জানুয়ারির আগে বরিসিচকে পাবেন না মর্গ্যান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবেকে চেনেন। চেনেন হার্নান্ডেজকে। ইস্টবেঙ্গলের অনুশীলনে প্রথম দিন নেমেই অ্যান্ড্রু বরিসিচ বলে দিলেন, “ভারতীয় ফুটবল সম্পর্কে তেমন কোনও ধারণাই ছিল না। তবে, টোলগে ও হার্নান্ডেজের নাম আগে শুনেছি।”
মারগাওতে দলের সঙ্গে যোগ দিলেও এ দিন ইস্টবেঙ্গল মাঠে প্রথম ট্রায়ালে নামেন বরিসিচ। বৃহস্পতিবার পর্যন্ত এই অস্ট্রেলীয় স্ট্রাইকারকে দেখবেন ব্রিটিশ কোচ। এর পর বরিসিচ দেশে ফিরে যাবেন। পরে কোচের সিদ্ধান্ত তাঁকে জানিয়ে দেবে ক্লাব। ট্রেভর মর্গ্যানের পছন্দ হলে সামনের বছর জানুয়ারিতে তাঁকে চতুর্থ বিদেশি হিসাবে নেবে ইস্টবেঙ্গল। |
|
ইস্টবেঙ্গল মাঠে বরিসিচ। —নিজস্ব চিত্র |
বরিসিচ অবশ্য ওপারা-পেন-চিডিদের সঙ্গে নেমে বেশ উচ্ছ্বসিত। বলছিলেন, “এখানে আসার আগে আমি ইস্টবেঙ্গল সম্পর্কে কিছুই জানতাম না। যদি এই ক্লাবে খেলার সুযোগ পাই তবে প্রথম একাদশে জায়গা পেতে আমাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ ইস্টবেঙ্গলের তিন বিদেশি খুব ভাল মানের।” সুকের, ভিয়েরার ভক্ত বরিসিচের পছন্দের জায়গা স্ট্রাইকার। বরিসিচের চুক্তি নিয়ে সমস্যা আছে শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। এ দিন অবশ্য তিনি নিজেই বলে দিলেন, “আমার পুরনো ক্লাব ইন্দোনেশিয়ার অ্যারেমার সঙ্গে চুক্তি ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এখন আমি ফ্রি ফুটবলার।” এ দিকে আই লিগের ম্যাচ নিজস্ব নিরাপত্তারক্ষীদের দিয়ে করানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও প্রয়াগকে। তিন ক্লাবের কর্তারাই এ নিয়ে চিন্তিত। কলকাতা লিগের খেলা অবশ্য নিজস্ব নিরাপত্তারক্ষী নিয়ে করাতে চাইছেন খোদ আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ই। বললেন, “আই লিগের ব্যাপারটা ক্লাবের ব্যাপার।” |
|