টুকরো খবর
ভেটেলকে টেক্কা দিলেন হ্যামিল্টন
পাঁচ বছর পরে যুক্তরাষ্ট্রে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন রেসে দু’টো ব্যাপার হল। নিজের একশোতম রেসে পোল পাওয়া সেবাস্তিয়ান ভেটেলের বিজয়োৎসবের সব আয়োজন মাটি করে দিলেন লুইস হ্যামিল্টন। আর ভেটেল বনাম আলোনসো চ্যাম্পিয়নশিপ যুদ্ধটা গড়াল ব্রাজিলে মরসুমের শেষ রেস পর্যন্ত। বিয়াল্লিশ ল্যাপে ড্র্যাগ রিডাকশন সিস্টেম ব্যবহার করে চোখ ধাঁধানো ওভারটেকিংয়ে হ্যামিল্টন চ্যাম্পিয়নশিপ লিডারের রেড বুল গাড়িকে পিছনে ফেলে দেন। ম্যাকলারেন তারকার এটা একুশ নম্বর জয়। তৃতীয় হলেন ফের্নান্দো আলোনসো। এই প্রথম সবথেকে হাই প্রোফাইল তিন চ্যাম্পিয়ন, হ্যামিল্টন, ভেটেল এবং আলোনসো পোডিয়ামে উঠলেন একসঙ্গে। টেক্সাসের রেসে তিন জনেরই মাথায় ছিল কাউবয় হ্যাট! অন্য দিকে, ভেটেল বনাম আলোনসো চ্যাম্পিয়নশিপ যুদ্ধটাকে ফেরারি এতটাই গুরুত্ব দিচ্ছে যে, স্টার্টিংয়ে আটে থাকা আলোনসোকে এগিয়ে দিতে দলের অপর চালক ফিলিপে মাসার গাড়ির গিয়ারবক্সের সিল খুলে ফেলে তারা। শাস্তি হিসাবে পাঁচ ধাপ নেমে যান মাসা। আলোনসো উঠে আসেন সাতে। যুক্তরাষ্ট্রের পর ভেটেলের থেকে তেরো পয়েন্টে পিছিয়ে তিনি। ব্রাজিলে ধুন্ধুমার লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখলেন দু’জনেই। ভেটেল বললেন, “আজকের পরে মনে হচ্ছে চ্যাম্পিয়নশিপটা আসবে।” আলোনসো জানিয়ে দিলেন, আশা ছাড়ার প্রশ্ন নেই। অষ্টম হয়ে ফোর্স ইন্ডায়াকে চার পয়েন্ট এনে দিলেন নিকো হুল্কেনবার্গ। পনেরো হওয়ায় পয়েন্ট পেলেন না ভারতীয় দলের অপর চালক পল ডি রেস্টা।

পঙ্কজ রায়কে বিশেষ সম্মান
এসে গেল সেই ছবি। ছবি: শঙ্কর নাগ দাস
ইডেনে ভারত-ইংল্যান্ড টেস্টের আগের দিন, ৪ ডিসেম্বর, প্রয়াত পঙ্কজ রায়কে সম্মান জানাতে তাঁর ছবির উন্মোচন হবে নরি কন্ট্রাক্টর এবং টেড ডেক্সটারের হাত দিয়ে। সেই ছবি বসবে ক্লাব হাউসের গায়ে, সচিন তেন্ডুলকরের ছবির পাশে। আনন্দবাজারে যে খবর প্রকাশিত হয়েছিল সর্বপ্রথম। এ বার ৮০ বছর পূর্তি হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট সম্পর্কের। ইডেনে যে কারণে আমন্ত্রণ করা হয়েছে দু’দেশের সবথেকে পুরনো দুই জীবিত অধিনায়ক কন্ট্র্যাক্টর এবং ডেক্সটারকে। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “পঙ্কজ রায় ছিলেন বাংলা থেকে প্রথম ভারত অধিনায়ক। লর্ডসে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। ওঁকে সম্মান দিতে তাই আমাদের এই সিদ্ধান্ত।” পঙ্কজ রায়-বিনু মাকড়ের সেই ঐতিহাসিক ওপেনিং জুটির ছবি (বাঁ দিকে) এসে গিয়েছে সিএবি-তে। এই ছবির পূর্ণাকৃতি উন্মোচিত হওয়ার পর বসবে ক্লাব হাউসের গায়ে।

মোহনবাগানকে সতর্ক করল ফেডারেশন
তিন মিনিট দেরি করে মাঠে নামার জন্য মোহনবাগানকে সতর্ক করল ফেডারেশন। সালগাওকরের বিরুদ্ধে দেরিতে নেমেছিলেন ওডাফারা। সোমবার মোহনবাগানকে চিঠি পাঠায় এআইএফএফ। আরও এক বার এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে সবুজ-মেরুনকে। এ দিকে আর্মান্দো কোলাসোকে ফেডারেশন শো কজ করলেও তার উত্তর এখনও দেননি তিনি। উল্লেখ্য, যুবভারতীতে ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচের দিন রেফারির সঙ্গে ক্লাইম্যাক্সদের ঝামেলা চলার সময় মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন ডেম্পো কোচ। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। শো-কজ করা হচ্ছে ক্লাইম্যাক্সকেও।

শেষ চারে বর্ধমান
মালদহের মথুরাপুর স্টেডিয়ামে আয়োজিত আন্তঃজেলা সিনিয়র ফুটবলের জোন সেমিফাইনালে উঠল বর্ধমান। সোমবার কোয়ার্টার ফাইনালে তারা শিলিগুড়িকে ১-০ গোলে হারিয়েছে। গোলদাতা আনিফ টুডু। ২১ নভেম্বর সেমিফাইনাল খেলবে বর্ধমান।

তোরেসের চিন্তায় স্পেন
চেলসি কোচ রবের্তো দি’মাত্তিওর চোখ আটকেছে লা লিগার আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফালকাওতে। তার উপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে ম্যাচে ‘মিসফায়ারিং’ তোরেসকে বাদ দিতে পারেন দি’মাত্তিও। এ সব দেখে তোরেস নিজেই নাকি ভাবছেন স্পেনের ক্লাবে ফেরার কথা। মনে করা হচ্ছে, ফালকাওয়ের আতলেতিকোতেই ফিরতে পারেন তোরেস। যেখান থেকে তোরেস এসেছিলেন লিভারপুলে।

ফার্গি যখন ‘স্মাগলার’
নিজের ফুটবল জীবনে অনেক বার ইউরোপ থেকে দেশে ফিরেছেন সস্তার বিদেশি জিনিস নিয়ে। এ কথা নিজেই স্বীকার করছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। বলেছেন, “সে সময় এখনকার মতো এত চেক করত না। প্লেনে ওঠার সময় দেখত ব্যাগে এটা-সেটার বাক্স। অত দেখতই না।” সেই সঙ্গে ইউরোপ ভ্রমণের খারাপ দিকও বলেছেন তিনি। এক বার বিলবাও যাওয়ার সময় স্পেনের উপকুল বরাবর সাত ঘণ্টা বাসে যেতে হয়েছিল। একেবারে কাঠের চেয়ারে বসে। এমনকী রেডিও-ও ছিল না!

অন্য ভারত-পাক ৭ ডিসেম্বর
ডিসেম্বরের শেষে ধোনির ভারতে আসছে পাকিস্তানের ক্রিকেট দল। তার আগেই বেঙ্গালুরুতে ৭ ডিসেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১ -১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় এই বিশ্বকাপের আয়োজক ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া’। ভারত-পাক ছাড়া খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট-ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ভারতের নেতৃত্বে শেখর নায়েক।

আইওএ-কে চাপ ক্রীড়ামন্ত্রীর
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে জট বাড়ল। সোমবার নতুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ আনন্দবাজারকে বলেছেন, “আইওএর নির্বাচন করতে হবে ‘স্পোর্টস কোড’ মেনেই। নির্বাচনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক নিজেদের পর্যবেক্ষকও পাঠাবে।” ইঙ্গিতে পরিষ্কার, স্পোর্টস কোড না মেনে আইওএ-র নির্বাচন হলে কেন্দ্রীয় সরকার স্পোর্টস ফেডারেশনগুলির স্বীকৃতি বাতিল করে দিতে পারে। এমনকী সে ক্ষেত্রে আইওএর স্বীকৃতি বাতিল করার কথাও ভাবতে পারে কেন্দ্র। অন্য দিকে, দিল্লি হাইকোর্ট আগেই আইওএ কর্তাদের জানিয়েছে যে কেন্দ্রের ঠিক করা ‘স্পোর্টস কোড’ না মেনে নির্বাচন করলে সেই নির্বাচনকে বাতিল করবে দিল্লি হাইকোর্ট।

অন্য বলের খেলায়
রিও ডি’জেনিরোয় একটি চ্যারিটি ফুটবল ম্যাচে নোভাক জকোভিচ। তাঁর পক্ষে-বিপক্ষে ছিলেন প্রাক্তন ব্রাজিলীয় তারকা জিকো, বেবেতো, গুস্তাভো কুয়ের্তেনরা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.