|
|
|
|
মিছিল করছে তৃণমূল |
আজ হলদিয়ায় সভা কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বন্দর থেকে এবিজি-বিদায়ের পরে কাজহারা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে স্বার্থরক্ষার আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। পূর্ব ঘোষণা মতো আজ, মঙ্গলবার চিরঞ্জীবপুরে জনসমাবেশ করতে চলেছেন তাঁরা। আজকের সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি ও আবু হাসেম খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া, কংগ্রেস নেতা আব্দুল মান্নান-সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আবার এ দিনই বন্দরের প্রবেশদ্বার রানিচক মোড় থেকে ক্ষুদিরামনগরের কদমতলা পর্যন্ত এবিজি-র ছাঁটাই শ্রমিকদের নিয়ে মিছিল করার ডাক দিয়েছে তৃণমূল। মিছিল শেষে একটি পথসভাও করবে তৃণমূল। এই কর্মসূচিটি তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এবিজি-বিদায়কে ঘিরে একদা দুই শরিকের যুযুধান লড়াইয়ের চাপা উত্তেজনা ছড়িয়েছে শিল্পশহরে। |
|
সভার প্রস্তুতি কংগ্রেসের। ছবি: আরিফ ইকবাল খান। |
এবিজি-র কাজহারা শ্রমিকেরা এখন দু’দলে বিভক্ত। একদল আগেই ছাঁটাই হয়ে কাজ হারিয়েছিলেন। তাঁদের নিয়ে আন্দোলন করছে তৃণমূল। আর তৃণমূলের ‘জঙ্গি আন্দোলনে’র জেরে এবিজি বন্দর ছাড়ার পর কাজ হারিয়েছেন একদল শ্রমিক। সেই সদ্য কাজহারাদের পাশে নিয়ে ‘হলদিয়া চলো’ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। সদ্য কাজহারা শ্রমিকদের নেতৃত্বে থাকা শেখ সিরাজ, নূর আলমরা বলেন, “আমাদের সভা বানচাল করতেই শুভেন্দু অধিকারীর নির্দেশে পাল্টা সভা হচ্ছে। তবে আমরাও মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা নন্দকুমার থেকে মোটর বাইক র্যালি করব।” যদিও তৃণমূলের কর্মসূচিটি হবে যাদের ব্যানারে, সেই ঠিকা মজদুর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা শ্যামল আদকের কথায়, “এটা পাল্টা সভা নয়। আমরা একমাস আগেই এই কর্মসূচি নিয়েছিলাম। আমরা কোনও সংঘাতে যাব না।” ছাঁটাই শ্রমিকদের নেতা সমীরণ বেতাল এ দিন দাবি করেন, “এবিজি-র সমস্ত শ্রমিক আমাদের সঙ্গেই রয়েছেন।”
এ দিনের জনসভায় তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করবে বলে আশঙ্কা করছেন কংগ্রেস নেতৃত্বও। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি অসিত পাল বলেন, “আমদের কর্মসূচি পত্র-পত্রিকায় ঘোষণা হতেই ওরা পুলিশে আবেদন জানিয়ে পাল্টা সভার প্রস্তুতি শুরু করে। ওরা আমাদের সভা বানচালের চেষ্টা করবে বলেই আশঙ্কা।” প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলে ফোন ধরেননি তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তবে এ দিন হলদিয়ার ব্রজলালচকে একটি সমবায় ব্যাঙ্কের উদ্বোধনে এসে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের সময়ে গণতন্ত্র রয়েছে বলেই কংগ্রেস সভা করতে পারছে। তবে তাঁরা যেন উন্নয়নের লক্ষ্যেই এই সভা করেন।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলদিয়া জুড়ে কঠোর পুলিশি ব্যবস্থা থাকবে বলে দাবি করেছেন মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি। তিনি বলেন, “হলদিয়ার সমস্ত প্রান্তেই অন্য দিনের তুলনায় অনেক বেশি পুলিশকর্মী থাকবেন। সমস্ত রকমের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত।” |
|
|
|
|
|