা নামে ওই ব্যবসায়ী সাইকেলে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি স্থানীয় রাধাকান্তপুরে। বলরামবাবু বলেন, “দোকান থেকে কিছুটা এগোতেই দু’জন দুষ্কৃতী বাইকে করে এসে পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর করে ব্যাগটি ছিনতাই করে চম্পট দেয়। ব্যাগে ২০০ গ্রাম সোনার গয়না এবং নগদ কুড়ি হাজার টাকা ছিল।”

পরপর দু’টি স্কুলে চুরি
এক রাতে পরপর দু’টি হাইস্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা এলাকায়। শনিবার রাতে ঘোড়াঘাটা আদর্শ বিদ্যাপীঠ ও কানাইদিঘী হাইস্কুলে চুরি হয়। ঘোড়াঘাটা আদর্শ বিদ্যাপীঠ থেকে নগদ ২৬ হাজার টাকা-সহ স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি গিয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দু’টি স্কুলেরই পরিচালন সমিতি আগে সিপিএমের দখলে থাকলেও বতর্মানে তৃণমূলের দখলে। এলাকার অনেকেরই ধারণা রাজনৈতিক কারণেই হয়তো এই চুরি হয়েছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

প্রশিক্ষণ শিবির
অসামরিক প্রতিরক্ষা দফতরের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা চক্র শেষ হল সোমবার। কাঁথি মহকুমার উপকূলবর্তী এলাকায় কী কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় এবং কীভাবে তার মোকাবিলা করা যায় তা নিয়ে দফতরের আধিকারিকরা আলোচনা করেন। শিবিরে কাঁথি পুরসভা ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরাও যোগ দেন।

কংগ্রেসের পথসভা
প্রদেশ কংগ্রেসের ‘হলদিয়া চলো’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে রবিবার কাঁথি ও রামনগরে মিছিল ও পথসভা করল কংগ্রেস। কাঁথি শহরের বড় ডাকঘরের সামনে পথসভায় বক্তব্য রাখেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, এরশাদ আলি, স্নেহাশিস পাহাড়ী, রাজদুলাল নন্দ, দেবাশিস পাহাড়ি প্রমুখ। রামনগর ২ ব্লকের বালিসাইতে একই কর্মসূচিতে কংগ্রেসের ডাকা সভায় বক্তব্য রাখেন দীপক দাস, নবকুমার গায়েন, প্রণব পঞ্চাধ্যায়ী, দিবাকর মাইতি ও রণজিৎ সামন্ত প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.