|
|
|
|
কৃষকসভার সম্মেলন |
নারায়ণগড়ে দলবদল নিয়ে চাপানউতোর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দলবদল নিয়ে সিপিএম-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের ‘খাসতালুক’ নারায়ণগড়ে। সোমবার কৃষকসভার ব্লক সম্মেলন উপলক্ষে নারায়ণগড়ে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মদন ঘোষ, সংগঠনের জেলা সম্পাদক হরেকৃষ্ণ সামন্ত প্রমুখ। সিপিএম নেতৃত্বের দাবি, এই সমাবেশে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক দলবদল করেছেন। আর তাই নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। দলবদল প্রসঙ্গে সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত বলেন, “শুধুমাত্র বিরবিরা গ্রাম থেকেই প্রায় ১৫০ জন তৃণমূল ছেড়ে আমাদের সঙ্গে এসেছেন।” তাঁর কথায়, “তৃণমূলের কাজকর্মে মানুষ অসন্তুষ্ট। যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে আসতে শুরু করেছেন।” |
|
কৃষকসভার মিছিল, নারায়ণগড়ে। |
দাবি উড়িয়ে তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “এ সব সাজানো নাটক। যাঁরা দলবদল করেছেন বলে বলা হচ্ছে, তাঁদের কেউই আমাদের দলের কোনও পদে ছিলেন না।” তাঁর কথায়, “সিপিএম বরং দলবদলকারীদের চিহ্নিত করুক। আসলে অনেক দুর্নীতিগ্রস্ত লোক আমাদের দলে আসতে চেয়েছিলেন। আমরা তাঁদের দলে নিইনি। তাঁরাই সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন।” এ দিন নারায়ণগড়ের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সমালোচনা করেন কৃষকসভার রাজ্য সভাপতি মদন ঘোষ। তাঁর অভিযোগ, “রাজ্য সরকার কৃষকদের স্বার্থ রক্ষা করছে না। সরকারের বিভিন্ন নীতির জন্য কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন।” রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কৃষকসভার নেতৃত্ব। তাঁদের মতে, সরকারের কৃষক-বিরোধী নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। পরিস্থিতির মোকাবিলায় কৃষকদের আরও সংগঠিত হওয়ার কথাও বলেন তাঁরা। |
|
|
|
|
|